নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিঠেল রোদ

মিঠেল রোদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি প্রিয়

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩

আমি ভালবাসি ভালবাসি প্রিয়

তুমি বাস না বাস তাতেকি আসে যায় এসব ভাবিনা আর

আমি ভালবেসে যাব এক নির্বোধের মত চির দিন

হোকনা জীবন দেহ মন সবই তোমার।

যদি মেঘনা যমুনা তিতাসের বুক পানির অভাবে হাহাকার করে

মাছগুলো পিচঢালা রাজপথে নৃত্য করে নৌকো জাহাজ শুকনো পথে চলে

আমার মনের ভালবাসা এক ফোঁটা কমবেনা

যায় যদি যাক এন্টার্কটিকা হিমালয়ের সমস্ত বরফ গলে।

যদি আকাশের তারা এক এক করে সব খসে যায়

ফসলের সবুজ জমিনে এক ফোঁটা বৃষ্টি না'বা ঝরে

ছোট গল্পের কাহিনী অবিরাম চলতেই থাকে

তুমি থাকবে আমার হৃদয়ে খোদিত হয়ে আজীবন ধরে।

যদি আরবের তেলের খনিতে তেলের বদলে পানি থাকে

বাস ট্রাক ব্যক্তিগত হাওয়ার গাড়ি সাগরের বুকে পাল তুলে ভাসে

সুনামিতে সব মহা দেশ ভেঙ্গে চূড়ে লন্ডবন্ড হয়ে যায়

আমার কি তাতে নীল তিমি ডলফিন উড়ুক আকাশে।

যদি দু'হাত বাড়িয়ে কবর আমাকে ডাকে

চলে আয় চলে আয় তোর আয়ু গিয়েছে ফুরায়

তবু আমি পাইনাকো ভয় মরনের ঐরক্ত চক্ষুকে

আমি ভালবাসা চাষ করে যাব শ্রাবনের বিষ্ টির মত অঝর ধারায়।

যদি গভীর আঁধার রাতে সূর্য জেগে উঠে আকাশের বুকে

বাগানের কোন ফুল গন্ধ না বিলায়

সাপের মাথার মনি থেকে আলো ঠিকরে না আসে

আমি সব কিছু ঠিক করে দিয়ে পাথরে ফুটাব ফুল যদি তোরে পাই।

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৮

কবীর হুমায়ূন বলেছেন:
ভালো লাগলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৬

মিঠেল রোদ বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

ধ্বংসমানব বলেছেন: এতো বেশি ভালোবাসা নিয়ে বেচে থাকা কষ্টকর যদি রাখার জায়গা না থাকে...

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০১

মিঠেল রোদ বলেছেন: সত্যি তাই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

ফয়সাল হুদা বলেছেন:
মাণ্ণাদের " যদি হিমালয় আল্পিস সমস্ত জ়মাট বরফ...." গানটির মতো কবিতাটা।

ভালোলাগা জানালাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২

মিঠেল রোদ বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৫

রাতুল_শাহ বলেছেন: তুমি বাস না বাস তাতেকি আসে যায় এসব ভাবিনা আর
আমি ভালবেসে যাব এক নির্বোধের মত চির দিন



এই কথায় যেন ঠিক থাকে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪

মিঠেল রোদ বলেছেন: কথা রইল।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৮

জাতির নানি বলেছেন: ভালা হয়েছে নাতী ++

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫

মিঠেল রোদ বলেছেন: ধন্যবাদ নানি।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২

অনেকের একজন বলেছেন: যদি দু'হাত বাড়িয়ে কবর আমাকে ডাকে
চলে আয় চলে আয় তোর আয়ু গিয়েছে ফুরায়
তবু আমি পাইনাকো ভয় মরনের ঐরক্ত চক্ষুকে
আমি ভালবাসা চাষ করে যাব শ্রাবনের বিষ্ টির মত অঝর ধারায


লাইনগুলো হৃদয় ছুঁয়ে গেলো.....

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩১

মিঠেল রোদ বলেছেন: দন্যবাদ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৯

পক্তিমালা বলেছেন: "আমি ভালবাসি ভালবাসি প্রিয়
তুমি বাস না বাস তাতেকি আসে যায় এসব ভাবিনা আর
আমি ভালবেসে যাব এক নির্বোধের মত চির দিন "-------প্রিয় মানুষকে ঘিরে আপনার ভাবনা বা অনুভূতি গুলো অনেক সুন্দর ।তবে তা শুধুমাত্র কবিতায় সম্ভব,বাস্তবে আমরা প্রিয় মানুষের সামান্য ভুলও ক্ষমা করিনা।
শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০১

মিঠেল রোদ বলেছেন: সত্যিই তাই।ধন্যবাদ।
ভাল থাকবেন।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩০

পক্তিমালা বলেছেন: "আমি ভালবাসি ভালবাসি প্রিয়
তুমি বাস না বাস তাতেকি আসে যায় এসব ভাবিনা আর
আমি ভালবেসে যাব এক নির্বোধের মত চির দিন "-------প্রিয় মানুষকে ঘিরে আপনার ভাবনা বা অনুভূতি গুলো অনেক সুন্দর ।তবে তা শুধুমাত্র কবিতায় সম্ভব,বাস্তবে আমরা প্রিয় মানুষের সামান্য ভুলও ক্ষমা করিনা।
শুভকামনা আপনার জন্য।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫০

রেজওয়ান তানিম বলেছেন: মোটা্মুটি লাগল

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪

মিঠেল রোদ বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৫

ক্ষিপ্ত তরুণ বলেছেন: ভালবাসার ক্ষেত্রে এক বিরল কাব্য।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭

মিঠেল রোদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.