নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজ আমার খুব আনন্দের দিন - ৩

০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩



বাংলাদেশের শিল্পের দুই দিকপাল - শিল্পাচার্য জয়নুল আবেদীন ও শিল্পী শেখ মোহাম্মদ সুলতানের কিছু পেইন্টিং নিয়ে লালমাটিয়াতে আমার Shaiyan's Art Gallery-এর কার্যক্রম শুরু করেছি গতকাল থেকে। এছাড়াও, রয়েছে কিছু এন্টিক জিনিসপত্র। আজ কিভাবে যেন খোঁজ পেয়ে সাউথ - ইস্ট ইউনিভার্সিটির ৭-জন ছাত্রী এবং ৩-জন ছাত্র আমার আর্ট গ্যালারীতে প্রদর্শনে আসে।

এই শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি যে, তারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ে। তাদেরকে আর্ট গ্যালারীর উপরে এসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেজন্যেই, আমার গ্যালারীতে আসা। আমি তাদের ফোনে জানালাম, আমার গ্যালারীটি ব্যক্তিগত, যদিও, আগে থেকে যোগাযোগ করে এলে বা গুগল লিংকে দেওয়া নাম্বারে আগে থেকে ম্যাসেজ করলে বাইরের যে কেউ সীমিত সংখ্যাকারে ঢুকতে পারেন। তারা তখন খুশি মনেই তাদের তথ্য দিলো।

তারা আমার আর্ট গ্যালারি ঘুরে বেশ আনন্দিত হয়েছে বলে জানালো। গ্যালারি রুমেই আমার জেম্বে, কাহন এবং ডারবুকা ছিলো। সেগুলো দেখে শিক্ষার্থীদের অনূরোধে আমাকে ডারবুকা কিছুক্ষণ বাজিয়ে শোনাতে হলো!

দিনটা আনন্দেই কেটেছে। আপনাকে ধন্যবাদ, খোদাতায়ালা!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি নিজের সম্পর্কে উল্টাপাল্টা লিখে নিজকে মিথ্যুক রাখাল বালক ( বাঘ এলো , বাঘ এলো ) বানায়ে ফেলেছেন।

০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মিথ্যুক রাখাল বালকটা কে সেটা না হয় বুঝা গেলো,
আপনি কি নিজেকে সেই গল্পের বাঘ বা পশু মনে করেন?!!!

ভালো!

ধন্যবাদ নিরন্তর।

২| ০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আমি বাঘ নই, আমি ব্লগার চাঁদগাজী; আপনাকে ব্লগারেরা কোনদিন সিরিয়াস ব্লগার হিসেবে নিবে বলে মনে হয় না।

০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




গুড!

আমি সিরিয়াস ব্লগার এমন দাবী কখনোই করি নাই! :)

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: গ্যালারির পূর্ণ ঠিকানা চাই ।

০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৯:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ধন্যবাদ, ভাইয়া।

নামঃ Shaiyan's Art Gallery
ঠিকানাঃ ৪/১বি, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা - ১২০৭।
গুগল ম্যাপ লিংকঃ https://share.google/gs3zS2OOgwZcURiTV

বর্তমানে ৬টি পেইন্টিং আছে আমার গ্যালারীতে। ২টি শিল্পাচার্য জয়নুল আবেদীনের, ৩টি শিল্পী এস, এম, সুলতানের। আর, আরেকটি ডাঃ ওয়াকারের।

আপনি আমন্ত্রিত। শুধু লিংকে দেওয়া মোবাইল নাম্বারে আসার আগে একটু জানাতে হবে। তাহলে, আমি কিউরেটরকে বলে রাখতে পারবো।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:৩২

বাজ ৩ বলেছেন: আর্ট গ্যালারির কাজ কি?

০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৯:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি মূলতঃ পেইন্টিং নিয়ে কাজ করা শুরু করেছি।

ধন্যবাদ।

৫| ০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

বাজ ৩ বলেছেন: আপনার আইডিয়া বাংলাদেশ ওয়েবসাইট কি চালু আছে?সেখানে কোনো আইডিয় দিয়েছেন কিনা?

০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৯:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জী, চালু আছে।

নতুন কোন আইডিয়া দিচ্ছি না।
আমার আইডিয়া রিলেটেড যে বই বের হচ্ছে, সেই বইয়ের প্রকাশকের বারণ আছে। বই বের হওয়ার পরে নতুন করে দিবো।

ওয়েবসাইট আইডি- https://www.ideasbangladesh.com

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.