![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।
গতকাল প্রথম আলোর রস+আলো'র একটা প্রশ্ন দেখে থমকাইলাম ।
''মানুষ আগুনে পোড়ার সময় তাঁরা কী করছিলেন?''
(দয়া করে সঠিক উত্তরটা দিন। আমরা নিশ্চিত, আপনারাই পারবেন।)
প্রশ্ন: বাসে আগুনে যখন মানুষ পুড়ছিল, রাজনৈতিক নেতারা তখন কী করছিলেন?
ক. জুস পান করছিলেন
খ. টিভি দেখে মজা পাচ্ছিলেন
গ. নতুন ড্রেস পরছিলেন
ঘ. মেকআপ করছিলেন
ঙ. পেটভরে খেয়ে ঘুমাচ্ছিলেন
চ. পা নাচাচ্ছিলেন
ছ. বাঁশি বাজাচ্ছিলেন
ঙ. ওপরের সব কটি
প্রশ্নের উত্তর আপনারাই দ্যান । আপাতত দুইটা প্রশ্নের উত্তর কি প্রথম আলো'র চাকুরেরা দিতে পারবেন ?
১। রানা প্লাজায় মানুষ চাপা পড়ে যখন একবুক বাতাসের জন্য কাঁদছিল - আপনারা কি করছিলেন ?
উত্তর - বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে নাচগান করছিলেন , আপনাদেরই স্বীকারোক্তি অনুযায়ী , 'সীমিত' পরিসরে । এবং সোস্যাল মিডিয়ায় সমালোচনার কারনে চাপাবাজি করে বাধ্য হয়েছিলেন রানাপ্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য 'নাচগান' করছি বলেছেন সঠিক বলতে গেলে বাধ্য হয়েছেন । এবং মানুষের প্রতিদিন সেক্স করা বন্ধ থাকে না বলে নাচগান করাও বন্ধ থাকা উচিত নয় বলে এই উপহাসমূলক অনুষ্ঠান জায়েজ করার চেষ্টা করেছিলেন । সেই রাতে অনেকেই তো ঘোষনা দিয়েছিলেন লক্ষ লক্ষ টাকা অনুদানের , এক অনন্ত জলিল ছাড়া আর কে বাস্তবে দিয়েছেন , তা কিন্তু আপনারা জানান নাই , কারন সেই কথা কারও মনে নাই- খেল খতম পয়সা হজম । মনে পড়ে ?
২। যখন মানুষ আগুনে পুড়ছিলো , তখন আপনারা চাকুরেরা কি করছিলেন ?
উত্তর- বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠানকে ''অবরুদ্ধ শহরে সুকুমারবৃত্তির চর্চা'' বলে উপভোগ করছিলেন । একদল সো কলড আপারক্লাস । তাদের বিনোদন চলছিলো । এবং পরের দিন ভি এই পি দের উপস্থিতির জন্য পোড়া মানুষগুলোর চিকিতসা হচ্ছে না বলে ভি আই পিদের এক হাত দেখে নেয়া । এবং বরাবরের মতই কোন ডাক্তার এবার চিকিৎসায় অবহেলা করছেন তা খুঁজে বের করা কিন্তু নিরলস সেবা দিয়ে যাওয়া ডাক্তারের কথা চেপে যাওয়া অনুসন্ধানী রিপোর্ট ছাপানো , ঠিক যেমন ডাঃ সাজিয়া এখনো গৌন । এবার তেমন ঝড় ওঠেনি প্রতিবাদের , তাই এইবার আর আগুনে পোড়া মানুষদের জন্য ফান্ডও খুলতে বাধ্য হয় নি চাকুরেরা , প্রতিদিনের সেক্সের সাথে তুলনাও করতে হয় নাই - ভাগ্যিস !
উত্তর কি আছে , হে সুবিধাভোগীরা ?
দূর্যোধন দূর্যোধন
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
বাঁশ আর বাঁশ বলেছেন: হুমমমমমমম।।।।।।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
অনেকের মধ্যে একজন বলেছেন: @কে বা কারা বুলচেঃ এতদিন ধরে হরতাল হয়ে আসছে। গাড়ি ভাঙচুর হয়েছে; হয়তো পুড়েছেও। কিন্তু খবরে দেখেছেন,
চালকরা নিজেরাই বলেছেন।
এতদিন ধরে হরতাল হয়ে আসছে। গাড়ি ভাঙচুর
হয়েছে; হয়তো পুড়েছেও। হয়তো পুড়িয়েছে? আমারে কেও মাইরালা। হাসতে হাসতে পড়ে গেলাম।
হ্যা আলহামদুলিল্লাহ আপনাদের হরতাল অনেক শান্তিপূর্ন ছিল। ড্রাইভার আরেকটা কথাও বলছিল সেটা হচ্চে তাদের গাড়ি পুড়িয়ে দেয়ার আগে নাকি তাদের নতুন গাড়ি কেনার জন্য যথেষ্ট অর্থ প্রদান করা হয়। সবাই জোরে বলেন মাসাল্লাহ মাসাল্লাহ ।
আপনাকে কাছে পেলে সেন্ডেল দিয়ে গালের উপর চটকানি দিতাম। আমাদের সাধারন মানুষ্কে দয়া শান্তিতে ঘাক্তে দেন। আপনাদের রাগ আওয়ামিলিগকে নিয়ে অকে ভালো কথা যান আওয়ামিলিগদের গাড়ি ভানগেনগা। সাধারন মানুশের ক্ষতি করেন কেন? যান প্রধান মন্ত্রির কার্যালয় ঘেরাও করেনগা। যত্তসব বকচোদ
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
বাঁশ আর বাঁশ বলেছেন: করুক ঘেরাও।।।।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
অনেকের মধ্যে একজন বলেছেন: @কে বা কারা বুলচেঃ এতদিন ধরে হরতাল হয়ে আসছে। গাড়ি ভাঙচুর হয়েছে; হয়তো পুড়েছেও। কিন্তু খবরে দেখেছেন,
চালকরা নিজেরাই বলেছেন।
এতদিন ধরে হরতাল হয়ে আসছে। গাড়ি ভাঙচুর
হয়েছে; হয়তো পুড়েছেও। হয়তো পুড়িয়েছে? আমারে কেও মাইরালা। হাসতে হাসতে পড়ে গেলাম।
হ্যা আলহামদুলিল্লাহ আপনাদের হরতাল অনেক শান্তিপূর্ন ছিল। ড্রাইভার আরেকটা কথাও বলছিল সেটা হচ্চে তাদের গাড়ি পুড়িয়ে দেয়ার আগে নাকি তাদের নতুন গাড়ি কেনার জন্য যথেষ্ট অর্থ প্রদান করা হয়। সবাই জোরে বলেন মাসাল্লাহ মাসাল্লাহ ।
আপনাকে কাছে পেলে সেন্ডেল দিয়ে গালের উপর চটকানি দিতাম। আমাদের সাধারন মানুষ্কে দয়া শান্তিতে ঘাক্তে দেন। আপনাদের রাগ আওয়ামিলিগকে নিয়ে অকে ভালো কথা যান আওয়ামিলিগদের গাড়ি ভানগেনগা। সাধারন মানুশের ক্ষতি করেন কেন? যান প্রধান মন্ত্রির কার্যালয় ঘেরাও করেনগা। যত্তসব বকচোদ
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
অনেকের মধ্যে একজন বলেছেন: এতদিন ধরে হরতাল হয়ে আসছে। গাড়ি ভাঙচুর
হয়েছে; হয়তো পুড়েছেও। কিন্তু খবরে দেখেছেন,
চালকরা নিজেরাই বলেছেন,
তাদেরকে নামিয়ে দেয়ার পর আগুন দেয়া হয়েছে।
আগুন দিবি কেন? গাড়ি কি তোগোর বাপের টাকা দিয়া কেনা? জবাব দে
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
বাঁশ আর বাঁশ বলেছেন: জবাব চাই।।।।।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
বাঁশ আর বাঁশ বলেছেন: চালায় যান।।।। :-D:-D
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
কে বা কারা বলেছেন: সাবধান : হাসিনা এবার লঞ্চ-ফেরি ডুবানোর কথা বলেছেন!
এতদিন ধরে হরতাল হয়ে আসছে। গাড়ি ভাঙচুর হয়েছে; হয়তো পুড়েছেও। কিন্তু খবরে দেখেছেন, চালকরা নিজেরাই বলেছেন, তাদেরকে নামিয়ে দেয়ার পর আগুন দেয়া হয়েছে। কিন্তু যেদিন প্রধানমন্ত্রী বা তার পুত্র আগুনে পুড়িয়ে মানুষ মারার ঘোষণা দিলেন, ঠিক সেদিন সেদিনই পুড়িয়ে মানুষ মারা শুরু হলো। যাত্রীভর্তি গাড়ি/বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার পুরনো অভ্যাস যে কাদের, সেটা জনগণ ভালোই জানে। যদিও এক্ষেত্রে বিরোধী দলের কড়া কোনো বক্তব্য ছিলো না; শক্ত লেখনী ছিলো না ডানপন্থী বুদ্ধিজীবীদের; অনুসন্ধানী রিপোর্ট ছিলো না তাদের পক্ষের মিডিয়ার।
আজ শেখ হাসিনা বলেছেন, ‘লঞ্চ আর ফেরি ডুবিয়ে দেয়ারও নির্দেশ দেয়া হচ্ছে। এই তথ্য আমাদের কাছে আছে। তথ্য-প্রযুক্তির যুগে কিছু লুকিয়ে রাখা যায় না।’
অতএব, সবাই সাবধান! যারা বা যাদের আত্মীয়-স্বজন নিরাপদ ভেবে নৌপথে যাত্রা করতে চান বা চাচ্ছেন, তারা নৌপথ এড়িয়ে চলুন। ঢাকা মেডিকেলে নেয়ার পর অগ্নিদগ্ধ অনেককে যেরকম চিকিৎসা না দিয়ে বা ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে, সেরকম হয়তো এরা কোনো লঞ্চ বা ফেরি ডুবিয়ে দেয়ার পর তা উদ্ধার না করে প্রতিটি যাত্রীর মৃত্যু নিশ্চিত করার পর উদ্ধারকারী জাহাজ পাঠাবে।
আল্লাহ আমাদেরকে জালেমের হাত থেকে উদ্ধার করুন; জালেমের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিন।
Click This Link