নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঃ

বাবু০৫বিডি

আমি সাধারণত পরতে ভালবাশি। লিখার অভ্যাস নাই। কিছু লেখার চেষ্টা।

বাবু০৫বিডি › বিস্তারিত পোস্টঃ

ছা পোষা মানুষ

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১:২৯

এক

প্রচুর উত্তাপে কাচা কাঠ ও পোড়ে। আজ বুঝলাম সেটা কিভাবে।

গত দু মাস ধরে যা পারি নাই তা আমার এক সুহ্রদ এর উচ্চ তাপে ও চাপে এত রাতে (রাত কে রাত বলে ছা পোষা মানুষরা) তাই করছি যা আমি না।



গত কিছুদিন নিজের ভিতর কোন আরজ্‌ ফিল করছিলাম না নতুন কিছুর প্রতি। এলার্ম এর ডাকে সকালে ওঠা অফিসে যাওয়া আর কিছু রুটিন কাজ করা আবার সরাসরি বাসায় ফেরা ছিল আমার এক মাত্র কাজ।আলুনি জীবন আর কি।



তবে কি আমার মন আর সপ্ন দেখা ভুলে গেছে? হু , এটাই হবে হয়ত। আমার ধারনা মানুষ মাড়া যায় তখনই যখন তার মন মাড়া যায়। আর মন মাড়া জাওয়া টা বুঝা যায় যখন সপ্ন দেখা ভুলে যায়।



আমার কাছে মানুষ দু প্রকার। এক জীবিত আর দুই বিবাহিত। সত্যি লজ্জা জনক হলেও আমার জন্য এটাই সত্য। কেন এটা তা পরে লিখব ক্রমান্নয়ে।



দুই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৬

নীল ভোমরা বলেছেন:
ধাক্কায় কাজ হয়েছে তাহলে?! গুড!

ভালই-তো লিখেন আপনি.... গোছানো উপস্থাপন! কিন্তু বানানের দিকে যে একটু নজর দিতে হবে ভায়া!

২| ২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৬

বাবু০৫বিডি বলেছেন: নীল ভোমরা কে ধন্যবাদ আমার মত নবিস এর প্রতি আগ্রহ দেখানর জন্য। লেখার জন্য চিন্তা যেথাকবে। আসে সাবলীল ভাবে বানান টাও যদি সেভাবে আসতো তা হলে বেশ হতো।

বানানের বেপারে যত্নশীল হওয়ার চেষ্টা থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.