নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কবি ও কাক

২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:০২


পার্কের বেঞ্চে কাকেরা বসে মিটিং করেছে মেলা
কাকের সাথে কবির তুলনা এ কেমন অবহেলা?
পচা খাবারের আকালে পড়ে কমে গেছে কত কাক
কবিরা এখন আগের মতো শোনে না কা কা ডাক!
সংঘ-সমিতি একটাই আমাদের রয়েছি খুব টিকে
ছড়িয়ে দিয়েছি আমাদের কথা বিশ্বের চারিদিকে।
কবিদের মাঝে এত বিভাজন সংঘ-সমিতি ভরা
মিটিং সিটিং, দানে ও গ্রহণে বিব্রত বসুন্ধরা!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবি ও কাকের তুলনাটা প্রায়শঃই হিংসাজনিত কারণে তুচ্ছার্থে ব্যবহৃত হয়।

২| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: মানুষ চায় ভাত। পেটে ভাত না থাকলে কবিতা দিয়ে মানুষ কি করবে?

৩| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া আধার দেখি প্রাতে।

৪| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:২১

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য ভাবনা
বিমুগ্ধ হলাম লেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.