![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণকে দেখি অসাধারণ হিসেবেসাধারণ সবাই আমার আপনআমি সাধারণের ভিড়ে খুঁজি সেই অসাধারণকেযাকে নিয়েই জীবন যাপন।
১........................................
নিশাচর পাখির গান শুনি
তারার আলোয় পথ চলি
জোৎস্না মাখা দৃষ্টিতে নেশায় চুর
একাকি বন্ধু জেগে রই রাতভোর
তোমার জানালায় মিষ্টি রোদ
ভালবাসি একাই,বন্ধু তুমিই মনচোর।
২..................
তুমি মেঘে হাত ছুঁয়ে দাও, বৃষ্টি নামবে
তুমি দৃষ্টি দিলে ফুটবে কদম, কেয়া
তুমি বন্ধু ভালোবাসলে?
মনের নদী দেবে পাড়ি আমার ছোটো খেয়া।
৩....................
ডানা নেই তাতে কি? উড়তে তো মানা নেই, মনে মনে
আমি তোমাকেই চায় প্রতি ক্ষণে,তোমার কি তা জানা নেই?
এবার জেনেছো যদি ডানাহীনা, প্রেমময়ী পাখি,
জানাও তোমার পরিচয়, বলো নাম
আমি সেই নাম ধরে ডাকি।(নির্মেলেন্দু গুন)
৪..............................
যেদিন তুমি আকাশের নীল মেখে,তারা হলে আলো দেবে
আমাকে ডেকে নিও,বাঁধ ভাঙ্গা জোৎস্নায়
আমাকে খুঁজে নিও,মনের জানালায় ।
৫....................................
ঘুমের দেশে যখন তুমি,আমি জেগে ভাবি
স্বপ্নের দেশে আছো সুখে তুমি, আমি নির্ঘুম যন্ত্রনায়,
আমার বিভিষীকা রাত, তোমার মুঠো ভরা ভোর।
৬.....................................
আলো যদি দুর থেকেই আসে, সে আলোয় ভালো,
এ আলোর উত্তাপ নেই,চোখ জ্বালায় না,পোড়ায় না কিছুই
দূর থেকে আলোর রেখা পথ দেখায়
আমি বন্ধু সে আলোর রেখোই..।
৭.......................................
অর্থহীন, এলেমেলো সময়গুলো,
স্বপ্নের টানে রংিন ঘুড়ির মতো নীল আকাশে
চোখের তারায় বিন্দু বিন্দু আভা
ভালোবাসা, মায়া নিয়ে শুধু তোমাকেই ভাবা।
৮..............................................
স্বপ্নে তার সাথে হয় দেখা,
বসে বসে ভাবি তাই একা একা
সে যে স্বপ্নে আসে তবু, স্বপ্নের চেয়ে মধুর
স্বপ্নের রং মাখা....জেগে দেখি, যে আমি সে আমিই একা ।
৯.................................
নিজের মাঝে খুঁজে ফিরি তোমার ছায়া
দুরে আছো তবু কেনো এতো মায়া?
পথ চলা পথিকের ঠিকানা
বোঝো কি তুমি হৃদয়ের যাতনা।
১০....................................
আলোর ছোঁয়া রঙিন ভুবন
তোমার পরশ ভরায় মন
একাকি নিসঙ্গ তোকে ভাকব সারাক্ষণ
তুমি ভালোবেসে হবে আপনজন?
বন্ধু শুধু তোকেই প্রয়োজন....।
১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৪
বাদশা মিন্টু বলেছেন: থ্যাং উ.....
আপনার জন্য ভালোবাসা
আপনার জন্য নীল খাম
সবই করতে পারি..যদি না করেন আকাম। (জনৈক সুন্দরীর পাঠানো এসএমএস) শুধু আপনার জন্য ।
২| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৪:৩৭
উপদেশ গুরু বলেছেন: ++
১৪ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৯
বাদশা মিন্টু বলেছেন: ধন্যবাদ
জন্য তোর মনকে
ধন্যবাদ দিতেই জানি শুধু একজনকে
৩| ১৬ ই জুন, ২০১০ দুপুর ২:০৬
গোলন্দাজ বলেছেন: সেইরম হইছে, আমার ময়নারে একটা পাঠায়া ও দিলাম। ধইন্যাপাতা মামু !!!
২০ শে জুন, ২০১০ দুপুর ২:০০
বাদশা মিন্টু বলেছেন: আমার কাছে এরকম অসংখ্য রোমান্টিক এসএমএস জমা আছে । পোস্ট দিতে পারছিনা । পরে দিমু । লাগলে আওয়াজ দিয়েন । আনকোরা । আমি নিজেও কারেও কখনও পাঠায় নাই । জাস্ট ওয়েট করছি যদি সুযোগ এবং ুদন আসে আপনার মতো কোনো ময়না পাবার আমিও পাঠাবো বলে । দোয়া করি আপনার ময়নাপাখিটা ভালো থাকুক ...........
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১০ বিকাল ৩:৫১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: লুমান্তিক