নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

গৃহপালিত চিড়িয়া দুদক তাই আবুল হোসেনের দেশপ্রেমিক সার্টিফিকেট বহাল!

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩











আওয়ামী-বাকশালী গং প্রতিদিন যেভাবে নিত্য নতুন বিভ্রান্তিকর, বিকৃত ও মিথ্যা প্রচার করছে তাতে মনে হয় প্রতিদিনই একের পর এক নব্য গোয়েবেলসের জন্ম হচ্ছে। ২০১১ সালে যখন প্রথম তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতুর কন্সালটেন্সি ফার্ম হতে ঘুষ চাওয়ার অভিযোগ আসল তখনই হাসিনা গং এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইল। ডঃ ইউনুসকে এর জন্য দায়ীতো করেছিলই এমনকি এটাকে যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র বলেও চালিয়ে দেওয়া হয়। শেষমেশ যখন বিশ্বব্যাংক এই র্দূনীতির বিষয় তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় না নিলে ঋণ দিবে না তখনই শুরু হল দুদকের নতুন নাটক। কারণ বিশ্বব্যাংক জুনে ঋণ বাতিলের আগে আবুল হোসেনের বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি এবং নির্দোষ বলে ঘোষণা দিয়েছে। তাই আরও কয়েক মাস আবুল যোগাযোগ মন্ত্রীর পদেই রয়ে যায়। এরপর যখন বিশ্বব্যাংকের ঋণ বাতিলে দেশে হৈ চৈ হল তখন আবুলকে যোগাযোগ হতে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে নেওয়া হল। এই খুশীতে হাসিনা বলে দিল "আবুল হোসেন দেশপ্রেমিক"। এর সাথে মসিউরকে ছুটি এবং মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে সরিয়ে দিয়ে দুদকের পুনরায় তদন্তের ঘোষণায় বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে পুনরায় বিবেচনার সিদ্ধান্ত নেয়। বলে দেয় যথাযথ তদন্ত এবং মূল সহ অন্যান্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিলেই তারা চূড়ান্ত ভাবে ঋণ দিবে। সবাই আশা করছিল আবুল হোসেন এবং আবুল হাসান এই মূল দুইজনকেই দুদক হয়ত এই র্দূনীতিরে মামলায় অন্তর্ভূক্ত করবে। এই নিয়ে সরকারপন্থী দৈনিক সমকাল ও জনকন্ঠও রিপোর্ট করে দুই আবুলের বিরুদ্ধে এজাহার দিবে। কিন্তু সবাইকে বিস্মিত করে মূল দুই আবুলকেই বাদ রাখা হয়। অথচ বিশ্বব্যাংকের ইঙ্গিতই ছিল এই দুই আবুলই আসল হোতা। কিন্তু দুদক যেহেতু হাসিনার গৃহপালিত তাই তাদের পক্ষে সম্ভব নয় এই দুই আবুলকে মামলার মধ্যে ফেলা। কারণ হাসিনার অজান্তে আবুল হোসেন কানাডায় যেয়ে ঘুষ চেয়েছে সেটা অসম্ভব ব্যাপার! ইতিমধ্যে দুদকের মতলবি এজাহার ও তদন্তের প্রতিবেদন বিশ্বব্যাংকের কাছে পাঠানো হয় বিশ্বব্যাংকও তার জবাব দেয়। এই জবাবের পরিস্কার কথা গুলো দুদকের কমিশনার শাহাবুদ্দিন বিকৃত করে সাংবাদিকদের সাফ জানিয়ে দিলেন যে বিশ্বব্যাংক নাকি দুদকের কাজে সন্তুষ্ট;



Click This Link



কিন্তু দুদক ভুলে গেছে যে এটা মিডিয়া বিপ্লবের যূগ। তাই পরের দিন জানলাম;



তদন্তে অসন্তুষ্ট বিশ্বব্যাংক

Click This Link



যেহেতু দুদক আক্ষরিক অর্থেই হাসিনার গৃহপালিত চিড়িয়া তাই শাহাবুদ্দিন নিজের পূর্বের কথাকেই ডিফেন্ড করলেন;



বিশ্বব্যাংকের সন্তুষ্টিবিষয়ক মন্তব্য

‘যা বলেছি বুঝেশুনেই বলেছি’


Click This Link



শাহাবুদ্দিনের মুখে যা প্রতিধ্বনি হয়েছে তা আওয়ামী-বাকশালীদের চুরি শিনাজুড়ির মতই। শেয়ারাবাজার, কুইক রেন্টাল বিদ্যুৎ, ডেষ্টিনি, হলমার্ক লক্ষ কোটি টাকার র্দূনীতি হলেও অর্থমন্ত্রী মুহিত বলে কিছুই হয়নি। তাই শাহাবুদ্দিন ব্যাতিক্রম হলেই বরং অস্বাভাবিক লাগত। দেশের সাধারণ জনগণ কি ভাবল না ভাবল তার চেয়ে শেখ হাসিনার ব্যাক্তিগত স্বার্থই দুদকের কাছে মূখ্য। ১৬ কোটি মানুষের স্বপ্নের কোন মূল্য নেই। হাসিনার দেশপ্রেমিক উপাধি দেওয়া আবুল ও তার পিছনের নেপথ্য কালপ্রিটকে বাচানোই যেন বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব। ১৯৭২-৭৫ সালে মুজিবও এমনই করত। বহু চোর-বাটপার, কালোবাজারী ও র্দূনীতিবাজকে মুজিবের আমলে ধরা হলেও কোন বিচার না করেই কয়েকদিন পরে ছেড়ে দেওয়া হত। কারণ গ্রেফতারকৃতরা সবাই দলীয় ছিল। আর শেখ হাসিনা আরো কয়েক ডিগ্রী বেশী। কারণ বাঘেরও দয়া মায়া আছে যা শেখ হাসিনার নাই। হাসিনা পণ করছে যেভাবেই হৌক আবুল হোসেনকে সে ক্ষমতায় থাকতে বিচারেতো দূর গ্রেফতার পর্যন্ত হতে দিবে না। কারণ দুদক আজকে বলছে যে;



রাজনৈতিক হট্টগোলের ভয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়নি

Click This Link



রাজনৈতিক হট্টগোলের বিষয় বাহানা মাত্র। বিরোধী দলের কেউ হলে তাকে সহজেই পুলিশ দিয়ে ঠ্যাঙানো যায়। হাসিনার সরকারের যেই র্দূনীতি করুক তাকে মামলায় ফেলে দুদকের কেউই নিহত বা গুম হওয়ার ঝুকি নিবে না। তার চেয়ে হাসিনার পক্ষে সাফাই গেয়ে যাওয়াই একমাত্র কর্ম তথা চিড়িয়া হয়েই থাকা দুদকের জন্য শ্রেয়!

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

মনে নাই বলেছেন: একটা জাতির স্বপ্ন, একটা জাতির সম্মানের থেকে দেশপ্রেমিক আবুল অনেক বড়!!! আবুলের ঘুষের সাথে জামাইও যে জড়িত, তাইতো আবুলকে নিরাপদে রাখা লাগছে!!!

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

মনে নাই বলেছেন: বলতে ভুলে গিয়েছিলাম: কানাডিয়ান বলদটা এই বিষয়ে কোন বানী দেয় নাই?

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বলদাটারে নিয়া এখন বেশী কিছু কই না। যার ডান কান নাই সে রাস্তার ডান দিক দিয়া চলে। ঠিক এমনি ভাবে বাম কানহীন বাম দিক দিয়া। কিন্তু এমনও আবাল বলদ আছে যার দুই কানই নাই সে রাস্তার মাঝখান দিয়া হাটে :) :D

ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: কেচোঁ খুড়তে গিয়ে সাপ বের হবার ভয়ে আবুল ধরা ছোয়ার বাইরে

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মুজিবের আমলেইতো তলাবিহীন ঝুড়ির দেশ ছিল, তাইলে এখন ;)

ধন্যবাদ ভাই।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

জাহিদ গাছবাড়ী বলেছেন: ;( ;( ;(

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :(

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

জাহিদ গাছবাড়ী বলেছেন: ;( ;( ;(

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

ম্যানিলা নিশি বলেছেন:

দুদক কমিশনার চুপপু সাহেবের কথার পর গতকাল ডেইলি ষ্টার পড়ে তো তব্দা খেয়ে গেলাম

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: চামচা দুদক এখন আস্ত রামছাগল হইসে! :)

ধন্যবাদ।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই আমলে আওয়ামিলিগের সবথেকে খারাপ কাজের একটা হইছে এইটা... আবুইল্লা দেশ থেকে বড় হয়ে গেল? হাসিনা জাস্ট একটা ভুদাই কৌশলে আগাচ্ছে!!!!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই হাসিনার কেউ জড়িত আছে বলেই আবুল এখন মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠছে ;)

ধন্যবাদ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২

ভিটামিন সি বলেছেন: দুদক শালার বেটারা হাসিনার পা চাটা কুত্তা হয়ে গেছে। তারা হাসিনা পরিবারের ন্যাপকিন ও ধুয়ে দেয় কিনা সন্দেহ লাগতাছে। দুদক ভেঙ্গে দেয়া হউক। দুদকের বিরুদ্ধে দূর্ণিতী দমন আইনে মামলা করা হউক।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগের ইতিহাসই হইল হরিলুটের ইতিহাস! :)

ধন্যবাদ।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

মাক্স বলেছেন: আজীব দেশে আছি
দেশপ্রেমিক হয় আবুলের মত মশা মাছি X(

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আবুলতো আসলে দাবার ঘুটি আসলতো হাসিনার ঘনিষ্ঠ কেউ :)

ধন্যবাদ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

ধৈঞ্চা বলেছেন: আমি আবুলকে দুষ নিতে নারাজ, আবুল মুনিবের হুকুম পালন করেছে মাত্র। এ ক্ষেত্রে আবুলের স্থানে অন্য কেউ হলেও তাই করতে হতো। মুনিব আবুলকে বিশ্বস্ত মনে করেই এ কাজের দায়িত্ব দিয়েছেল, আবুল পালনও করেছিল ঠিকমত কিন্তু বিশ্বব্যাংক এতটা ঝামেলা করবে বুঝতে পারে নাই।
এখন আবুল বিপদে পড়েছে, মুনিব তাকে বাচানোর জন্য গৃহপালিত দুদককে দিয়ে তা করিয়ে নিচ্ছে।
এখনেতো না বুঝার মতো জটিল কিছুই নাই, যে মুনিবের যত বিশ্বস্ত সে তত দেশপ্রেমিক, দেশের জন্য কোন অবদান থাকার দরকার নাই।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত ধৈঞ্চা ভাই।

অনেক ধন্যবাদ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

ইমরান ইউ এ ই বলেছেন: আমার দেশ, আমি সরকার, আমার টাকা, যা ইচ্ছা তাই করবো তাতে হারামজাদা বিশ্বব্যাংকের কি ?

বেটা তোর টাকা লাগবে না, সামিট গ্রুপের যেৌ............টাকা দিয়েই হয়ে যাবে পদ্যা সেতু। এবং এ সরকারের আমলেই। কিছুদিনের মধ্যেই খুটি গাড়বো।



১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

নেক্সাস বলেছেন: দেশ থেকে আবুল বড়

আমি বুঝিনা বৃহত্তর ফরিদপুরের মানুষ এটা কে কোনভাবে নিবে?

পদ্মা সেতু হলে সামগ্রিক উন্নয়নের ছোঁয়ায় জীবনযাত্রার মান বাড়তো বৃহত্তর ফরিদপুর খুলনার মানুষের।

যে ফরিদপুরে হাসিনার ভোট বেশী যেই ফরিদপুরের সাথে সে বেঈমানী করল। যে নিজের এলাকার সাথে এমন আচরণ করে সে গোটা দেশের সাথে কেমন আচরণ করছে তা ভাবলে বুঝা যায়।

১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনার কাছে নিজের অর্থ কামাই মূল!

ধন্যবাদ।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

ঘুমকাতুর বলেছেন: আবুল সব সময়ই আমার প্রিয় সাবজেক্ট
তারে নিয়া লিখে মজা পাই


১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ ভাই।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

ধীবর বলেছেন: আবুল তো শ্রেফ বলির পাঠা মাত্র। আবুল মুখ খুললে মেয়্যে-মেয়ে জামাই সহ হাসিনা ফেসে যাবে। তাই আবুলকে সার্টিফিকেট দিয়ে হলেও নিজেরকে বাচাতে চাইছি। লেখা বরাবরের মতই দুর্দান্ত। +++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখন হাসিনা ও তার ঘনিষ্ঠদের স্বার্থই আওয়ামী-বাকশালীদের কাছে স্বাধীনতার স্বপেক্ষর স্বার্থ। তাতে দেশ ও জনগণের ক্ষতি হয় হৌক :)

ধন্যবাদ ধীবর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.