নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য পথিক

আমি আমিএ

অদৃশ্য পথিক › বিস্তারিত পোস্টঃ

মাইক্রক্রেডিট নাকি মরনের শুরু

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

ডঃ েমাঃ উনুস আমাদের দেশের একটি পরিচিত নাম।তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন।তিনিই হলেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাটা এবং মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রতিষ্ঠাটা।আমরা অনেকেই তো তাকে স্রধা করি যদিও আমরা তার দ্বারা কোন উপকার পাইনি।আর যারা পেয়েছে বলে আমরা জানি তারা সত্যি কি পেয়েছে????নাকি তারা সরবসান্ত হয়ে ভারসাম্যহীন রোগী হিসেবে সমাজের মানুষের কাছে আত্মগোপন করেছে সে খবর কি আমরা কেও রাখি???না আমরা রাখিনা এবং এক্তু চিন্তাও করিনা এ ব্যাপারে।শুধুমাত্র হিলারি ক্লিনটন , স্পেনের রানি সফিয়া,চেলসি তাদের আগমনের কথা বিবেচনা করে বিভিন্ন আয়জনেও কার্যক্রম গ্রহন করত তথাকথিত নোবেল বিজয়ী উনুসের দল।জয়পুরা গ্রামের এক বয়স্ক লোকের বাসায় প্রেসিডেন্ট ক্লিনটন আসার কথা ছিল বলে উনুসের দল তাদের বাড়ীতে বিরাট সিঁড়ি পাকা টয়লেট সহ ইত্যাদি আরও অনেক কিছুর ব্যব্স্থ্৷করা হয়।এছাড়া এর পাশেই একটি দোচালা ঘর তারা ভাড়া নেয় মােস দুশত টাকা করে যাতে তারা ব্রাক স্কুল এর সাইনবোর্ড ঝুলিএ রেখেছিল শুধুমাত্র তাদের দেখানোর জন্ন।এছাড়াও তাদের কুকীর্তির কথা বলতে গেলে শেষ হবেনা। গ্রামীন ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রকল্প যেমন এদেশের সিংহভাগ দরিদ্র মানুেষর ওপর কাল হয়ে দাড়ায় তেমনি এদেশের পক্ষে উনুসের নোবেল পাওয়া আর ও আশ্চর্যজনক বিশয়।এতকিসুর পর ও বিদেশি সংস্কৃতির লোকেরা এখন তারই পক্ষে।২০০৬ সালে শান্তির জন্য তার নোবেল পুরুস্কার পাওয়াটা ও যুধহবাদি রাষ্ট্রগুলোর সারথসিধির পরিছয় তুলে ধরে। এখন যেভাবে সেইসব রাষ্ট্র চিঠি এবং বিভিন্ন মাধ্যমে জনগন এবং সরকারের মগজ ধোলাই করতে চােচ্ছ তবুও যদি এদেশের মানুষের হুশ হয়!!!!!!এখনো তারা উনুসকে নিয়েই গর্বিত…………।আজ যেভাবে তাদের দোহাই দিয়ে কথা বলছে সে এতে কি মনে হয় সে কি বাঙালি না তাদের দোসর?????? মতামত আপনাদের কাছে……………।এই সংকটময় এ এ সময়ে জনগণকে তাদের সম্পর্কে সমালোচনা করা উচিত।কারন এ স্বাধীন দেশে যেন অন্ন দেশের ঘাটি না পরতে পারে সেদিকে সকলের দৃষ্টিপাত করা উচিত। মহান আল্লাহপাক তা কবুল করুক…।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.