নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
সেই ২০০৯ সালের ২৪শে এপ্রিল ছিল শুক্রবার। দৈনিক পত্রিকার ওয়েব সহ সামুতে নজর বুলালে নীচের পোষ্টটি নজরে আসল;
L'amour est bleu: ফরাসি একটি গানের সুর ...
Click This Link
এই পোষ্টদাতা আর কেউ নন...আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়া ইমন জুবায়ের ভাই। এই সুর বহু শুনেছি আগে বিভিন্ন বাংলাদেশী এড সহ ভারতীয় চলচিত্রে। কিন্তু এই ইমন ভাইয়ের জন্যই হয়ত সুরটার আসল উৎস জানা সম্ভব হয়েছে। নতুবা এখনও এ সমন্ধে জানতাম না। তাই এই পোষ্টটাকে সরাসরি প্রিয়তে নিয়ে নেই। এই লেখা পড়ার পর হতেই উপলদ্ধি হয় যে অত্যন্ত প্রতিভাবান ও গবেষক ধর্মী ব্লগার এই ইমন ভাই। কোরিয়া যুদ্ধের সঠিক ইতিহাস বহু কিছুই তার পোষ্ট হতে জানতে পারি।
সেই ২৪শে এপ্রিল হতে রোজ না হলেও প্রায়ই লামুউ এ ব্লু গানটি শুনে আসছি। যতবারই বাজাই ইমন ভাইকে স্মরণ করতাম এবং মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুর হল এই ফরাসী গানটি।
আজকে শুক্রবার ৪ঠা জানুয়ারী ২০১৩ সামুতে ঢুকেই উনার মৃত্যুর সংবাদ পেলাম। সামু একজন মেধাবী, পরিশ্রমী ও গবেষক ধর্মী ব্লগার হারাল। এই রকম ব্লগার খুব কম এবং সহজে আসে না।
আল্লাহর কাছে মরহুম ইমন জুবায়ের ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি, আমিন!
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত।
ধন্যবাদ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সুম্মা আমিন!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
রবি_জল বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: উনার রুহের মাগফিরাত কামনা করি, আমিন!
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০
চাঁপাডাঙার চান্দু বলেছেন: ইমন ভাইকে ভুলা সম্ভব নয়, অপূর্ণের দাবীর প্রতি পূর্ণ সমর্থন রইল।
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ চান্দু ভাই।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮
স্বাধীকার বলেছেন: নিজের একটি গোপন আকাংখা ছিলো, কোনোদিন যদি সামনে পাই, পায়ে হাত দিয়ে সালাম করবো রাস্তায়, রেস্তোরায় কিংবা বইমেলায়, অনুমতিও নিবোনা। বড় শ্রদ্ধার নির্বিবাদী কিংবদন্তী মানুষ ব্লগার ইমন যুবায়ের সামুর আত্মার আত্মীয়। নির্মম সত্য, বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে, আর কোনোদিন নতুন গবেষণাধর্মী তথ্য প্রমানসহ কষ্টকরী পোস্ট নিয়ে আর হাজির হবেন না-তিনি।
ইমন যুবায়ের, চিরকুমার পড়ুয়া এই ব্লগার আমাদের মতো অন্ধজনকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন ইনকা, আজটেক, মায়া সভ্যতা দেখাতে। কখনো ইউরোপের প্রস্তুরযুগ, তারেকের আন্দালুস কিংবা গ্রানাডায়। ঘুম ঘুম চোখে শুনিয়েছিলেন কিতারোর বৌদ্ধিক মায়াময় সঙ্গীত।
ইমন যুবায়ের পথ দেখাতে দেখাতে নিয়ে গিয়েছিলেন, হরপ্পা মহেঞ্জোদারো নগরের রাস্তায়, দেখিয়েছিলেন সিন্ধু পার হয়ে আসা জরথ্রুস্টের আজকের ভারতের টাটা পরিবারকে। চুপ হয়ে শুনতে বলেছিলেন মনিবাদের বানী, জরথ্রুস্টের অমর ভাবনা।...............
আর কোনোদিন নতুন তথ্যের জন্য সার্চ করা হবেনা ইমন ভাইয়ের নতুন পোস্ট গুলো। কেবল পরবর্তী প্রজন্মকে এটাই বলতে পারবো যদি বিন্দুমাত্রও শিখতে চাও একবার শুধু একবার ঘুরে আসো ব্লগার ইমন যুবায়েরের সামুর ব্লগবাড়ী। আর কোনোদিন দুই লাইনের একটি মন্তব্য দিয়ে বেশী বুঝার জন্য আশায় আবদার করবোনা আরেকটি নতুন বিষয়ভিত্তিক সংশ্লিষ্ট পোস্টের, জবাব দেখার জন্য গিয়ে মন্তব্যের উত্তরে দেখবোনা লেখা আছে, ‘‘ইচ্ছা আছে, চেষ্টা করবো, ধন্যবাদ’’
এত এত গুনগ্রাহী সচেতন ব্লগার যার অনুসারী ভক্ত মঙ্গলার্থী, তাদের প্রার্থনা নিশ্চয় ঐশ্বর মূল্যায়িত করবেন। তার আত্মা থাকবে শান্তিতে, আমাদেরই মাঝে, আমাদেরই হয়ে।।
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় স্বাধীকার ভাই এই সব তথ্য ও স্মৃতি তুলে ধরার জন্য।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯
কামরুল হাসান শািহ বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমিন!
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শোকাহত! শ্রদ্ধা জানাই।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
জুল ভার্ন বলেছেন:
গত আগষ্ট মাসে আমার অফিস ফোনে একটা কল আসে। রিসিপসনিষ্ট আমাকে জানালেন-ইমন জুবায়ের নামে এক ভদ্র লোক কথা বলতে চান। আমি জানতে চাই-কোন কোম্পানী/অফিস থেকে কল করেছে এবং কি বিষয়ে কথা বলবে জেনে আমাকে জানাও। রিসিপসনিষ্ট জানালেন- সামহ্যোয়ারইন ব্লগ থেকে-রিসিপসনিষ্ট জানালেন-উনি পরিচয়ে বলেছেন- আমি “ইমন জুবায়ের”-আমরা সহ ব্লগার! আমি বিস্মীত আমার পাঁচ বছরের ব্লগিং জীবনে ব্লগে সরাসরি যোগাযোগ আছে-তেমন ব্লগারের সংখ্যা তিন আংগুলের সব কটা কড়া গোনায় সীমাবদ্ধ। উপরন্তু ব্লগের কেউ আমার অফিসের নম্বরে যোগাযোগ করবে-তেমন কোনো ব্লগারকে অফিসের নম্বর আদৌ দেয়া হয়নি। আমি কল রিসিভ করে বিস্ময়ে বলি-“প্রিয় ইমন জুবায়ের ভাই সালাম। কিভাবে পেলেন আমার এই নম্বর?” উনি আমাকে বিস্মীত করে, শান্ত স্নিগ্ধ বিণয়ী কন্ঠে আমাকে মুগ্ধ করে বললেন-“প্রিয় জনদের/--- জনদের নম্বর পাওয়া খুবই সোজা-আমি আপনার বিজনেস ওয়েব সাইট থেকে নম্বর পেয়েছি।“ শুভেচ্ছা বিনিময়ের পর আমি বিনীত ভাবে জানতে চাই-আমি কি তাঁর কোনো প্রয়োজনে আসতে পারি? তিনি বিনয়ের সাথে জানালেন-না কোনো প্রয়োজনে নয়, সামুতে আপনাকে নিয়ে ব্লগার মোজাম হক একটা পোস্ট দিয়েছে-সেটা পড়েই আপনাকে কল করেছি......(বাকী যতসামান্য আলাপচারিতা উল্লেখ করা অপ্রয়োজনীয়)।
প্রিয় ইমন জুবায়ের(আমি লিখতাম/বলতাম ইজু) আপনার লেখার পাঠক হিসেবে আর সহ ব্লগার হিসেবে আমাদের মধ্যে যে যোগসূত্র ছিল-সেই যোগসূত্রকে অতিক্রম করেছিল আপনার সাথে ৮/১০ মিনিটের কথোপথন-যা আমার জীবনে অন্যতম এক অর্জন। ইনিই আমাদের ইমন জুবায়ের ভাই, সামহ্যোয়ারইন ব্লগের সকলের প্রিয় ইমন জুবায়ের ভাই। আপনার অজস্র বৈচিত্রময় লেখনী পড়ে আমরা অনেক কিছু জেনেছি। আপনি ছিলেন সকল অজানাকে জানার জন্য “একক উকিপিডিয়া”-আমরা এখন কার কাছে জানবো? কার কাছে শিখবো?? আপনার শূণ্যতা কোনো দিন পূরণ হবেনা। মেধা ও মণনে, সততা ও বিনয়ে, সৃজনশীলতায় আপনি সামহ্যোয়ারইন ব্লগে অনন্য এবং একক আইকন। আপনাকে মনে রাখবো শ্রদ্ধা আর ভালোবাসায়।
আপনার মৃত্যু আমার শরির ও মনে মৃত্যুর হিম শীতলতা বৈয়ে দিচ্ছে। আপনার মৃত্যু সামহ্যোয়ারইন ব্লগের অজস্র ব্লগারদের সত্যিই স্বজন হারা করেছে-ব্যক্তিগত ভাবে আমি হারিয়েছি আমার একজন শুভার্থী।
প্রার্থনা,আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: প্রিয় জুল ভার্ন ভাই, আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে এই ঘটনাটি তুলে ধরার জন্য। আপনার সাথে একমত হয়েই বলছি যে ইমন ভাই ছিলেন সামুর জন্য বাংলা উইকিপিডিয়া।
অনেক ধন্যবাদ ভাই।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার এবং ইমন জুবায়ের ভাইয়ের কল্যানে সুর টা পেলাম।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
চাঁপাডাঙার চান্দু বলেছেন: প্রিয় জুল ভার্ন ভাইকে কতদিন পরে ব্লগে দেখতে পেলাম!! ভাই আপনি ফিরে আসুন। আপনার পোস্টগুলো আন ড্রাফ্ট করুন। আপনাকে ব্লগে খুব দরকার এখন।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত। জুল ভার্ন ভাইয়ের লেখা অত্যন্ত সুন্দর এবং সাহিত্যমানও ভাল। কাজেই আমিও চাইব উনি এই ছোট ভাইদের অনুরোধ রাখবেন।
অনেক ধন্যবাদ চান্দু ভাই।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
ধীবর বলেছেন: শোকের এই মুহুর্তেও জুল্ভার্ণ ভাইয়ের প্রত্যাবনে অত্যন্ত আনন্দিত বোধ করছি। চান্দু ভাইয়ের সাথে সহমত।
বা জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে, ইমন ভাইয়ের অজানা একটি দিক আমাদের কাছে প্রকাশ করার জন্য। আল্লাহ ইমন ভাইকে বেহেস্ত নসিব করুন। আমিন।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আল্লাহুম আমিন!
অনেক ধন্যবাদ ধীবর ভাই।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
ইমুব্লগ বলেছেন: আল্লাহ ইমন জুবায়ের ভাইকে বেহেশত নসিব করুন। আমীন।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সুম্মা আমিন!
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
এই লক্ষ্যে সামুতে '' হল অফ ফেইম '' খোলা হোক । যেখানে ইমন ভাইয়ের মত কীর্তিমান ব্লগাররা স্থান পাবেন । আর তাদের দেখে নতুনরা ব্লগিং সম্পর্কে ধারনা পাবে ।