নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতক্ষন শ্বাস ততক্ষন বাঁশ (POSTERIOR BAMBOO)

বাঁশ আর বাঁশ

শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।

বাঁশ আর বাঁশ › বিস্তারিত পোস্টঃ

মিথ্যুক দের মিথ্যা ধরতে চান? (১০ টি বৈজ্ঞানিক পদ্ধতি)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

১. প্রথমেই খেয়াল করুন তার বডি ল্যাঙ্গুয়েজ।

যিনি মিথ্যা বলবেন তার বডি ল্যাঙ্গুয়েজ

আর একজন সত্যবাদী লোকের বডি ল্যাঙ্গুয়েজ

কখনোই এক হবেনা । মিথ্যা বলার সময়ে কিছুটা শক্ত

হয়ে যাবে সে । হাতের মুভমেন্টও কমে আসবে অনেকটাই । মোট কথা স্বতঃস্ফূর্ত ভাব কমে আসবে অনেকটাই।





২. যিনি মিথ্যা বলছেন বা বলবেন তিনি প্রথমেই সরাসরি চোখের দিকে তাকাবেন না । মিথ্যা কথা চোখের

দিকে তাকিয়ে বলতে পারেন এমন মানুষ খুব কমই

আছেন । মানুষ মিথ্যা কথাটাই বেশী গুছিয়ে আর

সুন্দর করে বলে থাকে স্বাভাবিক সময়ের চাইতে।

মিথ্যা কথার ভূমিকা অপ্রয়োজনীয়ভাবেই দীর্ঘ হয়ে থাকে।





৩. অনেকেই মিথ্যা বলার সময় ঘামতেশুরু করবেন।

কেউ কেউ দেখাবেন অস্থিরতা । কেউ

হয়তো মাথাবা কানের পেছনে চুলকাতে পারেন।

তবে খোলা হাতে বুকের উপরে রাখবেনা সে ।

মানুষের শারীরিক রিফ্লেক্স এমনভাবে তৈরি যে নিজের অজান্তেই নিজের শরীর বেশ কিছু ক্লু দিয়ে দেয় অসেচতন

ভাবেই সত্য মিথ্যার ব্যাপারে ।





৪. যখন কেউ মিথ্যা বলবে তখন তার আবেগের

সময় ও সময়কাল সাধারনের থেকে কমবেশি হতে পারে । আবেগের অবস্থান সাধারনের থেকে বেশি সময়স্থায়ী হলে এবং হঠাৎ করেই এই আবেগ শেষ হয়ে গেলে বুঝতে হবে ব্যক্তিটির

কথা মিথ্যা হবার সম্ভাবনা বেশি ।





৫. সেই সাথে আবেগের প্রকাশও সময়ের গড়মিলও হতে পারে । যেমন কেউ যদি কোন উপহার পাবার

পরে বলেনযে তিনি খুব খুশি হয়েছেন

এবং তারপর হাসেন, তাহলে ধরে নিন ব্যক্তিটির

মিথ্যা বলার সম্ভাবনা প্রবল ।

কেননা খুশি হলে প্রথমে তিনি হাসবেন,

তারপর বলবেন । অর্থাৎ কেউ কিছু বললেতার

সাথে যদি আবেগের মিল

না থাকে তবে ধরে নিতে পারেন

যে তিনি মিথ্যা বলছেন । যেমন কেউ

যদি বলে যে সে আপনাকে ভালবাসেকিন্তু

কথার সাথে সাথে সেই ভালবাসার প্রকাশটা নেই,

তবে তিনি অবশ্যই মিথ্যা বলছেন

বলে ধরে নিতে হবে । এছাড়াও কেউ যখন

মিথ্যা বলে থাকেন তখন তার ফেসিয়াল

এক্সপ্রেশন থাকে সীমিত । সত্যি কথা বলার

সময়ে যেমন কথাটি চোখ-কপাল-গালের

সাথে সমন্বয় করে বলা হয়,

মিথ্যা বলারসময়ে এমনটা হয়না ।





৬. যিনি মিথ্যা বলছেন তিনি সাধারনত

ডিফেন্সিভ মুডে থাকেন । কথায় কথায়

রেগে যেতে পারেন, অনেকে ঝগড়াও

করতে পারেন যেখানে একজন সত্যবাদী ব্যাক্তি শান্ত

থাকবেন কথা বলার সময়ে ।





৭. যিনি মিথ্যা বলছেন তিনি সাধারণত

প্রশ্নকর্তাকে ভয় পেয়ে থাকেন । কারন

প্রশ্নকর্তা বেশি প্রশ্ন করলে তার

মিথ্যা ফাঁস হয়ে যাবার একটা ভয় থাকবে সবসময় । তাই

বেশিরভাগ সময়ে সে সরাসরি উত্তর দেয়ার

চাইতে সেখানথেকে সরে যেতে চেষ্টা করবে।





৮. যিনি মিথ্যা বলছেন তার সাধারন

কথারসুর ও মিথ্যা কথার সুরের মাঝে অবশ্যই পার্থক্য

থাকবে । কেউ যদি প্রচলিত ভাষায়

কথা বলে থাকে সাধারনত,

সে হয়তো পোশাকি ভাষায় কথা বলা শুরু

করতে পারে । কেউবা আবার

ইংরেজিতে কথা বলা শুরু করতে পারে । সেই

সাথে যখন মিথ্যা বলবে তখন তাদের

কথা অপেক্ষাকৃত সুন্দর হবে তাদের সাধারন

সত্যি কথার তুলনায় । অনেকে আবার

সরাসরি মিথ্যা না বলে ঘুরিয়ে মিথ্যা বলবে ।





৯. যারা মিথ্যা বলছেন

তারা যে বিষয়ে মিথ্যা বলছেন

তা বদলে গেলে বেশ শান্ত হয়ে যাবেন । তাদের

কথা বলার পরিমাণ বেড়ে যাবে সেই

সাথে তাদের গলার আওয়াজও মজবুত শোনাবে ।

অন্যদিকেযিনি সত্য বলছেন তিনি হঠাত

বিষয় বদলে গেলে কিছুটা বিভ্রান্ত হয়েযাবেন

এবং চেষ্টা করবেন আগের বিষয়ে ফেরত

যেতে ।





১০. অনেকেই নিজের মিথ্যা কথা ঢাকার

জন্য সারকাজম বা হিউমারের

সাহায্যনিতে পারে ।

অনেকে আবার এগুলোর সাহায্যেই

মিথ্যা বলতে পারে ।।



সূত্র: ক্রিমিনাল সাইকোলজি by ঘোষ & সাহা



তাহলে, মিথ্যা ধরুন আর মিথ্যুককে বাঁশ আর বাঁশ দিন। :D :D

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

সুমন কর বলেছেন: মানুষ দেখেই, আমি কিছুটা বুঝতে পারি। কারণ, আমি লাইফে সবচেয়ে ঘৃণা করি-মিথ্যা বলা। আর ঐখানের, মানুষ মিথ্যা কথাটাই বেশী গুছিয়ে আর সুন্দর করে বলে থাকে স্বাভাবিক সময়ের চাইতে।
এই কথাটি ঠিক নয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বাঁশ আর বাঁশ বলেছেন: ভাই, এইটা আমার কথা নয়। ghosh & shaha এর কথা।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

অদিব বলেছেন: বাঁশ আর বাঁশ কে ধন্যবাদ! এরপর থেকে মিথ্যুকদের কচি বাঁশ দেবার খায়েশ থাকলো! =p~ =p~ =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

বাঁশ আর বাঁশ বলেছেন: সামনে, পিছনে দুই দিক দিয়েই বাঁশ দেন।।। :D :P

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

আত্নভোলা বলেছেন: শুনুন বাঁশ আর বাঁশ আমি মিথ্যা বলছি......... ;) :D :-0 B:-/ :-B =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

বাঁশ আর বাঁশ বলেছেন: আপনি তো ভাই আমারে বোল্ড করে দিলেন। খেলুম না।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

বাঁশ আর বাঁশ বলেছেন: অদিব
বলেছেন: বাঁশ আর
বাঁশ কে ধন্যবাদ! এরপর
থেকে মিথ্যুকদের
কচি বাঁশ দেবার খায়েশ
থাকলো!

POSTERIOR BAMBOO দিয়েন।।। :P :P

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

উড়ন্ত পায়রা বলেছেন: ভাই! আমি প্রচন্ড মিথ্যা বলি। তবে এতটা পাকা হয়ে গেছি যে কেউ ধরতে পারে না। আপনার এ বিষয়গুলো আমার সাথে যায় না। তবুও ভাল লাগলো। :-P

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

বাঁশ আর বাঁশ বলেছেন: পাঁকা অভিনেতারা এই পরীক্ষায় মিথ্যা বলেও পার পেয়ে যায়।।।।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

উড়ন্ত পায়রা বলেছেন: তবু জানি একদিন আমায় ধরা পড়তেই হবে। চোরের সাত দিন আর গেরস্তের একদিন বলে একটা কথা আছে না? সেদিন আমার যে কি হবে, :P :P

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বাঁশ আর বাঁশ বলেছেন: সেদিন বাঁশ আর বাঁশ খাবেন।। :P :P :((

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

ইমরান হক সজীব বলেছেন: মিথ্যা ধরুন আর মিথ্যুককে বাঁশ আর বাঁশ দিন।
মিথ্যা ধরবো ভালো কথা, কিন্তু মিথ্যুকের হাতে আপনাকে তুলে দিতে হবে কেন ? :-*

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

বাঁশ আর বাঁশ বলেছেন: হাতে না। পিছনে।।। :P :P

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

অপ্রচলিত বলেছেন: আমি একজন চমৎকার মিথ্যাবাদী :P যদিও এই কথাটি সত্য :P :-P

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১২

বাঁশ আর বাঁশ বলেছেন: =p~ =p~

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

আরজু পনি বলেছেন:
মিথ্যে বলি না এবং বলার চর্চাও করি না ।


খুব অহংকারের সাথেই বিষয়টা ধারণ করি । :D

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

বাঁশ আর বাঁশ বলেছেন: মিথ্যা কথা না বলে বাঁচাই কষ্ট। কিভাবে বেঁচে আছেন?? যাই হোক, আপনার অভ্যাস কে অনেক ভাল লাগলো।।।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

মুনেম আহমেদ বলেছেন: একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি ঘোষ এন্ড সাহা কেন তাদের দাদা আসলেও আমার খুব কাছের ছোটভাই অন্জনের মিথ্যা বলা ধরতে পারবেনা। শিরোনাম দেখে ভাবছিলাম আজ থেকে ধরব
কিন্তু এখন মনে হয় না পারব। :-)

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

বাঁশ আর বাঁশ বলেছেন: :(

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

জুন বলেছেন: প্রিয়তে

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

বাঁশ আর বাঁশ বলেছেন: ধন্যবাদ

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি সত্যবাদী।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

বাঁশ আর বাঁশ বলেছেন: আমি মিথ্যাবাদী।।।। =p~

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও সত্যবাদী ।সত্য বললে সেটা অস্বীকার করলে মেজাজ বিগড়ানো স্বাভাবিক। মিথ্যার প্রতিষ্ঠা একজন সত্যবাদী শান্তভাবে মেনে নিবে কিভাবে বুঝলাম না। খটকা লাগলো।

মিথ্যা ঢাকার জন্য রেগে যাওয়া আর সত্য প্রতিষ্ঠার জন্য রেগে যাওয়া দুটোই সম্ভব। তবে মিথ্যা বলে ধরা খেলে মাটির নীচে ঢুকে যাওয়ার কথা লজ্জায়।



০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

বাঁশ আর বাঁশ বলেছেন: মিথ্যা বলে রাগলে বেশী আগ্রাসী মনোভাব চলে আসে।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

বেঈমান আমি. বলেছেন: অনলাইনে ধরবেন কেমনে?অনেকে তো এক সাথে ৪/৫ টা প্রেম চালায় ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

বাঁশ আর বাঁশ বলেছেন: তাইতো!!!! আপনিই গবেষণা শুরু করে দিন না।।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

ঘাষফুল বলেছেন: আমি সত্য বলার চেষ্টা করি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

বাঁশ আর বাঁশ বলেছেন: ভাল।।।।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

আছিফুর রহমান বলেছেন: মিথ্যা বলায় আর সতর্ক হইতে হইব

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

বাঁশ আর বাঁশ বলেছেন: আমার মত হন।।। =p~

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

ফারদি বলেছেন: ভালো পোস্ট। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.