![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গেরাম থেকে এলেন সুফির বাপে
বলল আমি আইলাম খালি তোমার চাচির চাপে।
কাডোল পাইক্কা ফাডা ফাডা
লতি ডেঙ্গা শুঁটকির গাডা
দিয়া আসেন জলদী কইরা খাইবনে ছোড বাপে।
আইয়া দেহি...
ময়লা যত পানির উপর ভাসতে আছে ঢাহা
মানুষ নাই গাড়ি নাই পুরা শহর ফাহা।
ডাইনে গাতা বায়ে গাতা উষ্টা খাইয়া পড়ি
কাডোল লইয়া হেঁচুর পাইরা নাও একটা ধরি
কেমনে আমি আইলাম যে বাপ কইতারিনা ঠিক
মনে অইলে ধান্ধা লাগে আন্ধার চারিদিক।
এই শহরে বিপদ ভারী থাহার কাম নাই
পোলাপাইন লইয়া চলো গ্রামের বাইত যাই।
ছবি নেট থেকে গৃহীত
২| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৭
আজাদ প্রোডাক্টস বলেছেন: তওবা তওবা, কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল,কি সব ভাসা ভাসির কথা বলতেছেন
৩| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: গ্রামই আমাদের শেষ ভরসা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৯
ফেনা বলেছেন: বাহ বেশ চমৎকার।
ভাল লাগা রইল।