নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে আপনি কী কী ট্যাগ খেয়েছেন?

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫১



ট্যাগবাজ হচ্ছে সামুর অলংকার। এই অলংকার টিকে আছে এখনও। টিকে ছিল সেই শুরু থেকে। টিকে থাকবে সেই শেষ পর্যন্ত। নিজের মতের সাথে না মিললেই যাকে তাকে যা খুশি ট্যাগ দিয়ে দেওয়া যায়। এই ট্যাগ দেওয়ার কারণে তাদের কোন প্রকার ফল ভোগ করতে হয় না। আপনি চাইলে যে কাউকে যা ইচ্ছে ট্যাগ দিয়ে দিতে পারেন। কোন চিন্তা করতে হবে না, কোন তথ্য প্রমাণের দরকার হবে না। কেবল আপনি চান এতেই হবে। কেউ কাউরে রাজাকার ট্যাগ দিতে পারেন, কেউ কাউকে নাস্তিক ট্যাগ দিতে পারেন। জাশি ট্যাগ, ভাদা-ছাগু ট্যাগ। জঙ্গি ট্যাগ। লীগ-দল এর দালাল ট্যাগ। এই জন্য কর্তৃপক্ষের কাছে আপনার কোন প্রকার জবাবদিহি করতে হবে না। তারা আপনার কাছে কিছু জানতেই চাইবে না। এটা সব থেকে নিরাপদ কাজ।

আপনি এই পর্যন্তু সামুতে থাকা কালে কী কী ট্যাগ খেয়েছেন?
কেবল সামুতে নয়, পুরো অনলাইনে থাকাকালীন সময়ে আপনাকে কে কোন ট্যাগ দিয়েছে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: আমি বেশী কিছু কমু না। তবে যারা কোন যুক্তি ছাড়া বা কোন ধরনের তথ্য প্রমণি ছাড়া ট্যাগবাজি করে............তারা জারজ!!! এইটাই আমার ভারডিক্ট!!! B-)

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: ট্যাগবাজি সামুর মত চিরন্তণ। অতীতেও ছিল এখনও রয়েছে আর সামনেও থামবে। এ থেকে আমাদের মুক্তি নেই। :D


আপনার দেখা সাক্ষাত নাই কেন! লং টাইম নূ সি!

২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: নিজের মতের সাথে মিললেই যাকে তাকে যা খুশি ট্যাগ দিয়ে দেওয়া যায়। ''মিললে'' নাকি ''না মিললে''? আপনের অবস্থা তো দেখি আমার বড়ভাইয়ের থেকেও খারাপ!!!! :P

আমার আগের মন্তব্যে ''প্রমণি'' এর জায়গায় ''প্রমাণ'' হইবেক!!!! :``>>

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: একটা "না" পড়ে নাই। ঠিক করিয়া দিয়াছি।

আর আপনার বানান ভুল তো দেখাই যায় না। একটা বিরল ঘটনা বলা যায়। হে হে হে!

৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০২

ভুয়া মফিজ বলেছেন: আপনার দেখা সাক্ষাত নাই কেন! লং টাইম নূ সি! ব্লগে নিয়মিত আসার তিনটা যুক্তিসঙ্গত কারন দেখান। ব্লগের পরিবেশ কি নিয়মিত আসার মতো?

যেহেতু আমার করার মতো জরুরী কামের অভাব নাই, তাই গরু (আবার গলু বুইঝেন না যেন!!!) খেদাইতে ব্লগে আসার মানে দেখি না!!! =p~

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: তিনটা তো দূরে থাকুক একটা কারণই দেখানো যাবে না। তবুও অনেক দিনের অভ্যাস। মাঝেমধ্যে আসা উচিৎ।
গরু খেদানোর দরকার নাই। তবে মাঝে মাঝে নিজের বাগানে পানি দিতে আইসেন। গরু আটকানোর জন্য বেড়া তো দেওয়াই যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.