![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পানির তলে চাটগাঁ শহর হাবুডুবু খেলা
চাক্কাগুলি বৈঠা আর গাড়িরা হয় ভেলা।
একটুখানি বৃষ্টি জলে চাটগাঁ যখন ডোবে
ফেটে পড়ে মানুষগুলো অন্তবিহীন ক্ষোভে!
রাজধানীতে একই দশা বানের জলে ভাসি
নৌকা-কোষা ছুটে এসে দাঁড়ায় পাশাপাশি।
লোভ দেখিয়ে ক্ষোভের আগুন নেভায় নগর পিতা
শহর রক্ষা বাঁধ ফলকে কাটে রঙ্গিন ফিতা!!
২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন
২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। অনেক ধন্যবাদ।
৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি সমসাময়িক বিষয়ে হওয়ায় খুব ভালো লাগলো।
পত্রিকায় দেখলাম মাত্র ৩২ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামের বেশির ভাগ এলাকা ডুবে গেছে। বৃষ্টির সাথে সাথে কর্ণফুলী নদীর জোয়ারের পানি যোগ হয়ে পরিস্থিতি ভয়াবহ।
যাই হোক, চট্টগ্রামের এই জলাবদ্ধতা সমস্যা আমার জানামতে অনেক পুরনো। কোন নগরপিতাই এই সমস্যার সমাধান করেননি/করতে পারেননি। এসব জনদুর্ভোগের প্রতি দৃষ্টি দেওয়ার পরিবর্তে তারা নিজের আখের গুছাতে ব্যস্ত থাকেন সব সময়। আর নাছির-মহিউদ্দীন তর্কযুদ্ধ এবং বুড়ো বয়সে মহিউদ্দীনের ৫০০ বাঁশের লাঠি তৈরি করে হুঙ্কার দেওয়া যথেষ্ট বিনোদনের যোগান দিলেও এখন এই জলজটে বিপন্ন মানুষের কী সেই বিনোদন উপভোগের উপায় আছে?
ধন্যবাদ ভাই বি এম বরকতউল্লাহ।
২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আবুহেনা ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহ বোধ করছি। অনেক তথ্যও পেলাম। খুব ভালো লাগল।
পসময় পেলেই আপনার নতুন গল্পের সন্ধান করি। যদি পাই গাপুস গুপুস খাই।
ভাল থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।