![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহর ছেয়ে গেছে মশায়
শান্তি নেই হাঁটা শোয়া বসায়
সারাটা রাত চষে বেড়ায় বাসা
প্যাঁন-পোঁনিয়ে হুল ফুটাবে খাসা।
আরাম করে রক্ত খাবে চুষে
থাপ্পড় দেয়া যায়না এমন দোষে
আলতো হাতে বলতে হবে-যাও
রক্ত ছাড়া আরো কিছু, চাও?
অমনি ওরা বলবে হেসে হেসে
রক্ত চুষি তোদের ভাল বেসে
বাড়াবাড়ি করিসনা তো বেশি
নরম করে রাখিস কিন্তু পেশি।
দুঃখ পেলেও থাকবি করে চুপ
বলবি হেসে লাগছে মজা খুউব!
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন।
ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ইদানিং এলাকায় মশা নেই।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আনন্দের খবর। অনেক এলাকাতেই মশার উপদ্রব নেই। ধন্যবাদ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: বাহ্ অনবদ্য প্রকাশ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: আমার ঘরে কোনো মশা নেই। এমন কি কোনো স্প্রে বা কয়েলও আমাকে ব্যবহার করতে হয় না।
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: বড় শান্তিতে আছেন। শুভ কামনা।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: মশা দেখলে এই ছড়া পড়তে হবে। মশা পালাবে। তবে ইদানীং মশা একটু কম মনে হচ্ছে করোনার কারণে।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্টের দুই প্যারা পড়ে খুব মজা পেয়েছি। পুরাটাই অসাধারণ।