নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুনিয়াটা আজব। আমিও আজব...

অাজব দুনিয়া

অাজব দুনিয়া › বিস্তারিত পোস্টঃ

নতুন আইনে জার্মান ভিসার সহজিকরণ...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

বন্ধুরা কেমন আছেন সবাই? নতুন একটি বিষয় নিয়ে লিখতে বসলাম। আশা করি বিষয়টি আপনাদের উপকারে আসবে। অাপনারা অনেকেই হয়তো জানেন, সাম্প্রতিককালে বিভিন্ন দেশে ভিসা কঠিন করা হয়েছে। তবে একটি সুখের বিষয় হলো... ইউরোপের সবচেয়ে শক্তিধর দেশ আর 'মাতব্বর' বলে পরিচিত জার্মানি তাদের ভিসা প্রক্রিয়ায় কিছুটা সহজিকরণ করেছে। যারা চাকরি নিয়ে যেতে চান তাদের জন্যই এই সুখবর। কয়েকদিন আগে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেখেছিলাম।

এরপর আমি ইন্টারনেটে এ বিষয়ে অনেক ঘাঁটাঘাঁটি করে কিছু রিসোর্স বের করলাম। আশা করি, এসব আপনাদের কাজে লাগবে...

নতুন একটি অভিবাসী আইনের আওতায় জার্মানিতে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর এই আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। তাই এখন থেকে বাংলাদেশিসহ অন্য দেশের মানুষজন এই নতুন আইনে জার্মানিতে সহজে ভিসা পাবে (যোগ্যতা থাকলে) ... যারা চাকরি নিয়ে জার্মানি যেতে চান তাদের যাওয়ার পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে।



যেহেতু জার্মানিতে বিভিন্ন সেক্টরে প্রচুর জব ভ্যাকেন্সি রয়েছে তাই চাকরি যোগাড় করাও খুব বেশি কঠিন হবে না বলে মনে হয়। বাংলাদেশ থেকে অনেকেই এখন চাকরি নিয়ে জার্মানি যাচ্ছে। কম্পিউটার, তথ্যপ্রযুক্তি, সেবাখাত, নির্মাণ, কৃষি, চিকিৎসা ইত্যাদিসহ বিভিন্ন খাতে লাখ লাখ লোকের প্রয়োজন জার্মানিতে।

জানা গেছে, বর্তমানে আইটি খাতেই কেবল লোক দরকার প্রায় ৮২ হাজার। মেটাল, মেশিনারিজ খাতে লোক দরকার ২ লাখ ৮৭ হাজার ৮১৭ জন। নির্মাণশিল্পে দরকার ১ লাখ ৩৫ হাজার ৫১১ জন। পুরো তালিকাটি দেখে নিন এখানে : Click This Link

জার্মানির ভিজিট ভিসার জন্য দরকারি কাগজপত্রের লিস্ট : Click This Link

ভিসা পেতে কী কী কাগজ লাগবে সে বিষয়ে লিখবো আরেকদিন। কিন্তু ওপরের তালিকা থেকে দেখে আসতে পারেন কী কী ডক্যুমেন্টস লাগে। আশা করি এই লেখাটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা। ভুলেও কোনো দালালের দ্বারস্থ হবেন না। কোনো দালাল আপনার ভিসা করিয়ে দিতে পারবে না। এমনকি চাকরিও না। চাকরি পাবেন আপনি আপনার নিজের যোগ্যতায়...

পোস্টটি ভালো লাগলে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করতে ‍ভুলবেন না যেন!

ভালো থাকবেন সবাই...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ব্লগে আপনাকে স্বাগতম


বিষয়টি খুবই প্রয়োজনীয় মনে হচ্ছে। ধন্যবাদ।

আপনার লেখার প্রথম আর শেষ দেখে মনে হল, এটা কোন ফেসবুকিয় পোস্ট (!) যদি আমাদের উপকারের জন্য অন্যের থেকে সংগ্রহ করে থাকেন, তবে সেখানকার লিংক সাথে এড করে দিলে আরো ভাল হয়।

আবারো ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

অাজব দুনিয়া বলেছেন: নাহ তাজুল ভাই, আমি ফেসবুকে দেখেছিলাম কিন্তু এরপর আর পাই নি। ভিডিওর ডেসক্রিপশনে ডিটেইলস আছে।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: জেনে ভালো লাগলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

অাজব দুনিয়া বলেছেন: অনেক ধন্যবাদ বাবু ভাই...

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: পরবর্তীতে আরো জানাবেন আশা করি।++++++++++

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৯

অাজব দুনিয়া বলেছেন: অবশ্যই

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

অাজব দুনিয়া বলেছেন: অবশ্যই ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.