![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী যেন এর নাম?
কীইবা এর কাম?
ছিল নাকি সবার ঘরে ঘরে,
একেক জেলায় একেক নামে
লাগত সবার একই কামে
জানিনা এখন এই হাতিয়ার
রইল কোথায় পড়ে!
২| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:১২
একাল-সেকাল বলেছেন: সেই কালের ই অনেক কিছুই
নেই একালে এসে,
হারিয়ে গেছে স্মৃতি রেখে
কালের রাহুগ্রাসে।
হারিয়ে গেলো চাষের জমি
হারায় খেলার মাঠ,
তারি সাথে হারিয়ে গেলো
সান বাঁধানো ঘাট।
খেলেনা আর গাঁয়ের ছেলে
বৌছি, কানামাছি,
মোবাইল ফোনে আঙ্গুল বলে
ফেসবুকেতে আছি।
৩| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:২২
আরাফাত আবীর বলেছেন: গ্রামের বাড়িতে এখন আর দেখাই যায় না।
৪| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: বাহ !!
৫| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:১৬
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: নাম তার - 'দাউরা' কাম তার কুডা উলটানো( ধানের নাড়া উলট পালট করে শুকানোতে সাহায্য করা । আরো কত কী.।.।.।.।.।.।।)
স্থানঃ নরসিংদি জেলা ,শিবপুর উপজেলা।
৬| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোটা, কুডা, ধানচা - ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ।
৭| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:০৯
ফয়সাল রকি বলেছেন: দেখেছি তবে নাম জানি না।
৮| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:২৬
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
৯| ০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৮:০৯
ইসিয়াক বলেছেন: কান্দোল
যশোরে এটাকে কান্দোল বলে ।ধানের নাড়া উল্টাতে কাজে লাগে।
১০| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৭
একাল-সেকাল বলেছেন:
ময়মনসিংহে দাইড়া। শুকানোর সময় খড় উলটাতে কাজে লাগে। অনেকে আবার বাঁশ দিয়েও বানায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৫২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এখনতো আধুনিক যুগ তাই সব যন্ত্রপাতিও আধুনিক হয়ে যাচ্ছে । তবে এটা এখনো গ্রামে কৃষকদের ঘরে প্রায় সময় দেখা যায় ।
ভালো একটা বিষয় শেয়ার করেছেন ।