![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ সরিয়ে আকাশ থেকে
রঙ এনেছে তুলে
সাদায় সাদায় ভরে দেবে
কাশের ফুলে ফুলে।
বর্ষা করে বাড়াবাড়ি
বৃষ্টি পড়ে ধুম
কষ্টে পড়ে শরৎ ঋতুর
হারিয়ে গেছে ঘুম।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
কাশফুলেদের গায়
লুটিয়ে পড়ে কাশফুলেরা
বড়ই অসহায়।
ঋতুরাজে নালিশ পেয়ে
করল কঠিন আইন
বৃষ্টি হলে অসময়ে
গুণতে হবে ফাইন।
তারপরেও কাশবাগানে
বৃষ্টিরা দেয় হানা
শরৎ ঋতুর কষ্ট এখন
চলছে একটানা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ মি. হাসান।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
শায়মা বলেছেন: খুব সুন্দর কবিতা ভাইয়া!