নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গয়না...

০৭ ই মে, ২০২০ বিকাল ৫:২৬

ছেলেবেলায় গয়না চরে গিয়েছি ঘোড়াশালে
দখিন দিকে যাত্রা বলে তাল ছিল না পালে
পাড়ে হেঁটে গুন টেনে যায় কষ্টে জোয়ান মাঝি
ওদের সঙ্গে গুন টানতে আমিও ছিলাম রাজি!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।

০৮ ই মে, ২০২০ সকাল ৯:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

২| ০৮ ই মে, ২০২০ রাত ১২:১৮

জগতারন বলেছেন:
গয়না নৌকা (!)
সেই নৌকা কী আপনার জীবন কালে দেখিয়াছিলেন কবি (?)
সে তো অনেক অনেক দিন আগের কথা।
আমিও দেখিয়াছিলাম। আমার এখনও একটু একটু মনে আছে সেই নৌকার কথা। আমাদের গ্রাম (শংকরদী, ফরিদপুর)-এর উত্তর পাশ দিয়া প্রবাহিত ছিল প্রমত্ত্বা কুমার নদী। এই নদীর পাড়েই তখন অবস্থিত ছিল আমাদের গ্রামের সরকারী প্রাইমারি স্কুলটি।
তখন ফিল্ড মার্শাল আয়ূব খাঁন পাকিস্তানের প্রেসিডেন্ট।
পূর্ব পাকিস্তানের অভৌতপূর্ব অকাঠামোর উন্নতি আয়ূব খাঁনই আরম্ভ করিয়াছিলেন। যেমন: সংদদ ভবন নির্মান, জাহাংগীর নগর ইউনিভার্সিটি নির্মান, চট্টগ্রাম ইউনির্ভারসিটি নির্মান, মিডফোর্ড মেডিক্যাল কলেজ নির্মান,
ঢাকা জি, পি, ও' নির্মান, আন্ত মহকুমা সড়ক নির্মান ইত্যাদী।
গয়না নৌকা যাত্রীবাহি নৌকা ছিল সেই সময়ের।
আমার বাবা এই নৌকার অনেক গল্প বলিতেন। সে এই নৌকায় করিয়া জিলা (ফরিদপুর) সদরে যাইতেন ও সরকারী কলেজে পড়াশুনা করিতেন।

০৮ ই মে, ২০২০ সকাল ৯:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: জগতারণদা একেবারে ইতিহাস বলে ফেললেন। খুব উপকৃত হলাম।
আমার ভালবাসা রইল। ভাল থাকুন।

৩| ০৮ ই মে, ২০২০ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: আজ প্রথম জানলাম গয়না চরের কথা

০৮ ই মে, ২০২০ সকাল ৯:৫৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.