নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ভারতে বিজেপি, শিবসেনা রেখে বাংলাদেশে কেন ধর্মীয় দল নিষিদ্ধ হবে নাঃ কোলকাতার আনন্দবাজারের আফসোস!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪







ফের হরতালের ডাক মৌলবাদীদের, ফের তা প্রতিরোধের আহ্বান শাহবাগের। সপ্তাহখানেক আগে জামাতে ইসলামির ডাকা হরতাল রুখে দিয়েছিল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। এ বার গোল বেঁধেছে প্রধান বিরোধী দল বিএনপি এই হরতালের পক্ষে দাঁড়িয়ে যাওয়ায়। ফলে বড় হয়ে উঠেছে এই প্রশ্ন, কী হবে রবিবার? নিষিদ্ধ হওয়ার গন্ধ পেয়ে মরিয়া হয়ে উঠেছে মৌলবাদীরা। আর তাদের এই মরণ-কামড় প্রতিরোধে ব্যর্থ হলে পিছু হটে যাবে শাহবাগের লড়াই, যা আজ পরিণত হয়েছে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠনের যুদ্ধে।

কাল দুপুরের পরে জামাতে ইসলামির বন্ধু ১২টি কট্টরপন্থী দলের অতর্কিত হামলায় গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়েছিল। রবিবার তারা হরতালের ডাকও দেয়। শাহবাগের আন্দোলনে রাজাকারদের ফাঁসি ও মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়া জামাতকে নিষিদ্ধ করার দাবি যখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, পাল্টা শক্তি প্রদর্শনের জন্যই তখন ভাঙচুর- হাঙ্গামার পথ নেয় মৌলবাদীরা। কিন্তু এই হামলার পরে ১৮ দিনের দোলাচল কাটিয়ে মৌলবাদীদেরই পক্ষে দাঁড়িয়ে গেল বিএনপি। কালই তারা ‘পুলিশি হামলার নিন্দা’ করে গ্রেফতার হওয়া হাঙ্গামাকারীদের মুক্তির দাবি জানিয়েছিল। আজ তারা সরাসরি তাদের হরতালকে সমর্থন করায় বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এ দিনও পুলিশের সঙ্গে মৌলবাদীদের সংঘর্ষে পাবনায় দু’জন মারা গিয়েছেন।



কী করবে সরকার? জরুরি অবস্থা জারির কথা কি ভাবা হচ্ছে?

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনন্দবাজার পত্রিকাকে বলেন, “কখনওই না। স্বাধীনতা-বিরোধীদের হাঙ্গামা ঠেকাতে আমাদের নিরাপত্তা বাহিনীর উপরে সরকারের পূর্ণ আস্থা রয়েছে। দরকারে বিজিবি-র মতো আধাসামরিক বাহিনীর সাহায্য নেওয়া হবে। কিন্তু জরুরি অবস্থা জারির কথা বিবেচনা করা হচ্ছে না।” ইনুর দাবি, শুক্রবার মৌলবাদীরা অতর্কিত হামলা চালানোতেই তা প্রতিরোধ করা কষ্টকর হয়েছিল। কিন্তু সর্বত্র নিরাপত্তা বাহিনী দারুণ কাজ করেছে। বামপন্থী এই নেতা বলেন, “আগের হরতাল মানুষই রাস্তায় নেমে ব্যর্থ করেছিলেন। এ বারও তাই হবে। প্রশাসন পাশে থাকবে।” তথ্যমন্ত্রীর কথায়, বাংলাদেশে এখন একাত্তরের মুক্তিযুদ্ধ বা বাহান্নর ভাষা আন্দোলনের মতো আবেগ তৈরি হয়েছে। বিরোধিতা করে আর সুবিধা হবে না। তিনি বলেন, “মানুষ বুঝে গিয়েছেন, এই লড়াইয়ে পরাজয়ের অর্থ তালিবানের হাতে দেশকে তুলে দেওয়া। ইসলাম আর তালিবান এক নয়।”

বিএনপি-র মহাসচিব ফখরুল মির্জা কিন্তু শাহবাগের আন্দোলনকে ‘সরকারি বিক্ষোভ’ বলেই অভিহিত করেছেন। তাঁর কথায়, শাহবাগের শাক দিয়ে অপশাসনের মাছ ঢাকতে চায় আওয়ামি লিগ। এ জন্যই কালকের হরতালকে তাঁরা সমর্থন করছেন। জামাতে ইসলামিও হরতালকে সমর্থন জানিয়েছে। তবে সব ইসলামি সংগঠন যে জামাতকে সমর্থন করে না, তা দেখাতেই ২৩ মার্চ ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ইসলামি জোট। জামাতে ইসলামিকে নিষিদ্ধ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রাথমিক অঙ্গীকার পূরণ করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে পীর-মাশায়েকদের এই সংগঠন।

কাল মৌলবাদীদের নিশানা ছিল বিভিন্ন শহর-গ্রামে শাহবাগের সমর্থনে গড়ে ওঠা গণচেতনা মঞ্চগুলি। বহু জায়গায় সেই মঞ্চ ভেঙে দেওয়ার পাশাপাশি ভাষা শহিদ মিনার ও তার মাথায় উত্তোলিত বাংলাদেশের জাতীয় পতাকাও ছিঁড়ে-ভেঙে দেয় মৌলবাদীরা। তার প্রতিবাদে আজ দেশের সর্বত্র জাতীয় পতাকা হাতে মিছিলের ডাক দিয়েছিলেন শাহবাগ আন্দোলনের সংগঠকরা। শাহবাগের অবস্থানকারীরা রায়ের বাজারে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি সৌধের পাশে বড় সমাবেশ করে মৌলবাদী দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান।





দৈনিক আনন্দবাজার:

১২ ফাল্গুন ১৪১৯ রবিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৩



http://www.anandabazar.com/24bdesh1.html



http://www.mediafire.com/view/?oicgsor6ci04062



****************



শাহবাগের সমাবেশে মূল দাবী দুটি ১) যুদ্ধাপরাধীদের ফাসী ও ২) জামাত ইসলামীকে নিষিদ্ধ করা। এর বাইরে ধর্মভিত্তিক দল নিষিদ্ধের দাবী বা বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করার কথা কিছু লোকের অতি উৎসাহী স্বপ্ন। এর সাথে বাংলাদেশের সাধারণ জনগণতো বটেই খোদ আলীগেরও সাহস নেই জামাতের বাইরে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার। আলীগও নির্বাচনে "আল্লাহ সর্বশক্তিমান" বলে ও লিখেই ভোট নেয়। তাই এই দেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে যে এই দেশে ধর্মীয় দল থাকবে কি না থাকবে। সেক্যুলারের নামে একদল মোনাফেক ও উগ্র নাস্তিক কি বলল না বলল তার সাথে এই দেশের ৯০% মুসলমানের কোন সম্পর্ক নেই। কিন্তু ভারত সরকার ও তার মিডিয়া যেনতেন ভাবে এই দেশে ধর্মীয় বিশেষ করে ইসলামিক দল গুলো নিষিদ্ধ করে এই দেশের মানুষের ইসলামী মূল্যবোধকে নষ্ট করতে চায়। তাই তারা বলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তাদের উদ্দেশ্য যে ধর্মনিরপেক্ষতার বাহানায় এই বাংলাদেশকে পুনরায় ১৯৪৭ সালের পূর্বাবস্থায় নিয়ে যাওয়া। অথচ ভারেতে বিজেপি, শিবসেনা, বজরং এরা ১৯৯২ সালে চারশ বছরের পুরোনো বাবড়ী মসজিদ ভাঙা, বোম্বেতে মুসলিম নিধণ-ধর্ষণ, ২০০২ সালে গুজরাটেও দাঙ্গায় মুসলিম হত্যা-ধর্ষণ এবং ২০০৮এ উড়িষ্যায় খ্রীষ্টান হত্যা-ধর্ষণ করলেও সেই দেশের পুলিশ প্রশাসন দূরে থাকুক হাইকোর্ট-সুপ্রীম কোর্টের ক্ষমতা নাই যে মূল হোতা সহ চামচাদের গ্রেফতার ও শাস্তি দেওয়া। গোটা ভারতে অহিন্দু সহ নিম্ন বর্ণের হিন্দুরা চরম অত্যচারিত ও অসহায়। সেখানে আনন্দবাজার গং কোন কিছুই করতে পারে না। অথচ বাংলাদেশের বিষয়ে নাক গলায়। এর জন্য শেখ হাসিনা, দিপু মণি, আশরাফ, নাহিদ এরাও দায়ী। এদের মত মোনাফেক আছে বলেই ভারত ও তার মিডিয়া বাংলাদেশকে ছোট চোখে দেখে। এই দেশের ৯০% জনগণের ধর্মকে তারা কটাক্ষ করতে পিছপা হয় না।

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

টয় বয় বলেছেন: _

আওয়ামীলীগের চুরি আর ব্যাংক লুটের টেকা আনন্দ বাজার হইয়া প্রথম আলো-সমকাল-যুগান্তর-কালের কন্ঠ পর্যন্ত পৌছাইছে.......।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আনন্দবাজারের ভারত যারা নিজেরাই উলঙ্গ তার উপর অন্য দেশ নিয়া এত ফালাফালি কেন? দেশের সাধারণ মুসল্লীদের ঢালাও ভাবে মৌলবাদী বলে....

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: পুরাপুরি দিনের আলোর মত পরিস্কার এখন শাহাবাগের আন্দলনের পিছনে কে বা কারা কলকাঠি নারছে , বাংলাদেশের (৯০%)+ এর বেশি মুসলিম জনগন এই ষড়যন্ত্রকারী দের কোন দিনও সফল হতে দেবে না ইনশাল্লাহ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমাদের মেমোরী গোল্ড ফিশের মত। ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলছে;

বাংলাদেশের ২৫% লোক জামাতী ও পাকিস্তানের এজেন্ট

Singh has sparked controversy by telling print editors during an interaction that at least 25 per cent of Bangladesh's population was anti-India by their affiliation to the Jamaat-e-Islami political party "and they were in the clutches, many times, of the ISI", and that the political landscape in Bangladesh can change at any time.

Click This Link

মনমোহন সিং ও ভারতের কংগ্রেস দল ঠান্ডা মাথার সাপ! তাই আপনের কথার ভিত্তিবে বলা যায় ভারত সহজে চাবে না যে তার তাবেদার দলের বাইরে কোন সার্বভৌম সচেতন দল বাংলাদেশের পরবর্তীতে সরকারে আসুক।

ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

তামীম বলছি বলেছেন: আপনার পরিশেষের মন্তব্যটা পছন্দ হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪

দুরন্ত-পথিক বলেছেন: আনন্দ বাজারের এত ইন্টারেস্ট কেন এই ব্যাপারে?ওদের দেশ ধরম নিরপেক্ষ হও্য়া সত্তেও সেখানে কট্টর ধরমীয় রাজনীতি বিদ্যমান।ওরা যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না আসে।আমরা আমাদের জন্য যথেষ্ট যদিও সরকার ওদের সাহায্য ছারা চলতে পারেনা।
পুন:শ্চ : এই সরকার তো আর সারাজীবনের জন্য থাকবেনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারতের বিজেপি, শিবসেনা হতে আমাদের ইসলামিক দল গুলো হাজার নয় কোটি গুণ ভাল। ভারতে অহিন্দুরা যেমন নির্যাতিত তেমনি কোটি কোটি নিম্ন বর্ণের হিন্দুরাও। এদের অস্পৃশ্য নাম দিয়ে দাবিয়ে রাখা হয়। ব্রাম্মণদের পুকুরে যদি নিম্ন বর্ণের কারো ছায়াও পরে পুরো পানি নষ্ট হয়ে যায় এমন অমানবিক সংস্কৃতি তারা ফলো করে।

ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

মিশনারী বলেছেন: নাস্তিকরা এদেশটাকে তাদের তাবেদার বানাতে চায় । কিন্তূ আল্লাহ তার প্রদীপকে নাস্তিকদের দ্বারা নিভাতে দিবে না ।

রাম-বামরা এই দেশটাকে তাদের করায়াত্ত্ব করতে চায়, এদেশের ইসলাম প্রিয় মানুষ আল্লাহর সাহায্য নিয়ে, দেশটাকে রক্ষা করবে । যতই রক্ত নিক না কেন । কত গুলি পারে, কত বুলেট আছে -তা আমরা দেখতে চাই ।

মুজাহিদের দল আসছে - বাতিল, নাস্তিক কাঁপছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সাধারণ অমুসলিম বা সাধারণ নাস্তিক কোন ব্যপার না। আমরা সবাই মানুষ। কিন্তু যারা উগ্রপন্থা ও সীমা লংঘন করে এরাই আসল কালপ্রিট। ভাল নাস্তিক কোনদিন বেহুদা ইসলাম নিয়ে কোন ঘৃণাসূচক লেখা বা মন্তব্য করে না। যেমন সাংবাদিক ফারুক ওয়াসিফ। উনি একাধারে মার্ক্সিষ্ট ও নাস্তিক।

ধন্যবাদ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পোষ্ট বাজি ভাই। শাহবাগ আন্দোলনের উদ্দেশ্য হল রাজাকারের ফাসি বাস্তবায়ন ও যুদ্ধাপরাধের সাথে অভিযুক্ত সংগঠনের রাজনৈতিক অধিকার বাতিল। ধর্মীয় রাজনীতি বাতিলের অভিযোগ আন্দোলনের মুখপাত্র ব্লগার ইমরান দেননি। দাদাদের পত্রিকার এমন অতি উৎসাহের তীব্র নিন্দা জানাই।

তবে আপনার কাছে আমি একটু হতাশ হয়েছি। দেশের মধ্যেই যে মাহমুদুরের আমার দেশ পত্রিকা যা ইচ্ছা তাই অপপ্রচার করে যাচ্ছে ভয়ংকর উদ্দেশ্য নিয়ে সেটারও একটা প্রতিবাদ পোষ্টে জায়গা পেলে ভালো লাগতো। আশা করি আগামীতে একটা পোষ্ট দেবেন এ নিয়ে। দেশের প্রশ্নে এক হতে হবে।

জয় বাংলা !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমার এই পোষ্টের উদ্দেশ্য ভারতের চক্রান্তমূলক প্রোপাগান্ডার বিরুদ্ধে। দৈনিক আমার দেশের বিষয়টা অনেকটাই ভিন্ন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

টয় বয় বলেছেন:
@ ঐ দা্যিত্ববাম:


আমারে ব্লক করছস ক্যান? বাকশালী আচরন বন্ধ কর, ব্লক তুইলা নে, কঠা বলার সুযোগ দে, বাকশালের কবর হইছে অনেক আগে, নব্য বাকশালীদের মুখে থুতু|



আর মঢমুদুর রহমান আর আমার দেশ ১০০ ভাগ সত্য লিখেছে, আওয়ামী চেতনা ব্যাবসা ফাঁস করছে|

মাহমুদুর রহমানকে জেলে ভর.....
আমার দেশ বন্ধ কর.......
বাকশাল কায়েম করো.........??


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দৈনিক আমার দেশ কিংবা মাহমুদুর রহমান কোন অন্যায় করলে দেশের আইন আদালত সেটা দেখবে। কিন্তু কোলকাতার বাবুদের উদ্দেশ্যমূলক পানি ঘোলা করাকে আমাদের আইন দিয়ে কিছু করা যাবে না। তাই আমি প্রতিবাদ করছি।

ধন্যবাদ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: টয়@ মাহমুদুরের ঘেটুপুত্র , তুই বুঝস না তোর সাথে আজাইরা প্যাচাল পাড়তে আমি ইন্টারেস্টেড না! এই জন্যই তোরে ব্লক করছি। কান্নাকাটি করিস না।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

টয় বয় বলেছেন:
@বাকশালী নাগরিক:


অন্যরে ঘেটু পুত্র না কইয়া, তুই আসলেই কার পুত্র সেইটা বাইর কর|


ভিন্ন মতকে সইতে না পারার পরিনতি জাতি আগে দেখেছে, তুই সেই বাকশালীদেরই একজন|

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

ধীবর বলেছেন: বা জি ভাই, শেরে বাংলা একটা উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন যে, কোনদিন যদি দেখো আনন্দবাজার পত্রিকা আমার সুনাম করছে, তাহলে বুঝেনিও আমি পুর্ববঙ্গের মানুষদের স্বার্থের বিপক্ষ্যে কাজ করছি। এখন বুঝেছেন তো, আনন্দবাজার কি জিনিস? অথচ এই আনন্দবাজারের দুই টাকার পুরস্কারের লোভে, আমাদের কিছু দালাল কুত্তা কিভাবে মুখিয়ে থাকে। এরাই যখন আবার প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা নিয়ে বড় বড় কথা বলে, তখন ইচ্ছা করে জুতা দিয়ে পিটিয়ে মুখ লম্বা করে দেই।

যেদিন শুনলাম কলিকাতার দাদারা শাহাবাগের আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে, তখনই বুঝেছি যে, খাবারে কুত্তা মুখ ঢুকিয়েছে।

আর আনন্দবাজার অনলাইনে পড়লে দেব দেবীর ছবি আর ধর্মীয় শ্লোকে ভর্তি। ওরা সুশিলতার আড়ালে বিজেপির প্রতিনিধি বৈত নয়। ওদের আর ওদের এ দেশীয় দালালদের গদাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই দেশী দালাল ও মোনাফেকরাই ভারতকে সুযোগ করে দিয়েছে। দেখেন না মসিউর বলে "ভারত হতে ফি চাওয়া অসভ্যতা"। যেন বাংলাদেশ মসিউরের বাপের জামিদারী।

ধন্যবাদ।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০

জাতি জানতে চায় বলেছেন: আমাদের বিষয়ে আনন্দবাজারের মাত্রারিক্ত অতি উৎসাহ আর গেলো না! কিছু শাহবাগীদের কথা শুনে মনে হয় তারা পুরো দেশটারে উদ্ধার করে ফেলতাছে, অথচ দেশরে তলাবিহীন ঝুড়ি বানানো যে রাস্তা তৈরি হচ্ছে এ ব্যাপারে তাদের তেমন কোন বক্তব্য এখন আর চোখে পড়ে না। আমাদের দেশ ঠিক কি কি ভাবে অপপ্রচার চালাইছে সেটার যদি তুলনা তারা তুলে ধরতো তাহলে বুঝার চেষ্টা করা যেত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

সীমানা ছাড়িয়ে বলেছেন: ধর্মভিত্তিক রাজনৈতিক দল পৃথিবীর প্রায় সব দেশেই আছে। তার মানে হল মানুষের কাছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এক্সেপটেন্স আছে। বাংলাদেশেও ইসলামিক দল (যদি কোন হিন্দু দল থাকে, তবে সেটাও) বন্ধ করার কোন কারন নেই যতক্ষন পর্যন্ত ঐ দল আইন লংঘন করছে কিংবা দেশের বিরুদ্ধে কাজ করছে। জামাত নিষিদ্ধ করার আন্দোলনের পিছনে সুনির্দিষ্ট কারন আছে। সেজন্য আমরা জামাতকে রাজনীতিতে দেখতে চাই না। তার মানে এই না যে অন্য কোন ইসলামিক দল (যার নেতারা রাজনৈতিকভাবে ক্লিন) নিষিদ্ধ করে দিতে হবে। আনন্দবাজারকে বুঝতে হবে যে "জামাত" আর "ইসলাম" এক না। ঠিকই একইভাবে পাকিস্তান ও আফগানিস্তানের প্রেক্ষাপটে "তালেবান" আর "ইসলাম" এক না। অবশ্য আনন্দবাজারের ডুয়াল স্ট্যান্ডার্ড নতুন না। চান্স পেলেই বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারে নাক গলাতে তারা কার্পন্য করে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আনন্দবাজার ও ভারতের উদ্দেশ্য হল বাংলাদেশকে ১৯৪৭ সালের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। তাই ঘোরা পানিতে মাছ শিকার করতে চায়!

ধন্যবাদ।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

তাসবীর আহমাদ বলেছেন: প্লাস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

মুহাম্মাদ আলী বলেছেন: ভারতের রাম-বামদের আমাদের দেশের অভন্থরিন বিষয় নিয়ে অতি উৎসাহ দেখলে আমার গা জ্বালা করে।তারা কেন আমাদের দেশে নিয়ে নাক গলাবে?

আর আফসোস দেশের সাধারন মুসল্লিদের তারা জঙ্গি আখ্যা দিল :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারতীয় এই মিডিয়া হইল চরম ভন্ড! তাই বাংলাদেশের ৯০% জনগণের ধর্ম ইসলামকে নিয়ে কুৎসা রটায়।

ধন্যবাদ।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ইকবাল পারভেজ বলেছেন: এমনেই দেশের মিডিয়ার হলুদ সাংবাদিকতা দেখে চোখে আন্ধার দেখতেছি। এর আনন্দবাজারের মত পত্রিকার নাক গলানো একটা বিশেষ ব্যাপারের দিকেই ইঙ্গিত দিচ্ছে।

কিছুই বলার নাই ভাই। পোস্টে প্লাস :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনা গংদের মোনাফেকীর জন্যই ভারতীয়রা এভাবে নাক গলানোর সুযোগ পায়।

ধন্যবাদ ইকবাল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.