![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর পালিয়ে গেলেন তিনি
যাওয়ার আগে যা করেছেন
তাতেই সবাই ঋণী।
ইচ্ছে জাগে নামটি বলে ফেলি
বলার আগে মজার ব্যাপার
সবাই তাঁকে চিনি।
জন পালালো, ঘর পালালো
গ্রাম পালালো শেষে
পালিয়ে যাওয়া লোকটি নাকি
ঘোরে বাউলা বেশে।
কে দিয়েছে বাধা?
ঘুরতে যখন ইচ্ছে জাগে
ঘুরে ফিরে আসুক;
সব হারারা সব হারিয়ে
ইচ্ছে মতো হাসুক।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: হারিয়ে যেতে নেই মানা...
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
হাসান মাহবুব বলেছেন: আমারও এরকম মাঝে মাঝে হারায় যেতে ইচ্ছে করে