![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলল আমার পড়ুয়া মেয়ে
টিভি দেখে, কালকে
কেমনে পড়ুম ভারসিটিতে
তুলবে পীঠের, ছালকে।
বড়রা ধরে শিশুদের মারে
ছাত্রেরা মারে টিচার
দেখছি না তো চটজলদী
হতে কারো বিচার।
পেপার টিভি ছেয়ে গেছে
নানান কীর্তি কর্মে
শিশু মারা টিচার মারা
আছে কোন্ ধর্মে!
মেয়ের হতাশ প্রশ্নগুলোর
ছিল না সঠিক জবাব
দীর্ঘশ্বাসে বলেছি শুধু
মানবতার অভাব।
©somewhere in net ltd.