![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইটের পরে ইট বসিয়ে
উঁচু দেয়াল গড়ে
রাত সকালে আরাম করে
ঘুমাই আয়েশ করে।
প্রতিবেশির কুঁড়েঘরে
যায় না আলো-হাওয়া
দীর্ঘশ্বাসে হঠাৎ আমার
এই হয়েছে পাওয়া;
আকাশ বাতাস আলো মাটি
সবই খোদার দান
উঁচু নিচুর এই অভিমান
ভেঙ্গে খান খান।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: ভালোই।