![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোৎস্নাধারায় প্লাবিত বিষাদের কুঞ্জমেলায় আপন বসত গেড়েছি!
প্রসঙ্গ যখন পহেলা বৈশাখ এবং টিএসসি...
পহেলা বৈশাখে টিএসসিতে ঘটা নেক্কারজনক ঘটনাটি আমাদের জাতির জন্য অনেক বড় লজ্জা।
ওই ঘটনাকে কেন্দ্র করে অনেকের অনেক মন্তব্য পড়েছি। শুনেছি অনেক সুশীলদের সমালোচনা.. যাদের অধিকাংশের মতে, ওই ঘটনার জন্য নারীরাই দায়ী। তারা ধর্মকে অবমাননা করেছে.. ইত্যাদি ইত্যাদি ...
ধর্মে কি শুধু নারীদের পর্দায় থাকতেই বলেছে..?? পুরুষদের কি বলেনি, দৃষ্টি সংযত রাখতে..??? নাকি পর্দাহীন নারীদের ভোগ করতে বলেছে ধর্ম..???
মেয়েটা ওড়না না পড়ে ,শাড়ী নাভীর নিচে পড়ে বড় অন্যায় করে ফেলেছে ,ধর্মকে অবমাননা করেছে,অশ্লীল আচরণ করেছে,আর আমাদের মহা পুরুষেরা ভরা রাস্তায় তাকে বিবস্ত্র করে ধর্মকে রক্ষা করেছে ,শ্লীল আচরণ করেছে ।সাবাশ মহা পুরুষেরা...
“কিছু মানুষ কে দৃষ্টিশক্তি দেয়া হয়েছে নাভির গোড়ায় শরীরের ভাঁজে গোয়েন্দাগিরি করার জন্য। এরা বিশাল মঙ্গল শোভাযাত্রা দেখেনা,এরা শাড়ির ফাঁকা দিয়া মাইক্রোস্কপিক ক্ষমতা দিয়া নাভি নামক এমিবা দেখতে পারে।কিন্তু পাশে দাঁড়ান বাবার হাত শক্ত করে আঁকড়ে ধরে থাকা প্রথম বারের মত মেলা দেখতে আসা শিশুটির উচ্ছ্বাস দেখেনা...”
অনেক হয়েছে এবার থামেন, অন্যকে দোষারোপ করা বন্ধ করেন। এমনতো নয় যে পর্দায় থাকা নারীরা ধর্ষিত হয়না.. যথেস্ট পর্দা করা সত্বেও মিশর কিংবা পাকিস্তানের নারীরা ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত।
আমি বলছিনা নারীদের দোষ নেই। তাদের্ও দোষ আছে, আপনারা যদি খোলামেলা কামউদ্রেককারী পোশাক পড়ে তেঁতুল সাজেন,জিহবায় লালা তো আসবেই। আপনারা মায়ের জাতি নিজেদের সম্মান নিজে রক্ষা করে চলুন...
সবশেষে বলবো, অন্যকে দোষারোপ করা বন্ধ করে নিজে ভালো হোন। দেখবেন দুনিয়া পাল্টাবে।
বাই দ্যা ওয়ে, পহেলা বৈশাখ হিন্দুয়ানী কালচার,তাই নাহ???
সমস্যা দিবসে না,সমস্যা উৎসবে না,সমস্যা আপনাদের চোখে।চোখটাকে ভালো কিছু অবলোকন করতে শিখান...
©somewhere in net ltd.