নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পথ ভোলা এক পথিক এসেছি ........

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: [email protected]

আজনবী

কঠোর বাস্তববাদী।

আজনবী › বিস্তারিত পোস্টঃ

কেবলমাত্র সংলাপই হতে পারে সমাধানের একমাত্র পথ।

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:১৩

দীর্ঘদিনের ঝুলন্ত সমস্যার সমাধান হতে পারে একমাত্র গঠনমূলক সংলাপের মধ্যদিয়ে। আমার পর্যবেক্ষন অনুসারে সংলাপ ব্যতিত আর কোন পথ এখন আর খোলা নেই। সংলাপ সফল করার জন্য আবশ্যক কিছু সুস্থ্য মস্তিস্কের মানুষের সক্রিয় অংশগ্রহন। একজন অসুস্থ্য মস্তিস্কের মানুষ পুরো সংলাপকে ভেস্তে দিতে পারে। সমস্যাকে আরো জটিল থেকে জটিলতর করে দিতে পারে। সংলাপের জন্য সবাইকে হতে হবে সহনশীল এবং আগ্রহী। বর্তমানে যে ধরনের কার্যকলাপ পর্যবেক্ষন করছি, তা কেবল মাত্র দুরত্ব, অনিহা আর ঘৃনাই তৈরি করতে পারে, এটা কোন সমাধানের পথ নয়। কৌশল বলেন আর ষরযন্ত্রই বলেন এতে মানুষের ভোগান্তি বাড়ে, আর কষ্ট বাড়ে, জন্ম দেয় তীব্র ঘৃনা আর অনীহার।



নিজেদের সংশোধন করুন, সব ধরনের মিথ্যা অপকৌশল আর ষরযন্ত্র বন্ধ করুন। আন্তরিকতার সাথে সংলাপে অংশ নিন, অবশ্যই সমাধানের পথ বেড়িয়ে আসবে। আন্তরিকতার অভাব থাকলে বা অপকৌশল ও ষড়যন্ত্র বন্ধ না করলে সমস্যা আরো জটিল থেকে জটিলতর হতে বাধ্য, যা এতদিন হয়ে আসছে।



সকল শুভাকাঙ্খিদের জন্য আমার এই পোষ্ট।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: মিথ্যাচার চলছে , ঝড়ের বেগে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.