![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যস্ত পথের ধারে
নুয়ে পড়া একটি লতাগাছে
ধুলিমলিন একটি কাতর ফুলে
হঠাৎ আমার পা লেগেছে ভুলে;
কতক ধুলি লেগেছে আমার পায়ে
আর কতটা রইল তারই গায়ে
পাঁপড়িগুলো ফড়িং হয়ে উড়ে
বসে পড়ে আমার মাথার চুলে।
ঘরে এসে পাঁপড়িগুলো ফড়িং হয়ে
ওড়ে
স্বপ্ন নাতো? ভেবেই মাথা ঘোরে।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।