![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কড় কড় কড় শব্দ তুলে
চলছে কলুর বলদ
ঘাম ঝরায়ে টানছে ঘানি
একটুও নেই গলদ।
ময়লা তেনার শক্ত বাঁধন
দৃষ্টি নিল কেড়ে
অন্ধ বোবা অবুঝ গরু
চলছে গতর ঝেড়ে।
ঘানির জোয়াল কাধে নিয়ে
ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে
উঠব দূরের বনে।
সরষেগুলো খৈল হয়ে যায়
কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ
কষ্টে কেঁদে ওঠে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
খাজা মুহাম্মদ ইসমাঈল জাবেহ উল্লাহ বলেছেন: নিজেকে কলুর বলদের মতই মনে হ্য় ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হাঃ আপনি এমনটি মনে করছেন কেনো ভাই?
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
প্রামানিক বলেছেন: কলুর বলদের কষ্ট। চমৎকার ছড়া।