নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পথ ভোলা এক পথিক এসেছি ........

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: [email protected]

আজনবী

কঠোর বাস্তববাদী।

আজনবী › বিস্তারিত পোস্টঃ

সবাইকে হরতাল মুবারক! ২৭-২৮ তারখিরে হরতাল কিভাবে সেলিব্রেট করা যায়?

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সবাইকে হরতাল মুবারক!



এই ফালুদা হরতাল এখন আমার কাছে মনে হয় শ্রেফ ফাতরামি। গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, জনজীবন অতিষ্ট করে অর্থনৈতিক চাকা স্থব্ধ করে দিয়ে কাদের জন্য এই হরতাল ?



যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য নাকি ক্ষমতায় যাবার খায়েসে? এতই যখন মহব্বত, এতই যখন ......... টাডায়, তাহলে খোলা ময়দানে গিয়ে অনশন করতে সমস্যা কোথায়? সাধারন পাবলিককে কষ্ট দেয়া কেন? ভাড়া করে হাজার হাজার লোক প্ওায়া যায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করার জন্য। শান্তিপূর্ণ অনশন শুরু করে দেখুন, কতজন সাথে থাকে?



সরকারের উচিত অনতিবিলম্বে জনগনের স্বার্থে আইন করে হরতাল নিষিদ্ধ করা। আর যতদিন হরতাল নিষিদ্ধ না হচ্ছে, ততদিন আমার মত ম্যাংগো পিপল যারা আছেন তারা একটু ভিন্ন আঙ্গিকে পরবিার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে প্রতিটি হরতাল সেলিব্রেট করতে পারেন।



এদিকে কিন্তু নিজেই বুঝে উঠতে পারছি না, কিভাবে আগামী দুইদিনের হরতাল সেলিব্রেট করবো? কারো কোন সাজেশান থাকলে প্লিজ জানিয়ে দিন।



একটি ইংরেজি প্রবাদ থেকে আমার এই হরতাল সেলিব্রেট করার ইচ্ছা জাগছে। প্রবাদটি বাংলা করলে যা দাড়ায় - “যখন কেউ তোমাকে ধর্ষন করতে এগিয়ে আসবে, তাকে সর্ব শক্তি দিয়ে প্রতিহত করো। আর যদি শক্তিতে না পারো, তবে বিষয়টা উপভোগ করাই শ্রেয়।"



আমরা ইচ্ছে করলেই পারি আমাদের রাজনৈতিক সংকট নিরশনের লক্ষে বিশ্বে সর্ব প্রথম গনতন্ত্রের মোটা চাদর দিয়ে মুড়ে রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং শরীয়া আইন একসাথে চর্চা করতে। আরো জানতে নিচের লিংকে ক্লিক করুন।



বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সংবিধান সংশোধন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

টুরিস্ট আশরাফুল বলেছেন: পাড়ায় ছকড়া গুলোকে বলেছি ২ দিনের একটা টেস্ট ম্যাচ খেলবো,আশা করি ২দিন সিরাম মজায় কাটবে ;) ;) ;) ;) ;)

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আজনবী বলেছেন: ভাল পরিকল্পনা। হরতাল মুবারক।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
পিকনিক করা যাইতে পারে ! রান্না হবে কাঠের চুলায় !

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

আজনবী বলেছেন: ভাল আইডিয়া। হরতাল মুবারক।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বউকে সাথে নিয়ে "জনসংখ্যা বৃদ্ধি কর্মসূচী "ঘোষণা ও বাস্তবায়ন করতে পারেন।

এর চেয়ে বড় কোন কর্মসূচী হতে পারে না।

মনে রাখতে হবে- জনসংখ্যাই সম্পদ। আজকের জনসংখ্যা নির্বাচনের সময় ভোটার। ভোটাররাই কজাতির ভবিষ্যত। আসুন ভোটার বৃদ্ধি করে গণতান্ত্রিক চর্চা জোরদার করি।

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

আজনবী বলেছেন: চমৎকার আইডিয়া। হরতাল মুবারক।

আপনার লজিক ভীষন পছন্দ হয়েছে।

দুনিয়ামে আয়েহো তো করতে রহো এয়সা কাম
হার গলিসে আওয়াজ উঠে আব্বাজান আব্বাজান - গুআ.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.