![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মতন এই পাগলে খেলছে মজার খেলা
কেউ বা করে মশকরা আর কেউ বা অবহেলা;
তাতে এমন কী এসে যায় চলছে যখন গাড়ি
ভাবনা তাহার গাড়ি চড়ে পৌঁছে গেছে বাড়ি,
সদর রোডে উঠেই গাড়ি চলতে গিয়ে থামে
পথ পায়না পথের খোঁজে পাগলা হাসু ঘামে!
২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৫
নেওয়াজ আলি বলেছেন: পাগলের ছবিটা সুন্দর । লেখা অর্থবহ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: আমার পাগল হতে ইচ্ছা করে।
পাগলদের জীবন আনন্দময়।