নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মাছি ও হুক্কা সমাচার

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৩



ক্ষুধার্ত এই মাছিগুলোর মস্ত করুণ দশা;
ফরমালিনের যন্ত্রণাতে যায় না কোথাও বসা
কুমড়োফালি এনেছিলেম গাঁয়ের বাড়ি থেকে
হুমড়িখেয়ে মাছি পড়ে কুমড়ো ফেলে ঢেকে।



হারিয়ে গেছে হুক্কা ডাবা কলকি তামাক টিক্কা
গুরগুরিয়ে হুক্কা টেনে কাশতে কাশতে হিক্কা।
কালের চাকায় ঘুরে ঘুরে এলো সিগ্রেট বিড়ি
কৃষক বাড়ির বারান্দাতে দেখি না চকি পিঁড়ি।
যায় হারিয়ে অনেক কিছু যুগের প্রয়োজনে
পালায় তারা অবলীলায় নানান আয়োজনে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ নতুনত্ব বুনান কবি দা

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভেচ্ছা নিন।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিন।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

অধীতি বলেছেন: ভালো লাগল।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার ভাল লাগায় আমি খুশি।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হুকা একটি বিজ্ঞান সম্মত ধূমপান যন্ত্র।
এটাকে সযতনে লালন করা দরকার।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
পানিতে ধুয়ে আসা ধূম অনেকটা কম ক্ষতিকর নাকি?

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক স্মৃতি মনে করিয়ে দেয়।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্মৃতিময়!

ধন্যবাদ।

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: ছবি থেকে ছড়ার সৃষ্টি, নাকি ছড়ার সাথে সাযুজ্য রেখে ছবি সংগ্রহ?
ছড়াগুলো দারুণ হয়েছে।

আসলে, কিছুদিন আগে মাছের বাজারেও মাছির অভাব ছিলো। এখন অবশ্য কিছু কিছু দেখা যায়।

আমার কাকার গুড়গুড়ি হুকা খাওয়ার স্টাইল দেখে, ছোটকালে একটি ছবি আঁকতাম মনে মনে। বড় হলে বড় নলওয়ালা একটি গুড়গুড়ি হুকা রাখবো, আর মতিহারের সুগন্ধী তামাক আরামে খাবো। হায়! সেই হুকা হারিয়ে গেয়ে কালের প্রবাহে।

শুভ কামনা কবি বি এম বরকতউল্লাহ।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবিকে কেন্দ্র করে লিখি।
মাছির জন্য মায়া হয় মাঝে মাঝে।
আর হুক্কার বিষয়ে আপনি যা বলেছেন আমিও তাই ভাবতাম।
কবীর হুমায়ূন ভাই আপনাকে অনেক ধন্যবাদ মনের কথাগুলো অবলীলায় শেয়ার করার জন্য।
ভাল থাকবেন।

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৬

নেওয়াজ আলি বলেছেন: অনুপম অনুভূতি

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৭

ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর কবিতা।
ভালো লাগলো কবি।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত আপনার ভাল লাগায়। ধন্যবাদ।

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: মাছি এবং হুক্কা দুটাই ক্ষতিকর।

১০| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন: স্বাগত।
পানিতে ধুয়ে আসা ধূম অনেকটা কম ক্ষতিকর নাকি?

অবশ্যই কম ক্ষতিকর। কেননা, নিকোটিনের কিছুটা অংশ পানিতে মিশে যায়। সেটা আর ব্যবহারকারীর দেহের ভেতর প্রবেশ করতে পারে না।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার আন্দাজ-অনুমান যে কতটা ঠিক এখন দেখেছেন!
আমার প্রীতি নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.