নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য পথিক

আমি আমিএ

অদৃশ্য পথিক › বিস্তারিত পোস্টঃ

না দেখা স্বপ্ন

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

রাতের আকাশ এও সুন্দর হয় কেন? অনেকের এই ধারনাটা আমার ভুল মনে হয় ।অনেকের কাছেই রাতের আকাশ সুন্দর লাগে কিন্তু তা সকলের মুখে শুনতে শুনতে লাগে।এর স্বাভাবিক ব্যাখ্যা অনেকের কাছেই নেই। কেননা রাতে তো আকাশই দেখা যায়না, দেখাই যদি না যায় তা আবার সুন্দর হয় কেমন করে?তা বুঝতে কষ্ট হয় আমার। শুধু দেখা যায় অসীম তারা মেলা জমেছে আকাশে তাও আবার ব্যাকগ্রাউন্ড বিস্বাদ রঙের বেইস দিয়ে তৈরি ,আর চাঁদ সেও সেই অসীম তারার ভিড়ে নিজেকে আবিষ্কার করতে ব্যস্ত ।আর সকলে যখন নিজের মনের কথা সেই শত তারার ভিড়ে লজ্জিত চাঁদের কাছে বলতে ব্যস্ত ঠিক তখনি সেই অভিমানি একজন নিজের স্বপ্নগুলোকে বালিশের নিচে লুকানোর অভিপ্রায়ে চিন্তিত । তার স্বপ্নগুলো সকলের নিকট অসহ্য মনে হয় ।তাই এখন আর স্বপ্ন দেখতে চায় না সে ,বাস্তবতাকে স্বপ্ন বানাতে চায় বলেই হয়তো কষ্টটা তার আপেক্ষিক । তবে বাস্তবতার আসল সংজ্ঞা জানা মানুষের কাছে, হারের সংজ্ঞা জানার প্রয়োজন নেই, প্রয়োজন নেই তার আপেক্ষিকতাকে অসহ্য মনে হওয়া মনগুলোর ও ......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.