নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পথ ভোলা এক পথিক এসেছি ........

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: [email protected]

আজনবী

কঠোর বাস্তববাদী।

আজনবী › বিস্তারিত পোস্টঃ

জয় জায়া ক্রিস্টিনা হলেও হতে পারেন বাংলাদেশের সোনিয়া গান্ধী।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

ভারতের স্বাধিনতা আন্দোলনের অন্যতম নেতা পন্ডিত জওহর লাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।



বাংলাদেশের স্বাধিনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপিত এবং পরে প্রধানমন্ত্রী।



পন্ডিত জওহর লাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধীও ছিলেন দীর্ঘ্যকাল ভারতের প্রধানমন্ত্রী।



বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনাও বাংলাদেশে দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।



ইন্দিরা গান্ধীর পুত্র রাজিব গান্ধী ভালবেসে বিয়ে করেন ভিনদেশী নারী সোনিয়া গান্ধীকে।পরবর্তীতে রাজিব গান্ধীও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।



শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ভালবেসে বিয়ে করছেন ভিনদেশী নারী ক্রিস্টিনাকে। গতকাল হয়ে গেল জয়ের রাজনীতিতে প্রথম পদার্পন।



সোনিয়া গান্ধী এখন ভারত সরকারের নেপথ্যে থাকা সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।



এই ধারাবাহিকতা যদি ভবিষ্যতেও বজায় থাকে, তাহলে জয় হয়তো একদিন হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর জয় জায়া ক্রিস্টিনা হলেও হতে পারেন বাংলাদেশের সোনিয়া গান্ধী।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ক্রিস্টিনা জয়রে কবে তালাক দিয়া ভাগছে। আসলে কুত্তার পেটে ঘি হজম হয় না।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪

আজনবী বলেছেন: তা আপনি কোন দেশ থেকে ঘেউ ঘেউ করছেন ?

গতকাল রংপুরের জনসভায় জয়ের সাথে ক্রিস্টিনা যে স্টেজে ছিল, তা জানেন না ?

২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ক্রিস্টিনা জয়রে কবে তালাক দিয়া ভাগছে। আসলে কুত্তার পেটে ঘি হজম হয় না।

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

একাকী বাংলাদেশি বলেছেন: ক্রিস্টিনা যদি সোনিয়া গান্ধী হয় তাইলে কিন্তু জয়'রে রাজীব গান্ধী হইতে হবে নাকি? সো নিজের কথার প্যাঁচে নিজে প্যাঁচ খাইয়েননা। জয়ের মত হাবাগোবা পোলার কোন দুর্দশা আমি দেখবার চাইনা। পোলাটা আরামে থাকুক, বিদেশের বাতাস, মদ আর মেয়েরে নিয়া জীবন কাটাক। আহারে প্রতিবন্ধী পোলা একটা

৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

0গাংচিল বলেছেন: একাকী বাংলাদেশি বলেছেন: ক্রিস্টিনা যদি সোনিয়া গান্ধী হয় তাইলে কিন্তু জয়'রে রাজীব গান্ধী হইতে হবে নাকি? ;) ;)

৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই জয়ের পাসপোর্ট কোন দেশের? যে ছেলে আগেই নিজের থেকে বাংলাদেশের আইডেন্টিটি সরায় দিয়েছে সেই ছেলে বাংলাদেশের কি উপকার করবে? জয় নিজেই তো পাত্তা পাবে না আর আপনি আসছেন জয়ের বৌরে নিয়ে কথা বলতে।

৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: কই রানী ভবানী আর কই ূূমারানী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.