![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাপ মা আর ব্লগারদের দোআয় আর বেকার নই আমি।
হ ভাই জাবি খারাপ,কিন্তু আমি জাবির ছাত্র,আমার জানামতে ক্যাম্পাসে র্যাগিং এর কোন ঘটনা ঘটে নাই,যেটা আপনারা শুনতেসেন। :-< :-< এখন আপনারা বদনাম করতে থাকেন,কারণ আমরা বড়ই বদনাম প্রিয় জাতি।খবরের আগেই খবর তৈরি করতে ভালবাসি।
কয়েকদিন পর কে জানি স্ট্যাটাস দিবে ফেসবুকে,জাবির একজন ছাত্র অতিথি পাখিকে র্যাগিং দিসে,তাই অতিথি পাখিরা আর জাবি ক্যাম্পাসে আসবে না,আর এই স্ট্যাটাস দেখে ব্লগে ফেসবুকে ঝড় উঠবে,সেই দিনের আশায় রইলাম।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
একজন ঘূণপোকা বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানিনা, সত্য মিথ্যা, যা বলা তাই শূনতেছি। সত্য হলে আপনাদেরই প্রটেস্ট করা উচিৎ আর মিথ্যা হলে প্রতিবাদকারিদের বিরুদ্ধে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
ক্ষণিক বলেছেন: বরই দুঃখে আছি ভাই
আজকে সারাদিন ঘুরলাম খবর নিতে, পাইলাম অশ্বডিম্ব। সব খবর দেখি ফেবু আর সামুতেই
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
মোঃ মহসিন আলম (রনি) বলেছেন:
নারে বৎস, আমি ৩২তম ব্যাচের বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। এক বছর ছিলাম। এরপরেও অনেকবার গিয়েছি থেকেছি। যা দেখেছি তা একটি নতুন ছাত্রের জন্য মোটেই আনন্দের নয়। অনেক ছাত্র র্যাগের ভয়ে তারাটারই ঘুমিয়ে পড়ত বা লাইট অফ করে রুমে বসে থাকত। অনেক ছাত্র পরীক্ষার আগের দিনের অবস্থা দেখেই পরীক্ষা না দিয়ে চলে যেতে দেখেছি। আমাদের হলটি তখন নতুন ছিল তাই নাকি র্যাগ কম ছিল। মোশাররফ হলের অনেক গল্প শুনেছি। তবে বড় ভাইদের সাথে পরে ভাল সম্পর্ক হয়ে যায় এটা সত্যি, যা আমি ঢাবি-তে পাই নি।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
শিব্বির আহমেদ বলেছেন: সব শেষে যা বুঝলাম , আসল ঘটনা চাপা দেবার চেস্টা করা হচ্ছে । ব্যাক্তিগত অভিমত ।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
ক্ষণিক বলেছেন: ধটনা তো ঘটা লাগবে রে ভাই ধামা চাপা দেবার জন্য!!
এই ব্যাক্তিগত অভিমতেই তো নাই থেকে তাল হয়েছে.....(নাই বললাম কারন তিল নাই)
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ফেসবুকে ফেমাস হওয়ার জন্য অনেক অনেক পত ধরে হাটেঁ। কালকে ও ঐ হাবিব হুসেন না কি নামের মানুষ (নাম ভুলে গেছি , তার স্টাটাস আমি দেখছি ৬৫+ শেয়ার) সেও এই মিথ্যা খবর ছড়িয়ে ফেমাস হওয়ার একটা রাস্তা বের করছিল। পরে দেখছে সামাল দিতে পারছে না আজ আবার ভুল চেয়ে স্টাটাস প্রসব করছে।
ফালতু একটা খবর ছড়িয়ে মানুষ কে কত কিচু করলো।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
ভরযুক্ত অপদার্থ বলেছেন: JA rote tar kichu ta ghote.
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
টুটুল মুকিত বলেছেন: k0ekdin dh0re suntasi J U te naki regging nia 0nk kahini h0itase...Dear Seniors Apnader bolchi Please Table No.21 movie ta thake aktu shikhen....
" Ragging is n0t a j0ke its a Crime''
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
কাল্পনিক বলেছেন: জাবিতে থাকতে র্যাগ খেয়েছি অনেক, দিয়েছি ও। কিন্তু যা বলা হয়েছে ওরকম কোন টাইপের র্যাগ আমার ৬ বছরের অভিজ্ঞতায় কখনোই শুনিনি, দেইনি কিংবা দিতে দেখিনি। মানতে পারছি না এই অভিযোগ।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: কাল্পনিক
তাইলে তো আপনি আন্ডা বাচ্চা -- অনেক রাইত হইছে ঘুমান গিয়া
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
মতিউর রহমান মিঠু বলেছেন: ভাই সকল, একটা কথা বলি, ধরুন আমার বাড়ীতে এরকম ঘটনা ঘটছে এবং বিষয়টা নিয়ে আশপাশে গুঞ্জন হচ্ছে আর ধরুন আমাদের বাড়ীর একটা সুনাম রয়েছে, এখন বাড়ীর সম্মান রাখতে আমার করনীয় কি?? যেকোন ভাবে বাড়ীর ইজ্জত রাখতে হবে, তাই হুমকি, ধমক, ভয় ভিতী বিভিন্ন ভাবে ই চেষ্টা করবো এটাইতো স্বাভাবিক তাইনা??
ঐ ছাত্রীর অবস্থাও তাই। এক রাতের মধ্যে গনেষ উল্টে গেল!! একটা মেয়ে তার নিজের গায়ে কলংকের কালি কেন মাখবেন !! আছে কোন যুক্তি??
একজন ছাত্রের পোষ্ট এ দেখলাম ঐ ছাত্রীর কাজিনকে ধমক দেয়ার পর ঐ কাজিন নাকি ভিষন ভয় পেয়ে ক্ষমা চাইছে!!!!! এ অবস্থায় ধরে নিতেই পারি যে, হুমকি,ধমকিতে গনেষ উল্টে গেছে নাকি??
আর যদি কিছুই না ঘটে তবে কেনো ঐ ছাত্রীর পরিবার তাদের সন্তানকে জাবিতে পাঠাবেন না?? অন্যকোন কারনতো এখানে খুঁজে পাইলাম না!!
যে যাই বলুক জাবি'র অতিত জানা থাকলে যে কেউ বলবে কিছু নিশ্চই ঘটেছে। যেখানে শততম ধর্ষনের উৎসব পালিত হয় ঘটা করে সেখানে র্যাগিং হয়না বা হচ্ছেনা এটা বিশ্বাস করা কঠিন।।।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
মতিউর রহমান মিঠু বলেছেন: @কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ফেসবুকে ফেমাস হওয়ার জন্য অনেক অনেক পত ধরে হাটেঁ। কালকে ও ঐ হাবিব হুসেন না কি নামের মানুষ (নাম ভুলে গেছি , তার স্টাটাস আমি দেখছি ৬৫+ শেয়ার) সেও এই মিথ্যা খবর ছড়িয়ে ফেমাস হওয়ার একটা রাস্তা বের করছিল। পরে দেখছে সামাল দিতে পারছে না আজ আবার ভুল চেয়ে স্টাটাস প্রসব করছে।
ফালতু একটা খবর ছড়িয়ে মানুষ কে কত কিচু করলো।
ফেমাস এর সঠিক সজ্ঞা কি ভাই?? ব্লগ বা fb তে ফেমাস হইলেই কি আর না হলেই কি?? ফেমাস হয়ে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়?? মাথায় ঢুকেনা কেন একটা মেয়ে নিজের গায়ে, নিজ হাতে একটা কলংকের কালি মাখবেন??? এর স্বপক্ষে হয়তো অনেক যুক্তি আপনি দিতে পারেন, কিন্তু সেগুলো হবে খোঁড়া যুক্তি।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানিনা, সত্য মিথ্যা, যা বলা তাই শূনতেছি। সত্য হলে আপনাদেরই প্রটেস্ট করা উচিৎ আর মিথ্যা হলে প্রতিবাদকারিদের বিরুদ্ধে।