![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধখানা চাঁদ দেখে কোলের খোকা
কেঁদে-কেটে হয়রান যায় না রোখা।
চাঁদ কেনো আধখানা বাকিখানা কই
এই নিয়ে মা’র সাথে করে হই চই।
বাবা এসে বলে খোকা, কান্না থামাও
পারো যদি চাঁদটাকে নিচেতে নামাও
ডেকে ডেকে হয়রান চাঁদ কি আসে
দূরে বসে চাঁদমামা মুচকি হাসে।।
২| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: ভীষন সুন্দর।
৩| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:৩৩
নেওয়াজ আলি বলেছেন: আয় আয় চাঁদমামা যা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১২:০১
আলোকরশ্মি22 বলেছেন: আধখানা চাঁদ দেখে কোলের খোকা কেঁদে-কেটে যতই হয়রান হুকনা কেন , এখন থেকে খোকাকে বুঝিয়ে বলে দিয়েন ঐ চাঁদ খানায় আমার ও ভাগ আছে ...
। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কবিতার জন্য