নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতক্ষন শ্বাস ততক্ষন বাঁশ (POSTERIOR BAMBOO)

বাঁশ আর বাঁশ

শুধু বাঁশ আর বাঁশ। পুরা দুনিয়াটাই বাঁশে বাঁশময়।

বাঁশ আর বাঁশ › বিস্তারিত পোস্টঃ

ধাতু রোগ বা যৌন রোগঃ কিছু সত্য কথা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

Dhat Syndrome বা"ধাতু সিন্ড্রোম" বা ধাতু রোগ, এই সেই মহান রোগ যেটা বাঙ্গালি পুরুষদের জাতীয় রোগ । এটা এমনই এক সিন্ড্রোম যার সঙ্গাই এমন, "শুধুমাত্র ভারতীয় এবং বাঙ্গালী পুরুষেরা কোন শারীরিক অসুস্থতা না থাকা স্বত্তেও এই সিন্ড্রোমে আক্রান্ত হয় এবং তারা প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় এবং দূর্বলতা(শারীরিক+যৌন) এই দুটি প্রধান উপসর্গ বহন করে। আনুষঙ্গিক কিছু অভিযোগ যেমন বুকধড় ফড়, দুশ্চিন্তা, মেধা কমে যাওয়া, কম ঘুম ইত্যাদি থাকে।"

আর এই রোগীরা ছিলো বলেই বোধহয় আজকের কলিকাতা হারবাল এবং চর্ম-যৌন বিশেষজ্ঞরা কোটিপতি হচ্ছে। আর আমাদের মত মেডিকেল স্টুডেন্টরা হচ্ছে বিনোদিত।

কলিকাতা হার"বাল"এর মত 'বাল'দের 'আবাল' ঔষধ বিক্রির উদ্দেশ্যে করা সফল 'কু'প্রচারণা এবং অশিক্ষার ফলে শতকরা ৯০ জন বাঙ্গালি পুরুষই নিজেদেরকে জীবনে কখনো না কখনো এই রোগী মনে করেছেন।

এই রোগের উৎপত্তির কাহিনীও খুবই মজাদার। প্রাচীন কালে ভারতীয় হিন্দুদের বিশ্বাস ছিলো ৪০ ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা হাড় মজ্জা তৈরী হয়, এবং ৪০ ফোঁটা মজ্জা দিয়ে এক ফোঁটা 'ধাতু' বা সিমেন তৈরী হয় । যেহেতু এটা প্রস্রাবের সাথে বেরিয়ে যাচ্ছে সেহেতু তারা অক্ষম, দূর্বল হয়ে পড়ছেন। কত ধারণা আসলো-গেলো কিন্তু হতভাগা ভারতীয়দের মধ্যে পাকাপাকি ভাবে এই ধ্বজভঙ্গ রোগ থেকেই গেলো।

নিয়মিত সাইকিয়াট্রিক কাউন্সিল এবং ঔষধে এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

বাঁশ আর বাঁশ বলেছেন: https://en.m.wikipedia.org/wiki/Dhat_syndrome

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.