নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
সংখ্যাগরিষ্ঠ ভারতীয়দের(৪২%) মাতৃভাষা হিন্দী হলেও কমন সরকারী ভাষা হল ইংরেজী। সেই হিসেবে দেখেছি ভারতীয়দের ইংরেজী বাংলাদেশের তুলনায় ভাল। এখন যখন শাহবাগের সমাবেশ নিয়ে ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়া লিখছে;
Protesters at Shahbagh in Bangladesh backed by India
Click This Link
যার বাংলা অর্থ দাড়ায় যে ভারত শাহবাগের সমাবেশকে সমর্থন দিচ্ছে!
এখানে কোন রাখ ঢাক নাই। তাই সহজ অর্থে যা বুঝি যে ভারত রাজনৈতিক তথা নিজ মতলবেই এখানে সমর্থন দিচ্ছে। কিন্তু দেখা যায় আমাদের দেশে কেউ কেউ এখানে কোন নেগেটিভ কিছু খুজে পায়নি বরং এটা পজেটিভই বলছে। তাই ভারতীয় দৈনিকের ও এদের বক্তব্য পরস্পর বিরোধী। রিপোর্টে আরও যদি দেখি;
NEW DELHI: The protesters at Shahbagh, a busy intersection in Bangladeshi capital Dhaka, have probably their strongest support from neighbour India.
আপন লাভ পাগলেও বুঝে। তাই ভারত সরকার এমনি এমনি এই আন্দোলনে মদদ দিবে সেটা একটা শিশু শ্রেণীর ছাত্র মেনে নিবে না। তারপরেও কথা হল ভারতীয় এই দৈনিকটি কি জেনে শুনে বিরাট ভুল করছে? তারা কি ছাগল?
প্রায়ই আমরা দেখি ভারতের অন্যায়ের বিরুদ্ধে কোন তথ্য-প্রমাণ সহকারে দিলেও এটাকে আওয়ামী-বাকশালী গং বলে ভারতীয় জুজুর ভয় দেখায় পাকিস্তানী দালালরা। তাই যদি হয় তবে কি টাইমস অব ইন্ডিয়া এখানে কি পাকিস্তানের দালালী করছে?
হাটে হাড়ি ভেঙে গেছে তারপরেও একদল লোক বলে যে না কিছুই হয়নি সব কিছুই ঠিকঠাক আছে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তাইলে বলতে চান টাইমস অব ইন্ডিয়ার খবর দৈনিক আমার দেশ নিজে বানায়া লেখছে?
মনে রাখবেন অন্ধ হইলেই প্রলয় বন্ধ হয় না। ভারত তার নিজের মতলব হাসিল করতে চায়। এটাই এখন মুখ ফস্কে বাইর হইছে। আর একটা কথা এই খানে মাহমুদুরের নাম বিকৃত করবেন না।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দায়িত্ববানকে না করার পরেও নাম বিকৃত করার জন্য কমেন্ট মুছা হল। ভারতীয় দৈনিক বলছে ব্যাকড এবং ষ্ট্রংগেষ্ট। ভারতই একমাত্র বিদেশী রাষ্ট্র যারা প্রকাশ্যে এই কথা বলছে। কাজেই যাদের বিবেক আছে তারা সঠিক উদ্দেশ্য ঠিকই বুঝছে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২২
দায়িত্ববান নাগরিক বলেছেন: মাহমুদুর রহমানকে আপনার এত সম্মান দেখানোর কারন কি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেটা আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য না। আমি ভদ্র ভাবে পোষ্ট দিছি ঠিক সেই ভাবেই মন্তব্যও আশা করি।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২
তুহিন সরকার বলেছেন: ন্যায দাবির আন্দোলনকে সবাই সমর্থন দিতে পারে এবং দেওয়া উচিত।
শাহবাগের আন্দোলন সময়ের দাবি এ নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াবে ছড়াচ্ছে ইতিমধ্যে তা পরিষ্কার। বিভ্রান্তি কান না দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে।
জয়বাংলা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত সরকারকে কেউ এই কথা শিখিয়ে দিছে বলে মনে করি না। ভারত চায় বাংলাদেশে সব সময় তার চামচা সরকার থাকুক। যেন সে করিডোর সুবিধা সহ সেভেন সিষ্টার্সে তার সামরিক বাহিনীকে বাংলাদেশের উপর দিয়ে যাতায়াত করাতে পারে।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩২
মনির১০ বলেছেন: (অন্ধ হইলেই প্রলয় বন্ধ হয়না) চমত্কার
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯
আশিক মাসুম বলেছেন: মনির১০ বলেছেন: (অন্ধ হইলেই প্রলয় বন্ধ হয়না) চমত্কার
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫
টয় বয় বলেছেন:
-
বাজি ভাই:
টাইমস মুখ ফসকাইয়া সত্য বলাতে অনেক শাহবাগী বিরানী খোরদের ডায়রিয়া শুরু হইয়া গেছে!!!
বিরিয়ানীর প্যাকেটের পয়সা কই থাইকা আসে...??
মিনারেল ওয়াটারের পয়সা কই থাইকা আসে...??
মোমবাতি আর মগংল প্রদীপের পয়সা কই থাইকা আসে...??
মাইক ভাড়ার পয়সা কই থাইকা আসে...??
র'এর পইসা কইতে অনেকেরই শরম লাগে মনে হয় !!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাটে হাড়ি ভাঙনে বগারা ফান্দে পড়ছে...
তাই ফান্দে পইড়া বগা কান্দে কান্দে
ধন্যবাদ ভাই।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮
টয় বয় বলেছেন:
-
মাহমুদুর রহমানের নাম বিকৃত কইরা পৈচাশিক সুখ পাওয়া ছাত্রলীগের গুন্ডাটারে জুতাপেটা করার জন্য ধন্যবাদ
বুয়েটের ক্যামিকেল ইন্জিনীয়ার, আইবিএ থেক এমবিএ, জাপান থেকে এমএস করা একজনের নাম বিকৃত যেই গুন্ডারা করে তাদের কিন্ত ঐ সব প্রতিষ্ঠানের ডাইনিং বয় হওয়ার যোগ্যতাও নাই|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে ভাই হাসিনার দালালি না করাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীরে যারা খারাপ কথা বলে তাদের কাছে মাহমুদুর রহমান কোন ব্যাপার হল?
মূখ্যমন্ত্রী হাসিনা গংদের ঢালাও সার্টিফিকেট আমার কাছে আবর্জনার মত।
ধন্যবাদ।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
প্রকৌশলী আতিক বলেছেন: হা হা হা
ভারত সাহায্য করবে আর বলবে না, এইটা কেমনে হয়?
এই নিউজেও যদি বাকশালী সহ সকলের বিশ্বাস না জন্মে, তাইলে আরো ঘটা করে নিউজ করা হবে, ছবি তথ্য প্রমান সহ
ধন্যবাদ বাজি ভাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে পশ্চিমবঙ্গের লোকেরা মনমোহনরে বলে প্রধানমন্ত্রী বিগত জোট আমলে খালেদারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলত। কিন্তু হাসিনারে প্রায়ই মূখ্যমন্ত্রী কইলেও কোন প্রতিবাদতো হয়ই না বরং মুচকি মুচকি হাসে
কিন্তু আপনি এর বিরুদ্ধে বললেই রাজাকার!
ধন্যদাব আতিক ভাই।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
চলতি নিয়ম বলেছেন: বাজি ভাই, আপনাদের অনেকের ব্লগেই এখন আর কমেন্ট করি না। পোস্টের বিষয় নিয়ে কোনো আলোচনায় যাবো না। শুধু কমেন্টের কয়েকটা কয়েকটা বিষয়ে বলে যাই,
এখানে দেখতে পাবেন, বিরিয়ানি আর মিনারেল ওয়াটারের পয়সা কোথা থেকে আসে।
Then he passed some years in Japan and received a higher diploma in Ceramic Engineering.
এটার ট্রান্সলেশন যদি হয় জাপান থেকে এমএস করা, তাহলে আপনার পোস্টের সাথে সহমত জানালাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দেখেন আপনি যা বলতাছেন তাতে পোষ্টের প্রসঙ্গই অন্য দিকে যাবে। আমি আমার পোষ্টের প্রসঙ্গতেই থাকতে চাই।
ফখরুদ্দিন সরকারকে বলা হত সেনা সমর্থিত সরকার। আর ভারত বলছে শক্তিশালী সমর্থন আছে। কাজেই দৈনিক আমারদেশ নিজে থেকে বানিয়ে এবং ভুল বলেনি। তবে যেহেতু বলছি যে হয় টাইমস অব ইন্ডিয়া ছাগল বা পাকী দালাল তাইলে আপনেরা ঠিক আছেন।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
নায়করাজ বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার চান নাকি চান না ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নিরপেক্ষ, সুষ্ঠ ও ন্যায্য বিচার চাই যেন আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হয়।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩
তোমোদাচি বলেছেন: Protesters at Shahbagh in Bangladesh backed by India
এর বাংলা অর্থ, ভারত শাহবাগের সমাবেশকে সমর্থন দিচ্ছে!
বুঝলে ব্যাপার টিকে খুব হালকা করে দেখা হয়।
শুধু সমর্থন বুঝালে কথাটা supported লিখত; backed লিখে মূলত বুঝাতে চেয়েছে ব্যাকগ্রাউন্ডে তারা থেকে আন্দোলনটা চালাচ্ছে।
ওরা কি বাংলাদেশকে ওদের কলোনী মনে করে নাকি??
এটা ধৃষ্টতা ছাড়া কিছু নয়!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই এর জন্যই বলছি যে আপন লাভ পাগলেও বুঝে। ভারত এমনি এমনি আমাদের সহজে সাহায্য করবে তা আমি অন্তত বিশ্বাস করি না।
অনেক ধন্যবাদ তোমোদাচি ভাই।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
হোরাস্ বলেছেন: The protesters at Shahbagh, a busy intersection in Bangladeshi capital Dhaka, have probably their strongest support from neighbour India.
এখান backed = moral support। এতদিনে বিদেশে থেকেও ইংরেজী কনটেক্সট বুঝতে পারেন না দেখে অবাক হলাম। নাকি ইচছা করেই না বোঝার এই চেষ্টা?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: বিদেশে যতদিন না থাকি তারচেয়ে বেশী দিন ধরেই ভারতকে চিনি। তাদের বিশেষ মতলব ছাড়া এই ভাবে ষ্ট্রংগেষ্ট সাপোর্ট এর কথা বলত না। ভারত চায় যে তার পছন্দের চামচা সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকুক।
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ইকবাল পারভেজ বলেছেন: ভাইরে, কিছু লোকের কমেন্ট দেখে আমি হাসতে হাসতে শেষ । এরা দেখি জোর করে 13 X 7 = 28 বানায়ে দিবে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
টয় বয় বলেছেন:
বাজি ভাই:
৫ টা পুলিশ আর ৫০ জন শিবির নিহত| কয়েকখাজার গুলিতে আহত, সংকটাপন্ন!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
সাদুল্লা বলেছেন: ঠিক এখন সবদিক থেকেই ভারত বাংলাদেশকে দমিয়ে রাখতে চাইছে। এবারে টি টুয়েন্টির কথাই ভাবেন না। এভাবে সরাসরি চাপ দিয়ে ভারত কি করতে চাইছে বুঝতে পারছি না। তবে আমরা দমে থাকলে ভারতেরই লাভ।তাই তারা বহুদিন আগে থেকেই এটা করে আসছে।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: মাচুদুর কি লিখছে? এটা অ্যাড করেন। এই ছাগলটার কথা ইগনর করবেন না। ভারতের মদদে শাহবাগ আন্দোলন? এই ছাগলটার উস্কানি প্রপাগান্ডা লেখেন সত্যিই যদি দেশের ভালো চান।
Click This Link