![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
ডাকসু নির্বাচনের আগেঃ অসুস্থ মেঘমল্লারবসুকে দেখতে হাসপাতালে গেলেন ডাকসুর জিএস পদপ্রার্থী শিবিরের ফরহাদ।
✦ডাকসু নির্বাচনের পরেঃ
ডাকসুতে শিবিরের জয়ে শশী থারুরের উদ্বেগ, জবাব দিলেন মেঘমল্লার
✦ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী-সমর্থিত ছাত্র সংগঠনের বিশাল জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও ভারতের বিশিষ্ট রাজনীতিক শশী থারুর। তবে তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে মেঘমল্লার সরাসরি শশী থারুরকে উদ্দেশ্য করে লিখেছেন— “প্রিয় মি. শশী থারুর, আমি নিশ্চিত এই বার্তাটি হয়তো আপনার কাছে পৌঁছাবে না। আর যদি পৌঁছায়ও, আপনি হয়তো এটিকে গুরুত্ব দেবেন না—মূলত আমার ইংরেজি আপনার মতো প্রাঞ্জল নয় বলেই। আমার নাম মেঘমল্লার বসু। সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততা, ক্রমবর্ধমান ইসলামোফ্যাসিস্ট প্রবণতা, এবং বিপুল অর্থ ও শক্তির ব্যবধান থাকা সত্ত্বেও আমি প্রায় পাঁচ হাজার ভোট পেয়েছি। বলা যায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করি।
আমার ভোটারদের পক্ষ থেকে আমি বলতে চাই—বাংলাদেশে ডানপন্থি রাজনীতি নিয়ে আপনার কোনো মন্তব্য করার প্রয়োজন নেই। যদিও আপনার বিশ্লেষণ সঠিক যে, মানুষ দুই প্রধান রাজনৈতিক দলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে বিকল্প খুঁজছে, কিন্তু আপনি বোঝেন না যে আপনার মন্তব্য কেবল বাংলাদেশের অতি-ডানদেরই উপকার করে। আপনি উপলব্ধি করেন না, বাংলাদেশে মানুষ আপনাকে কিভাবে দেখে। আপনার বক্তব্য আসলে জামায়াতের জন্য প্রচার হয়ে দাঁড়ায়, অথচ আপনি একটুও বিনয় দেখান না।”
তিনি আরও লেখেন, “ইসলামী ছাত্রশিবিরের জয় আপনার কাছে কেন এত উদ্বেগজনক? আপনি কি সেই একই ব্যক্তি নন, যিনি কেরালায় শবরিমালা মন্দিরে প্রবেশাধিকারের প্রশ্নে ডানপন্থি প্রচারণা চালিয়েছিলেন কেবল সিপিআইএম-কে হারানোর জন্য? যদি কোনো প্রতিবেশীকে উপদেশ দেওয়ার ইচ্ছে থাকে, তবে আগে নিজ দেশের জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারান। একটা প্রবাদ আছে—যারা কাচের ঘরে থাকে, তারা অন্যের ঘরে পাথর ছোড়ে না। যারা তিনবার পরপর মোদি আর অমিত শাহকে হারাতে ব্যর্থ হয়েছে, তাদের অন্য দেশের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে মাথা ঘামানোর বিলাসিতা থাকা উচিত নয়।’
ভারতের ভূমিকাকে বাংলাদেশের জন্য ‘বিষাক্ত’ বলে আখ্যা দিয়ে মেঘমল্লার লিখেছেন, ‘আপনার এই মন্তব্যই আসলে শিবিরকে শক্তি জোগায়। যদি হাতে এত অবসর থাকে, আপনি আরও স্ট্যান্ড-আপ শো করতে পারেন। আপনার আগেরটা যথেষ্ট বিনোদনমূলক ছিল। আমরা আমাদের সমস্যার সমাধান নিজেরাই করব। আশা করি ভারতের জনগণও একদিন হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের ভোটে হারাতে পারবে। আমরা বাংলাদেশে ইসলামোফ্যাসিস্টদের প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে আমরা একে অপরের সঙ্গে সংহতি প্রকাশ করব। কিন্তু দয়া করে এই বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনার দেশ আমাদের থেকে কোনো অংশে ভালো নয়।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শশী থারুর ডাকসুতে জামায়াত-সমর্থিত ছাত্র সংগঠনের সাফল্যে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এটি হয়তো বেশিরভাগ ভারতীয়র কাছে আলোড়ন সৃষ্টি করেনি, কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। বাংলাদেশে এখন দুই প্রধান দল—আওয়ামী লীগ (বর্তমানে নিষিদ্ধ) এবং বিএনপি—উভয়ের প্রতিই মানুষের বিরক্তি বেড়েছে। অনেকেই উভয়ের সর্বনাশ হোক’ মনোভাব থেকে জামায়াতের দিকে ঝুঁকছে। তারা জামায়াতকে বেছে নিচ্ছে না ধর্মীয় উগ্রতার কারণে, বরং এজন্য যে দলটি, সঠিক হোক বা ভুল, দুই মূল ধারার দলের মতো দুর্নীতি ও কুশাসনে কলঙ্কিত নয়।’
থারুর আরও প্রশ্ন তোলেন, ‘এই প্রবণতা ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কীভাবে প্রতিফলিত হবে? ভারতকে কি তখন প্রতিবেশী হিসেবে জামায়াত সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোকাবিলা করতে হবে?’
বাংলাদেশের ছাত্ররাজনীতির সাম্প্রতিক এই ফল নিয়ে দুই দেশের এই রাজনৈতিক ব্যক্তিত্বের পাল্টাপাল্টি মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। ~ সুত্র 'কালবেলা'
✦ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় এর পেছনে কারন ও ছাত্রদলের ভোট বর্জন নিয়ে ~আমার অতি অপছন্দের মানুষ রুমিন ফারহানের কথা শুনুন।
রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া ও মোনাজাত।
✦ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেন, ‘শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাঁরা আমাদের রাস্তা দেখিয়েছে। শহীদদের আমানত—বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্পিরিট পুনর্জাগরণে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করব। ফোনেও কথা বলার চেষ্টা করেছি। জুলাইয়ে শহীদদের পরিবারই আমাদের পরিবার।’~ সুত্র প্রথম আলো
✦ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, আজ আমরা রায়েরবাজার বধ্যভূমিতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য দোয়া, জুলাই বিপ্লবের শহীদদের গণকবর জিয়ারত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রপথিক নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেছি। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আজকের আজাদি, তাই তাদের স্মরণ করাই আমাদের প্রথম কাজ।
~ সুত্র 'জনকণ্ঠ'
✦ওদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, বুদ্ধিজীবী হত্যাকান্ড ঘটিয়েছে ভারত ঠিকপিলখানা হত্যাকাণ্ডের মত নব্য অভ্যুদায়ের বাংলাদেশকে মেধাশুন্য করে ফেলার জন্য। বুদ্ধিজীবীরা বেশীরভাগ মুক্তিযোদ্ধা ছিলেন না তারা মুলত পাকিস্তান প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন। ( মুক্তিযোদ্ধার ইতিহাস মনে হয় নতুন করেই লিখতে হবে!!)
মাহমুদুর রহমান মান্নার সাথে ডাকসুর ভিপি জিএস পরামর্শ চাইলেন।
কাল একটা টিভি টকশোতে মান্না বলছজিলেন; আমি কোনদিন ভাবিনি যেটা- আজ ডাকসুর ভিপি-জি এস একেবারে অভাবিতভাবে আমার সাথে সাক্ষাত করতে এসেছিল। দেখেন সুনাম বা প্রশংসা যেটা করার করতেই হবে। দল ও মতবাদ ভিন্ন বলেই আমি শুধু তাদের সমালোচনা করব এটা তো হয় না।
ওদেরকে আমি আগ বাড়িয়ে ভবিষ্যত রাজনীতি নিয়ে পরামর্শ দিচ্ছিলাম কিন্তু তারা বিনয়ের সাথে আমাকে বলল, আমরা রাজনীতি নিয়ে আগ্রহী নই। আপনি ডাকসুর দুইবারের ভিপি ছিলেন, আপনি আমাদের পরামর্শ দিন কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যার সমাধান করা যায়? আমি এমনটা ভাবিনি এই প্রজন্মকে আমরা বুঝতে পারছি না- এদের পালস আমরা ধরতে পারছি না। আমি বাসায় যখন হেমন্তের গান শুনি, তখন আমার ছেলে এসে বলে - এইসব গান শুনে তুমি দেশোদ্ধার করবা?? অসুস্থ নুরুর সাথে দেখা করলেন ডাকসুর ভিপি জিএস সহ কয়েকজন।
এর আগে ছাত্রদল বলেছিল;
✦গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। জামায়াত পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
✦আমার কথাঃ
শিবির মূলত জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন; এদের গায়ে লেগে আছে স্বাধীনতাবিরোধী ও রাজাকারের গন্ধ! আওয়ামীলীগের সময় কাউকে হত্যা করা হলে বা ক্রস ফায়ারে দিলে কিংবা গুম করা হলে শুধু শিবির জামাতের কর্মী ট্যাগ দিয়ে দিলেই সেটা সার্টিফায়েড হালাল হত্যাকাণ্ড হয়ে যেত!! কি আজব দেশরে ভাই!!! এরা ভাল কাজ করলেও সেটার পেছনে কোন দুরভিসন্ধি কিংবা দেশবিরোধী কর্মকাণ্ডের গন্ধ খুঁজে পায় কতিপয় মানুষ। এই করতে করতে আমরা হেরে যাচ্ছি- মুক্তিযুদ্ধ ও রাজাকার নিয়ে অতি লেবু কচলিয়ে আমরা এমন তেতো করে ফেলেছি যে, এই থেকে পরিত্রাণের কোন পথ নেই। আমি আর অবাক হবো না যদি ভবিষ্যতে পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামায়াত সরকার গঠন করে। এটা আমাদের অতি আক্রমনাত্মক কৌশলের প্রতিফল আর মুক্তিযোদ্ধা নিয়ে মাত্রাতিরিক্ত চুলকানীর ফসল বলে বিবেচিত হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪১
শেরজা তপন বলেছেন: যে যে ভাবেই বলেন না কেন জামায়াত-শিবির খুবই সুসংগঠিত একটা দল। আপনার কথাটি ঠিক ওরা সময় মত ওদের স্ট্রাটেজি চেঞ্জ করছে তবে এদের পুনর্বাসনের জন্য পুরোপুরি ক্রেডিট পেতেই পারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর আর এখন বিএনপি বাকি কাজ করে দিচ্ছে।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: জামাত শিবির রাজাকার এগুলো দেশের শত্রু। বাংলাদেশের মানুষ এদের কোনোদিন ক্ষমা করবে না। ইনিয়ে বিনিয়ে এদের গুনগান যারা গাইবে, জাতি তাদেরও ঘৃণা করবে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪২
শেরজা তপন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় তো মুক্তিযোদ্ধাদের কোটা ছিল রাজাকারের কোটা তো ছিল না। যে ২৭২৮ হাজার ছেলেপেলে ভোট দিল তার মধ্যে শিবিরের ভিপি একাই পেয়েছে ১৪ হাজার এর উপরে, তার মানে কি আপনি আপনার নেত্রীর মতো বলতে চান এটা সবাই রাজাকারের ছেলেপুলে?
এই মুক্তিযোদ্ধাও আর রাজাকারের ডোজ আর বেশি দিন গেলানো যাবে না ভাই।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনা্র পোষ্ট আগের মতই ভালো হয়েছে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩
শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
আপনাকে তো আমার পোস্টে দেখাই যায় না ইদানিং!
যদিও দোষটা আমারও আমিও আপনার পোস্টে খুব কম যাই
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭
নতুন নকিব বলেছেন:
মেঘমল্লার বসুর জবাবটা সত্যিই দুর্দান্ত হয়েছে—যাকে বলে দাঁতভাঙা উত্তর। এজন্য তাকে ধন্যবাদ জানাতেই হয়। আসলে শশী থারুর হোন বা মোদী-অমিত শাহ—সবাই একই ক্ষুরে মাথা মুড়ানো। নিজেদের দেশের গভীর সংকট ও ব্যর্থতার দিকে চোখ ফেরান না, কিন্তু প্রতিবেশী দেশ নিয়ে মন্তব্য করতে সর্বদা তৎপর।
বাংলাদেশের প্রেক্ষাপটে থারুরের বক্তব্যও সেই একই মানসিকতার প্রতিফলন ছাড়া আর কিছু নয়। এত বছর ধরে চেষ্টা করেও ভারতের শাসনক্ষমতা থেকে মোদীর দলের মতো উগ্র হিন্দুত্ববাদী জগদ্দল পাথর সরাতে ব্যর্থ হওয়ায় শশী থারুরের নিজেরই লজ্জা পাওয়া উচিত। অবশ্য, ওদের লজ্জা শরম থাকলে তো!!!
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪
janice548 বলেছেন: AESsuccess, run by PHEAA, services your student loans, letting you manage payments and check balances via the AESsuccess org login portal. Never use fake login pages! Skip the FAQ—this guide makes AESsuccess login effortless.
https://www.aessuccess.com.co
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭
janice548 বলেছেন: AESsuccess, run by PHEAA, services your student loans, letting you manage payments and check balances via the AESsuccess org login portal. Never use fake login pages! Skip the FAQ—this guide makes AESsuccess login effortless. [url=https://www.aessuccess.com.co]aessuccess login[/url]
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪
রাসেল বলেছেন: মেঘমল্লার বসুর জবাবের সাথে সহমত প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাইতেছি। ভারতের অতি সচেতনতা, বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। ইহা অনস্বীকার্য যে, আপনার লেখায় উল্লেখিত শশী থারুর মন্তব্যের দ্বিতীয় sentence থেকে তিনি বাংলাদেশের বিষয়ে সঠিক কথা বলেছেন।
বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী এবং একজন সচেতন নাগরিক হিসাবে জানতে চাই, চোর বাটপারের বিকল্প হিসাবে, জামাত শিবির দেশের জন্য কি ধরনের ক্ষতি বয়ে আনতে পারে; দেশের অর্থনীতি, সামাজিকতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। আমার বিশ্বাস, বাংলাদেশের পাকিস্তানের সাথে একীভূত হওয়ার কোন সম্ভাবনা এবং কারণ নেই, যা নিয়ে বাংলাদেশের ভারত প্রেমীরা খুব উদ্বিগ্ন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২০
নতুন বলেছেন: আয়ামীলীগ রাজাকার শব্দটার খুব বাজে ব্যবহার করেছে।
তবে এখনো জাশিরা বিশ্বাস করে ১৯৭১ এ বাংলাদেশ সৃস্টি ভুল ছিলো।