নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঋষিলিপি

বাঙালী ঋষি

Cogito, Ergo Sum

বাঙালী ঋষি › বিস্তারিত পোস্টঃ

বাঙালী আর কত স্বদেশ প্রত্যাবর্তন দিবস চায়?

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:২৩

অতি যত্ন সহকারে এবং অত্যান্ত কঠোর সংযমের সাথে নিজেকে দুটি বিষয়ক আলোচনা থেকে দুরে সরিয়ে রাখি। একটি রাজনীতি এবং অপরটি হচ্ছে ধর্ম। একটি মতাদর্শ এবং অপরটি আবেগ। দুইটাই বিষ্ফোরক এবং সকল সংঘাতের উৎস। তাই, এই দুইটা বিষয় খুব সতর্কতার সাথে এড়িয়ে চলি। যদিও বা আলোচনায় জড়িয়েও পড়ি কিছুক্ষণ পরেই এমনভাবে মাথা নাড়ি যেন বক্তা কোন মহান বানী দিচ্ছেন এবং আমি তা জীবনে প্রথমবার শুনছি।


সুত্রঃ ফেসবুক

তবে ফেসবুকের সাজেশনে একটি লেখা আসায় বেশ অবাক হয়েছি এবং ভাবছি গোবরে আবার এই পদ্মফুলটি আবার কে? দীর্ঘ ১৭ বছর ধরে এই পরিচয় মোচনে এত কিছু করার পরেও কোথা থেকে যে এইসব উদয় হয় সেটা অবশ্যই ভাবনার বিষয়। আমার না, জনাব তারেক রহমানের। তবে হাসিটা কিন্তু মামা, এখনো সেই একই রকম ঈষৎ লাজুকতা মেশানো ধুর্তই আছে। গুন সাহেবের অনেক নির্মল গুন আছে জানি, রাজনৈতিক কবিতাও লিখেছেন বেশ কয়েকটি। তবে এই পেজটির সাথে তার কোন সম্পর্ক আছে কি না জানি না। এই জন্যই পুরোটা পড়লাম।


সূত্রঃ Click This Link

এই প্রজন্ম অনেক কিছুই জানে না, কারণ আমরা বাঙালিরা ক্যামেলিওন (গিরগিটি নামে পরিচিত) থেকেও বিপদজনক। কখন রঙ পালটিয়ে ভেলকি দেখাবো তার গ্যারান্টি স্বয়ং নিজেরা দিতে পারি না। আর এই উদাহরণ ইতিহাসের অনেক ঘটনাতেই দৃশ্যমান। শেখ পরিবারের সাথে সাথে জিয়া পরিবারও এমন ইতিহাসের স্বাক্ষী। কোন দেশের প্রধান দুই রাজনৈতিক পরিবারের অভ্যুত্থান ভিত্তিক নৃশংসতার শিকার হবার ঘটনা ইতিহাসে বিরল। কিন্তু আমাদের কাছে এগুলো তো নেত্যদিনের খেলা। বেশিদিন কাউকেই ভালো লাগে না, সহ্য হয় না। আজকে একজনকে মাথায় তুলে নাচছি, আবার কালেই তার গুষ্টি উদ্ধার করে পিণ্ডি দিচ্ছি। এই বিষয়ে বাঙালি জাতির পারদর্শিতা অচিরেই নিশ্চয়ই কোন না কোন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবস্তু হিসেবে ঠাই পাবে। তখন কোন এক ক্লাসরুমে বাঙালী জাতি দেখিয়ে বলবে, এদের থেকে শিক্ষা নাও কিভাবে, শুধুমাত্র নিজ নিজ স্বার্থ এবং ক্ষমতার লোভে একটি প্রগতিশীল দেশকে বার বার হাঁটু ভেঙ্গে পঙ্গু করে দেয়া হয়। এবং সবেচেয়ে আশ্চর্জের বিষয় হচ্ছে, যারা এগুলো করে তারা নিজেরা জানে না কেন এটা করছে। প্রশ্নের উত্তরে বেশিরভাগের যেই আচরণ এবং ভঙ্গী দেখা যায়, তাতে বোঝা যায় "খুশীতে, ঠেলায় এবং ঘুরতে" আমরা এই কাজগুলো করি।

আবেগে মুল প্রসঙ্গ থেকে দুরে সরে গেছি, তার জন্য দুঃক্ষিত। তো যা বলছিলাম, জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আমাদের যেই মচ্ছব চলছে, তাতে যদি উনি ভেবে থাকেন বাঙালী তার "দুর্নীতির রাজপুত্র" খেতাবটি সহ আরও যেইসব খেতাব ভারে ভাঙ্গা কোমর নিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন, তা এই প্রজন্মের অনেকেই জানেন না বলে উনি তার লাজুক হাসি দিয়ে ক্ষমতায় বসবেন। মায়ের আঁকানো ভ্রু কপালে তুলে এবং জাতীয়তাবাদের নামে, জাতির লীলাখেলা করবেন। তাহলে উনি এখনো বাঙালী জাতীকে চিনতে পারেননি। উনি অবশ্য শেখ পরিবারকে পরামর্শক হিসেবে নিয়োগও দিতে পারেন এই বিষয়ে জ্ঞান দেয়ার জন্য। ভাঙ্গা কোমর নিয়ে কিন্তু এবার আর পালাতে পারবেন না, যদি আগেরবারের অপকর্মের থেকে শিক্ষা না পেয়ে থাকেন। মনে রাখবেন, বাঙালী স্বপ্ন দেখে দেশ পরিবর্তনের, কিন্তু পরিবর্তনকে মানতে পারে না। তার থেকে বড় বিষয় যে জাতী স্বাধীনতার ৫৪ বছরেও কে স্বাধীনতার ঘোষক সেই বিষয়ে একমত হতে পারে না, রাজনৈতিক পট পরিবর্তনে দেশের ইতিহাসও বারংবার পরিবর্তন করে সেই জাতী কেমন তা বলার অপেক্ষা রাখে না। দেশের আগে যে নিজে পরিবর্তন হওয়া দরকার এই জ্ঞানটুকুও বাঙালির নাই। তাই সাধু, সাবধান।


সূত্রঃ সংগৃহীত


সূত্রঃ সংগৃহীত


সূত্রঃ সংগৃহীত
(Adjusting for inflation, BDT 2,000 crore in 2001 has the purchasing power of approximately BDT 11,200 crore to BDT 11,500 crore in 2025)


সূত্রঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের আঁতুড়ঘরে কাটিয়ে কি প্ল্যান নিয়ে এসেছেন সেটাই এখন দেখার বিষয়। তার এই প্ল্যান কতটাই বা কার্যকরী, নির্বাচনের আগে তা বিষদ বিবরণের ফলে একটা জনমত সমীক্ষা চালিয়ে দেখা উচিত। কারন লন্ডনের সমাজ আর বাঙালি সমাজ যোজন ফারাক। আর অবশ্যই যাদের আত্মত্যাগে আপনি এই স্বদেশ প্রত্যাবর্তন নামক নাটকের মুল চরিত্র পেয়েছেন তাদেরকে যদি যথাযোগ্য সম্মান এবং মূল্যায়ন না করতে পারেন তবে, আপনার শিক্ষা যে ভয়াবহ রকমের ব্যর্থ তা বলার অপেক্ষা রাখে না। আপনার উপরে ভরসা পাই না আর আপনি ভরসা করার মত যোগ্যতাও রাখেন না। শুধু বিদেশে বসে, সভা এবং ভিডিও বার্তা দিলেই মানুষের আস্থা অর্জন করা সম্ভব না। তা করতে হলে, বাপের মত কাদামাটি মেখে নিতে হয়। হাত দিয়ে একদলা মাটি ছুঁয়ে দেশপ্রেমের নাটিকা না করে, বাপের মত জনগণের কাঁধে কাঁধ মেলানোর মানসিকতা আনেন। তবে যদি এই বাঙালী জাতি আপনাকে কিছুদিনের জন্য সহ্য করে। নইলে শেখ পরিবারকে তো ১৭ বছর দিসে, আপনাকে ১৭ মাস দেবে না। কারণ আপনার অতীতের অপকর্ম কিন্তু বেশিদিন লাগবে না এই প্রজন্মের কাছে পৌঁছাতে। আপনার এই লাজুক হাসির আড়ালে যে হিংস্র ক্ষমতালোভি এবং চেহারাও এদের নজরে আসতে বেশি সময় লাগবে না। আর যাই হোক, আমাদের কিন্তু হলুদ সাংবাদিকের অভাব নেই। কথাটা আশা করি মাথায় আছে আপনার।

পরিশেষে, আপনাকে স্বাগতম এই বেঈমান, অশিক্ষিত এবং অন্ধ গোঁড়ামির বাংলাদেশে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুব তাড়াতাড়িই হয়তো আরেকটা দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.