নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে আপনি কী কী ট্যাগ খেয়েছেন?

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫১



ট্যাগবাজ হচ্ছে সামুর অলংকার। এই অলংকার টিকে আছে এখনও। টিকে ছিল সেই শুরু থেকে। টিকে থাকবে সেই শেষ পর্যন্ত। নিজের মতের সাথে না মিললেই যাকে তাকে যা খুশি ট্যাগ দিয়ে দেওয়া যায়। এই ট্যাগ দেওয়ার কারণে তাদের কোন প্রকার ফল ভোগ করতে হয় না। আপনি চাইলে যে কাউকে যা ইচ্ছে ট্যাগ দিয়ে দিতে পারেন। কোন চিন্তা করতে হবে না, কোন তথ্য প্রমাণের দরকার হবে না। কেবল আপনি চান এতেই হবে। কেউ কাউরে রাজাকার ট্যাগ দিতে পারেন, কেউ কাউকে নাস্তিক ট্যাগ দিতে পারেন। জাশি ট্যাগ, ভাদা-ছাগু ট্যাগ। জঙ্গি ট্যাগ। লীগ-দল এর দালাল ট্যাগ। এই জন্য কর্তৃপক্ষের কাছে আপনার কোন প্রকার জবাবদিহি করতে হবে না। তারা আপনার কাছে কিছু জানতেই চাইবে না। এটা সব থেকে নিরাপদ কাজ।

আপনি এই পর্যন্তু সামুতে থাকা কালে কী কী ট্যাগ খেয়েছেন?
কেবল সামুতে নয়, পুরো অনলাইনে থাকাকালীন সময়ে আপনাকে কে কোন ট্যাগ দিয়েছে?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: আমি বেশী কিছু কমু না। তবে যারা কোন যুক্তি ছাড়া বা কোন ধরনের তথ্য প্রমণি ছাড়া ট্যাগবাজি করে............তারা জারজ!!! এইটাই আমার ভারডিক্ট!!! B-)

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: ট্যাগবাজি সামুর মত চিরন্তণ। অতীতেও ছিল এখনও রয়েছে আর সামনেও থামবে। এ থেকে আমাদের মুক্তি নেই। :D


আপনার দেখা সাক্ষাত নাই কেন! লং টাইম নূ সি!

২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: নিজের মতের সাথে মিললেই যাকে তাকে যা খুশি ট্যাগ দিয়ে দেওয়া যায়। ''মিললে'' নাকি ''না মিললে''? আপনের অবস্থা তো দেখি আমার বড়ভাইয়ের থেকেও খারাপ!!!! :P

আমার আগের মন্তব্যে ''প্রমণি'' এর জায়গায় ''প্রমাণ'' হইবেক!!!! :``>>

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: একটা "না" পড়ে নাই। ঠিক করিয়া দিয়াছি।

আর আপনার বানান ভুল তো দেখাই যায় না। একটা বিরল ঘটনা বলা যায়। হে হে হে!

৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনার দেখা সাক্ষাত নাই কেন! লং টাইম নূ সি! ব্লগে নিয়মিত আসার তিনটা যুক্তিসঙ্গত কারন দেখান। ব্লগের পরিবেশ কি নিয়মিত আসার মতো?

যেহেতু আমার করার মতো জরুরী কামের অভাব নাই, তাই গরু (আবার গলু বুইঝেন না যেন!!!) খেদাইতে ব্লগে আসার মানে দেখি না!!! =p~

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: তিনটা তো দূরে থাকুক একটা কারণই দেখানো যাবে না। তবুও অনেক দিনের অভ্যাস। মাঝেমধ্যে আসা উচিৎ।
গরু খেদানোর দরকার নাই। তবে মাঝে মাঝে নিজের বাগানে পানি দিতে আইসেন। গরু আটকানোর জন্য বেড়া তো দেওয়াই যায়।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১:৩৯

আরোগ্য বলেছেন: আল্লাহ বাচাইসে এখন পর্যন্ত এসব ট্যাগ খাইনি। !:#P

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: আপনি ভাগ্যবান অথবা সম্ভবত আপনি কোন দিন ওভাবে কোন রাজনৈতিক পোস্ট লেখেন নি বা মন্তব্য করেন নি তাই কেউ আপনাকে ট্যাগ দেয় নি।

৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যদিও ওভাবে ট্যাগ খাইনি। ওই সোনাগাজী, মোনাগাজী, চাঁদগাজী....কিসব যেন সবাইকে বলে পিগমী, ডোডো.... এসব দুয়েকবার শুনেছি।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: নেড়ি ঘে্উ ঘেউ করবেই সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সোনামিয়ার চামচামি যারা করে না তারা সবাই তার কাছে খারাপ!

৬| ০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৮

নতুন বলেছেন: মূর্খরা যেমন যুক্তিতে না পারলে গালী দেয়।

সামুটেও কারুর সাথে যুক্তিতে না পারলে তাকে ট্যাগ দেয়। ;)

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন: যুক্তিবাদী তো ট্যাগবাজ হতে পারে না। তবে সমস্যা হচ্ছে আমি সামুতে লম্বা সময় ধরে দেখে এসেছি যে চমৎকার যুক্তি দিয়ে কথা মানুষও কেবল নিজের পছন্দের সাথে অমিল থাকার কারণে অন্যকে ট্যাগ দিয়ে দেয়।

৭| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাকে তো অনেকেই রাজাকার ট্যাগ দিয়েছে। আজকের পোস্ট পড়লেও রাজাকার বলবে।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জামাত এবং রাজাকার সম্পর্কে আপনার একটা পরিস্কার মতামত নিয়ে যদি পোস্ট দেন তাহলে আপনার অবস্থান সবার কাছে পরিস্কার হবে।

৮| ০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৮

আবেদি১২৩ বলেছেন: আমার স্যার , আমাকে ট্যাগ দিসিলো , নিজামী , আল বদর , আরো কি কি জানি ভুলে গেসি , পরে স্যার অবশ্য আমারে বান মার্সিলো , বিশাল এক বান মারছিলো , এখন অবশ্য আমাকে মুক্ত করে দিসে। মুত্ত হবার পর দেখে স্যার আমাকে আর কোনো ট্যাগ দেয় নাই.

তবে স্যার এই ব্লগ এর ম্যাক্সিমাম জায়গা থেকে বান খাইসে তো তাই স্যার এর কমেন্ট , এখন খুব কম দেখা যায় , যায় একটা জায়গা ছিল , আপনি ভাই উনাকে শুকিয়ে দিসেন কেমনে বান মারতে, ঐটার পর ওই ব্লগ্গার মহা উৎসাহ নিয়ে আমার প্রিয় স্যার " জেনারেশন একাত্তর " কে বান মারসে , বান মারার আগে অবশ্য স্যার এর ১৪ x ১০ = ১৪০ গুষ্টি ধুইয়া ফেলসে। ভাই রে ভাই আমি তো ভাবসিলাম আমিই গালি তে বেস্ট, ওই ব্লগ্গার তো " মেরে বাপ্ নিকলা " ---------- শুভেচ্ছা নিরন্তন

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: এই রীতি সেই আদি কাল হতেই চলে আসছে। নিজের পছন্দ মত বক্তব্য না হলেই যে কাউকে ট্যাগ দিয়ে দেয়।

যাই হোক আপনার কাছে অনুরোধ থাকবে এই এই দুর্গন্ধযুক্ত ব্লগারের ব্যাপারে কোন মন্তব্য আমার পোস্টে না করার! আমি আমার পোস্ট দূর্গন্ধ করতে চাই না।

ভাল থাকুন!

৯| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৪

আরইউ বলেছেন:



অপু,

ভালো আছেন। ট্যাগিং? আচ্ছা ধরুণ রাস্তায় কিছু একটা হাটছে হাঁসের মত, ডাকছে হাঁসের মত, দেকতেও হাঁসের মত, তাহলে কেউ যদি বলে হাঁস হেটে যাচ্ছে তা কি ট্যাগ দেয়া? এর জন্য কি প্রমান লাগে?

আমি রাজীবকে মুখের উপর চোর বলি, ভুরিভুরি প্রমান আছে। এটা ট্যাগ নয়। সত্যপথিক নিজে বলেছে তার বাপ, দাদা কেউ রাজাকার ছিল, তাকে আমি মুখের উপর রাজাকারের উত্তরসূরী বললে, সেটা কি ট্যাগিং? সে নিজে বলেছে সে একসময় ইসলামিক এক্সট্রেমিস্ট দলের সাথে জড়িত ছিল, তাকে এক্স-হিজু বলা কি ট্যাগিং?

ঢাবিয়ান, মশিউর হাটে, ডাকে রাজাকারের বাচ্চার মত, "দেখতে" রাজাকারের বাচ্চার মত, এবার বলুন ঢাবিয়ান, মশিউরকে রাজাকারের বাচ্চা বলা কি ট্যাগিং!

ভালো থাকুন।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: প্রমান যেগুলো আছে যেগুলোকে কোন ভাবেই ট্যাগিং বলা যাবে না। আমার বক্তব্য তো অন্য জায়গাতে।


এখানে প্রসঙ্গত একটা কথা বলতে চাই যে, আওয়ামীলীগকে এই রাজাকার ট্যাগ দিয়ে এতো এতো ধান্দাবাজি করতে দেখেছি যে এখন এটার উপর একটা বিতৃষ্ণা জেগে গেছে। আপনি নিশ্চয়ই এখন একটা ব্যাপার খেয়াল করেছেন যে ব্লগে বেশ কয়েক বছর আওয়ামীদের মুক্তিযু্দ্ধের চেতনা বিক্রি কিছুটা কমে গিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পরেই দুইতিন খুব নিয়মিত ভাবে আবার চেতনা বিক্রি শুরু করেছে। আপনি কী ভাবেন আমি জানি না তবে এদের প্রতি ঘৃণা আমার বেশি কাজ করে।

১০| ০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৯

ক্রেটোস বলেছেন: আপনার পোস্টটি পড়ে আমার ট্যাগবীরের কথা মনে পড়ে গেল অপু। বছর খানিকের বেশি হবে ওঁকে এই ব্লগে দেখা যায় না!

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: ট্যাগবীরের অনেক দিন পরে মনে পড়ল। কে জানি কোথায় আছে!

১১| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৮

বিজন রয় বলেছেন: হা হা হা ........... মজা পেলাম।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: কী কী ট্যাগ খাইছেন আগে বলেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.