![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁকোটাও গেছে ডুবে
যাওয়া আসা আর হয় না তেমন পচিম থেকে পুবে।
চারদিকে পানি ছলছল করে
দুরন্ত শিশুরা বসে আছে ঘরে
বানের জলে বন্দি জীবন ফেটে পড়ে বিক্ষোভে।
গভীর ছিলো ভালোবাসা পায় নি খুঁজে তলি
নেই কিছু তার জীবনটাই দিয়েছে জলাঞ্জলি
০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ঠিক বলেছেন। ধন্যবাদ।
২| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বানভাসীতে লোক সর্বশান্ত হয়।
০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
ঠিক বলেছেন। শুভ কামনা।
৩| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫২
শায়মা বলেছেন: ছবি আর কবিতা দুঃখ কষ্টের কথা বলে যায় ভাইয়া।
০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
এদুটোর কাজ আসলে সুখ-দুখের কথা বলা।
ভাল থাকবেন।
৪| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬
নেওয়াজ আলি বলেছেন: দুঃখ কষ্টের এই জীবন
০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আহারে জীবন!
ভাল থাকবেন।
৫| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: বাশের সাঁকো দেশে এখনও আছে?
দেশ চলে গেছে উন্নয়নের মহাসড়কে তবু দেশ থেকে বাশের সাঁকো যায় নি।
আহারে বাচ্চারা কত কষ্ট করে খাল পার হচ্ছে।
০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: দেশের খবর রাখছেন না দেখছি।
ক্যামেরা নিয়ে ঘুরে আসুন বাংলার গ্রাম থেকে।
শুভ কামনা।
৬| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
জগতারন বলেছেন:
যেমনই ছবি তেমনই কবির কবিতার ভাষা !
এ যেন জোড়া মানিক।
কবির প্রতি সুভেচ্ছা রহিল।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৯
মোছাব্বিরুল হক বলেছেন: বানভাসীরা সত্যি খুবই অসহায়।