নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য পথিক

আমি আমিএ

অদৃশ্য পথিক › বিস্তারিত পোস্টঃ

কোন পথে হাটছে দেশের আলেম সমাজ ???

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

কোন পথে হাটছে দেশের আলেম সমাজ ???

জ্বী কয়েকদিন পর হয়তো মিডিয়া টকশো সবখানেই এই প্রশ্ন ঘুরপাক খাবে । হয়তো আলেমসমাজকে বিলুপ্তপ্রায় শ্রেণী হিসাবে ঘোষণা করা হবে ।কালের বির্বতনে আলেমসমাজের মধ্যে নৈতিকতা , সততা , একতার মতো গুণাবলী হারিয়ে যাচ্ছে ।দেশে এখন দলভিত্তিক পলিটিকাল আলেমের সংখ্যা বাড়ছে ।যে আলেমদের ইসলামী আর্দশে বলীয়ান হয়ে দ্বীনের আর্দশ প্রচার করার কথা সেই আলেমরাই আজ সামান্য অর্থের বিনিময়ে ভোটের প্রচারে নামছে !! রাজনীতির মঞ্চে চড়তে গিয়ে আলেমদের মধ্যে আজ বিভক্তি আগুন ! অথচ ৯০ভাগ মুসলমানের দেশে এই আলেমরাই সবচেয়ে সত্‍ আর্দশবান এবং একতাবদ্ধ থাকার কথা তাদের পথ হবে একটাই ,শুধুমাত্র ইসলামের পথ অথচ সেই পথ থেকেই আলেমসমাজ আজ বিচ্যুত হয়ে নীতিশূণ্য পথে হাটছে ।একটু আগে একটা নিউজ সাইটে পড়লাম ইসলাম রক্ষার তাগিদে ১৮ দল মনোনিত মেয়র প্রাথীদের পক্ষে মাঠে নামেছে হেফাজত । ফটোতে দেখলাম সিলেটের প্রার্থী আরিফুল হকের প্রচারণায় নামছেন দাড়ি টুপিওয়ালা কয়েকজন আলেম !!! অবাক হয়ে দেখলাম এই নীতিহীন কথিত আলেমদের ।হতে পারে আলীগের প্রার্থীদের উপর আপনার ক্ষোভ আছে , হতে পারে আপনি তাদের ইসলামের পক্ষের লোক মনে করেন না কিন্তু আরিফুল হকের মতো নারীকামী ,বেনামাজী ,অসত্‍ সন্ত্রাসীকে ইসলামের পক্ষের লোক মনে করলেন কিভাবে ? কিভাবে নিলর্জ্জের মতো একজন অসত্‍ লোকের পক্ষে টুপি পাঞ্জাবী লাগিয়ে প্রচারণায় নামলেন । এক বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আরেক বাতিল শক্তিকে সর্মথন করার শিক্ষা তো ইসলাম দেয় না !! তাই আশংকা হয় এই পক্ষপাতদুষ্ট তথাকথিত পলিটিকাল আলেমদের জন্য ভবিষত্‍ এ হয়তো প্রকৃত আলেম খুজতে জাদুঘরে যেতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.