নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ইসরায়েলি বাহিনী আমাদের আটকে দিয়েছে, আমাকে অপহরণ করেছে: শহিদুল আলম

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৯



দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, তাঁদের বহনকারী গাজা অভিমুখী জাহাজটি মাঝসমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি অপহরণের শিকার হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় শহিদুল আলম এ কথা বলেছেন।

ভিডিও বার্তায় এ আলোকচিত্রী বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তাহলে শুনুন, আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এরা সেই দেশের বাহিনী, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুর প্রতি আহ্বান জানাচ্ছি।’শহিদুল আলম কনশেনস নামের যে জাহাজে আছেন, তা আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসাকর্মীবাহী এই জাহাজ ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছিল।

গতকাল মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে শহিদুল বলেছিলেন, আজ ভোরে তাঁরা রেড জোনে পৌঁছে যেতে পারেন। রেড জোন বলতে শহিদুল আলম মূলত সেই বিপজ্জনক অঞ্চলকে বুঝিয়েছেন, যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে দিয়ে অধিকারকর্মীদের আটক করেন।সুমুদ ফ্লোটিলা নৌবহরের নৌযানগুলোও ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল।

দুই বছর ধরে চলমান যুদ্ধে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে। এ সময়ে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের নিশানা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে আটক হয়ে ইসরায়েলি কারাগারে বন্দী আছেন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





ইসরায়েলী বাহিনী গর্দভ কিসিমের।

তারা অপহৃত জিম্মিদের লাইভ করতে দেয়!!!

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৬

শাহ আজিজ বলেছেন: কেনো অসুবিধা কোথায় ?

২| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: শহিদুল আলম কি নোবেল পাবেন?

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫২

শাহ আজিজ বলেছেন: কে দেবে নোবেল তাকে ?

৩| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: কেনো অসুবিধা কোথায় ?
--------------------

অপহৃতদের কাছ থেকে আব কিছু কেড়ে না নিয়ে উল্টো ভিডিও করতে দিচ্ছে।

ইসরায়েলী বাহিনীর দুরভিসন্ধি আছে।

হয় তারা দূর্বল, নাহয় ভিডিও করতে দিয়ে দেখাতে চায় 'তারা মানবাধিকার কেড়ে নেয় নাই'।

'জিম্মিদের উপরে নিজেদের অত্যাচার প্রচার করে ভয় ছড়িয়ে দেওয়াটাও ক্যামেরা না কেড়ে নেওয়ার পিছনে কারণ থাকতে পারে।'

ভাইয়া, ফেসবুকের ভিডিওটি দেখুন। কেমন রবোটের মতো শহীদুল ভাই বলেছেন, বুঝা যাচ্ছে তিনি লিখিত বক্তব্য বলেছেন - https://web.facebook.com/reel/1472325287324292

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: হয় তারা দূর্বল, নাহয় ভিডিও করতে দিয়ে দেখাতে চায় 'তারা মানবাধিকার কেড়ে নেয় নাই'




এটাই সম্ভবত সত্য ।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: কে দেবে নোবেল তাকে ?

ডাস্টবিন শফিক আর আসিফ নজরুল।

০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৭

শাহ আজিজ বলেছেন: B-) :-B =p~ B =p~

৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনাদের সবার বুদ্ধি কোন খানে আল্লাহ ভালো জানেন!

ভিডিও পোষ্ট করবার জন্য ফোন থাকতে হবে কেন? কি আজব!

প্রত্যেকটা ভিডিওই অন্য কেউ পোষ্ট করে দেয়। এর জন্য আগে থেকে একসেস এরেঞ্জমেন্ট থাকতে হয়। ভিডিও গুলিও আগে থেকেই তৈরী করা এবং নির্দেশনা দেওয়া যে গ্রেফতারের খবর নিম্চিত হলে ভিডিওটি পোষ্ট করতে হবে। এই নিয়া ক্যাচাল করার তো কিছু দেখি না।

আর ভিডিওতো লাইভ করে নাই, আপনাদের সবার বুদ্ধি কোন খানে আল্লাহ ভালো জানেন!

ভিডিও পোষ্ট করবার জন্য ফোন থাকতে হবে কেন? কি আজব!

প্রত্যেকটা ভিডিওই অন্য কেউ পোষ্ট করে দেয়। এর জন্য আগে থেকে একসেস এরেঞ্জমেন্ট থাকতে হয়। ভিডিও গুলিও আগে থেকেই তৈরী করা এবং নির্দেশনা দেওয়া যে গ্রেফতারের খবর নিম্চিত হলে ভিডিওটি পোষ্ট করতে হবে। এই নিয়া ক্যাচাল করার তো কিছু দেখি না।

আর ভিডিওতো লাইভ করে নাই। নিচের স্ক্রিণশট দেখুন। উনি গ্রেফতারের ঠিক আগ মুহুর্তে ২ সেকেন্ডের জন্য লাইভে আসতে পেরেছিলেন, সেটায় was live দেখাচ্ছে। কিন্তু সেই লাইভের ২ঘন্টা পরের ভিডিওতে কিন্তু আর was live লেখা নাই। এমনকি উনার প্রোফাইলে ঘোষণাও দেওয়া হয়েছে যে Bangladesh Stands With Palesting এবং Free Shahidul অ্যাক্টিভিষ্টরা তার পেজটি চালাচ্ছে।



আমি কিন্তু অন্য কোন বিষয় নিয়ে কথা বলি নি, শুধুমাত্র ভিডিওটি কিভাবে এসেছে সেটার বিষয়ে বলেছি, আশাকরি ব্লগাররা রিপ্লাই করবার সময় বিষয়টি মাথায় রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.