নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে আর কি লিখবো, অন্যেরা যা ভাবছে তা-ই শেয়ার করবো...
১। বাংলাদেশের নির্বাচন কমিশন ভারতের কমিশনের মত স্বাধীন ও সর্বময় ক্ষমতার অধিকারী নয়। আপনি রাজনৈতিক দল গঠন করতে চাইলে নিবন্ধন পাবেন না। আপনি আওয়ামী লীগ না বিএনপি এটা বুঝে আপনাকে নিবন্ধন প্রক্রিয়ায় ফেলা হবে। তারপর আমলাতান্ত্রিক জটিলতার প্যাঁচে ফেলে নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে নাকানিচুবানি খাওয়ানো হবে। ততদিনে যদি আপনার রাজনৈতিক দল করার খায়েশ থাকে তাহলে অবাক হয় দেখবেন যে, আপনি বড় কোনো দলের চাটুকারিতা করার উপযোগী হয়েছেন, কেজরিওয়াল হওয়ার জন্য নয়।
২। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে 'গুরু আন্না হাজারে'র সহযোগী হয়ে অরবিন্দ কেজরিওয়াল অনশন সহ অনেক আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। ভারতের বর্তমান রাজনৈতিক কোনো দলের সাথেই সম্পৃক্ত হননি। নীতির প্রশ্নে কারও সাথে আপোষ না করেই 'আম আদমি পার্টি' নামে আলাদা দল গড়েছেন। সেই দল নিয়ে জনগণের ঘরে ঘরে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এ ধরনের সুনির্দিষ্ট কোনো নীতি নিয়ে লড়ছেন না। নিজের স্বার্থের পক্ষে না হলে 'মূল দল' থেকে বের হয় ব্রাকেটবন্দী দল গঠন করছেন। এভাবে কেজরিওয়াল হওয়ার কোনোই সম্ভাবনা নেই।
৩। সেবার মহান মানসিকতা নিয়ে কেজরিওয়াল লোভনীয় সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশে আপনি একবার যদি সরকারি চাকরি পান তাহলে ধরে নেন যে, এটাই আপনার বাকি জীবনের আরাম-আয়েশের একমাত্র অবলম্বন। সরকারি অর্থকে যথেচ্ছা ব্যবহার করে আপনার চৌদ্দ পুরুষকে আপনি আর্থিক নিরাপত্তা দিতে উঠে পড়ে লাগেন। পদ্মা সেতুর জন্য ব্যবহৃত রড থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনের খাম্বা পর্যন্ত আপনার ঘুষের উপাদানে পরিণত হয়ে যায়। সরকারি বাড়ি, গাড়ি, ড্রাইভার, দারোয়ান, বিদেশে শপিং, বিদেশে চিকিৎসা, বিদেশে বাড়ি কেনা...এত্ত এত্ত দুর্নীতির সাগরে থেকে আপনি করবেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন! থাক আপনার আর কেজরিওয়াল হয় কাজ নেই।
৪। আপনি রাজনৈতিক দল করবেন বড় কোনো দলের কিংবা বড় কোনো নেতার চাটুকারিতা করার জন্য। ঘুষ দিয়ে টেন্ডারটা পেতে, ঘুষ দিয়ে আপনার সন্তান/আত্মীয়ের চাকরিটা পেতে, ঘুষ দিয়ে সরকারি কিছু খাস জমি পেতে, সিন্ডিকেট করে কালোবাজারির দখলটা পেতে, টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজিটা পেতে রাজনৈতিক পরিচয় দরকার। তাই আপনি রাজনৈতিক দল করে দুর্নীতির সহযোগী হতে চাইবেন। কেজরিওয়ালের মত দুর্নীতি বিরোধী রাজনৈতিক দল করে আপনার লাভ নেই।
৫। জন্মের পর থেকেই আপনি দেখছেন কিভাবে একজন আরেকজনকে ঠকিয়ে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। পয়সা বানাতে পারলে আরাম আয়েশে জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। পয়সা বানাতে পারলে সম্মান-প্রতিপত্তিও বাড়ানো সম্ভব। পানি বিদ্যুতের মিটার রিডিং করে পয়সা বানিয়েছেন নাকি শ্রমিক শোষণ করে পয়সা বানিয়েছেন, পয়সার গায়ে তা লেখা থাকবে না। পয়সা দিয়ে বড় কোনো দলের মনোনয়ন কিনে, পয়সা ছিটিয়ে জনগণের ভোট কিনে যদি আপনি ক্ষমতাবান হয়ে যেতে পারেন- তাহলে কেজরিওয়াল হওয়ার আর দরকার কী!
৬। আপনি মনে মনে সুপ্ত বাসনা লালন করছেন যে, আপনি ব্যতিক্রমী একজন রাজনৈতিক নেতা হবেন। প্রচলিত ধারার রাজনৈতিক নেতাদের কাছে প্রথমে আপনি হাসির পাত্র হবেন। কেজরিওয়ালও ও হাসির পাত্র হয়েছিল। কিন্তু কেজরিওয়াল দমেন নাই। জনগণ তাঁর সাথে ছিল। কিন্তু আপনার সাথে জনগণ থাকবে না, কারণ আপনি টাকা ছিটাতে পারবেন না। আর রাজনৈতিক নেতারা আপনার ছিদ্র খুঁজে সেই ছিদ্র দিয়ে অনবরত কুৎসা রটাতে থাকবে। আপনার প্রপিতামহের পার্শ্ববর্তী বাড়ির কেউ রাজাকার ছিল কিংবা আপনি সুদের ব্যবসা করেন- এরকম ইস্যু নিয়ে নাস্তানাবুদ করা হবে। জনগণ এরকম ইস্যুতে ভাগ হয়ে যাবে। আপনাকে মাঠে নামিয়ে হাসির পাত্র বানিয়ে তারা কেটে পড়বে।
উপরোক্ত কারণে আমাদের দেশে একজন কেজরিওয়ালের আগমন অসম্ভব মনে হলেও আপনাকেই এগিয়ে আসতে হবে। একটা ধারা সৃষ্টি করা দরকার। একজন আন্না হাজারে এবং কয়েকজন কেজরিওয়াল বাংলাদেশের জন্য খুবই দরকার।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। ভালো থাকুন।
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
ইউর হাইনেস বলেছেন: যথেষ্ট সুন্দর হইয়াছে.। যা বলতে চেয়েছেন তা কিন্তু চরম কথা।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮
আজমান আন্দালিব বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
জাহাঙ্গীর জান বলেছেন: অসম্ভব একটি সুন্দর পোস্ট, কেজরিয়াল টাইপের নেতা বর্তমান বাংলাদেশে বিশেষভাবে দরকার । কেজরিয়াল সরকার গঠনের তিনদিনের মাথায় দিল্লি শহরে প্রতি পরিবারের জন্যে একশো সত্তর লিটার পানি ফ্রী,করে দিয়েছেন, বিদ্যুতের দাম অর্ধেক কমিয়ে দিয়েছেন, কংগ্রেস হুমকি দিয়েছে সমালোচনা করে বললেন কেজরিয়াল থেকে সমার্থন পত্যাহার করে নিবেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
আজমান আন্দালিব বলেছেন: কেজরিওয়াল এর মত অনেক লোক আছে যারা নিরবে নিশ্চুপে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে ঘরে ঘরে কেজরিওয়াল দরকার। শুভকামনা আপনার জন্য।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: --- আমরা ওনার মত কোন নেতা বাংলাদেশে জন্মাতে দেব না ! জন্মালেও বাঁচতে দেব না !! বাঁচলেও কাজ করতে দেব না !!! --- এটা আমার কমেন্ট আর এটা আমার এই বিষয়ে পোষ্ট , পোষ্ট ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪
আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পোস্ট ঘুরে এলাম।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
নীল ভোমরা বলেছেন:
''একজন আন্না হাজারে এবং কয়েকজন কেজরিওয়াল বাংলাদেশের জন্য খুবই দরকার। ''.....খুবই দরকার!
ক্ষেত্র অনেকটাই প্রস্তুত হয়ে আছে.....কিন্তু ডঃ কামাল, বি চৌধুরী, এমনকি ডঃ ইউনুসও ব্যর্থ হয়েছেন।........তবুও সম্ভব। শুধু দরকার সমানে থেকে নেতৃত্ব দেবার মত সৎ, নিঃস্বার্থ ও দৃঢ়সংকল্প একজন কেজরিওয়াল.....যার উপর আস্থা রেখে পরিবর্তন প্রত্যাশী জনগণ একত্রিত হয়ে একটি শক্তিতে রূপান্তরিত হতে পারে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
আজমান আন্দালিব বলেছেন: অনেক ধন্যবাদ নীল ভোমরা। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মত একজন সৎ, নিঃস্বার্থ ও দৃঢ়সংকল্প নেতার আগমন ঘটুক...এই প্রত্যাশায়...
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
লিখেছেন বলেছেন: মন্তব্য ভালই হইয়াছে , তবে বাক্য বিন্যাসে দুর্বলতা পরিলক্ষিত হইয়াছে। যাহা হোক, পরিশ্রম করিলে এই ত্রুটি গুলি কাটিতে পারিবেন বলিয়াই আমার বিশ্বাস । রসের উপাদান যথেষ্ট ছিল যাহা পাঠকদের চিত্ত উৎফুল্ল করিয়াছে তাহাতে বিন্দমাত্র সন্দেহ নাই। বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা আলি পরবর্তী ওই ঘরানার লেখকদের চাহিদা মিটাইতে বিশেষ সচেষ্ট থাকিবেন এই প্রত্যাশায় ।