নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

হাসিনার লাই ও নৌকা মার্কা পেয়ে মেনন এখন আলীগকে সবক দেয়! :D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪







১৯৯১ সালে রাশেদ খান মেনন যখন তার ওয়ার্কাস পার্টির মার্কায় বরিশাল হতে এমপি হয় তখনই কানাঘুষা ছিল যে স্থানীয় সর্বহারা তাকে জিততে সহায়তা করে। কিন্তু ১৯৯২ সালে যখন তাকে গুলি করে আহত করা হয় তখনই এর প্রমাণ পেলাম। মজার কথা হল ১৯৯২ তখন ৭১এর যুদ্ধাপরাধীদের বিচার ও গণ আদালত বিষয়ে দেশের রাজনীতি গরম থাকায় ঘাদানিক ও আলীগ দাবী করে জামাতিরা তাকে গুলি করেছে। পরে যখন পুলিশি তদন্তে জানা গেল এটা সর্বহারাদের কাজ তখন ঘাদানিক ও আলীগ দুই জনেই মেননের উপর হামলার ঘটনায় মুখে কুলুপ আটে। এরপর মেননের সরাসরি ওয়ার্কাস পার্টির পক্ষে ১৯৯৬, ২০০১এ জাতীয় সংসদ নির্বাচনে পাশকরা সম্ভব হয়নি। আক্ষরিক অর্থেই তার রাজনৈতিক ক্যারিয়ার দূর্বল হয়ে যায়। কিন্তু বেশ বাকপটু হওয়ায় ১৪ দলীয় জোটের ব্যানারে হাসিনা ও আলীগের ঘনিষ্ঠ হয়। এই কারণেই তাকে শুধু নৌকা মার্কা নয় খোদ ঢাকা থেকেই জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ এ প্রতিদন্দিতা করতে দেয় হাসিনা। তাই ঢাকা থেকেই এমপি হওয়ার সৌভাগ্য হয় মেননের।



আজকে ICTর বিচার এবং জামাত নিষিদ্ধর দাবী আলীগ ও তার অনুসারী ১৪ দলীয় জোটের এজেন্ডা। এটা ভিন্ন বিষয়, তা নিয়ে এই পোষ্টের উদ্দেশ্য নয়। মেনন এই দাবী করতেই পারেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে সামু সহ বিভিন্ন ব্লগে দিনের পর দিন নাস্তিকতার নাম নিয়ে ঢালাও ইসলাম ও রাসুল(সাঃ)কে নোংরা ও কুৎসিত ভাষায় গালি, বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়ে যাচ্ছিল বেশ কয়েকজন ব্লগার। আজকে যখন পুলিশ হেফাজতে ইসলাম সংগঠনের চাপে তাদের গ্রেফতার করছে এবং ব্লাশফেমী আইন করার জন্য তাগাদা দিচ্ছে এখানেই মেননের গত্রদাহ;



অনুষ্ঠানে সরকারের উদ্দেশে রাশেদ খান মেনন বলেন, আপনারা একদিকে যুদ্ধাপরাধীদের বিচার করছেন, অন্যদিকে ধর্মদ্রোহিতার জন্য ব্লাসফেমি আইন নিয়ে হেফাজতে ইসলামের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, মঙ্গলবার আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে যেসব কথা বলেছেন, এতে আমি আতঙ্কিত। তার কথায় মনে হয়েছে, আমরা বাংলাদেশকে ‘ইসলামাইজেশনে’র দিকে ঠেলে দিচ্ছি। এতে দেশ কোথায় গিয়ে পৌঁছবে। এর ফলে আমাদের আমও যাবে, ছালাও যাচ্ছে বলে আমার ধারণা।



Click This Link



রাশেদ খান মেননের কথায় মনে হয় শাহবাগ ও গণজাগরণ মঞ্চ আন্দোলনের জন্য ইসলাম বিদ্বেষীদের ছাড়া চলবে না। তাইলে কি সত্যিই যুদ্ধাপরাধের বিচার ও জামাত নিষিদ্ধের জন্য তরুণ বা জন সমর্থনের অভাব পড়ল? আমরাতো দেখেছি যে এক কোটি লোকের স্বাক্ষর নেওয়া হয়েছে বিচার ও জামাত নিষিদ্ধের জন্য। এখানে সবাই কি ইসলাম বিদ্বেষী? মোটেও না। তাইলে মুষ্টিমেয় ইসলাম বিদ্বেষীদের জন্য রাশেদ খান মেননের এত দরদ কেন? আমরা কি ১৯৭১এ যুদ্ধ করেছিলাম যে স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ও রাসুল(সাঃ)কে নোংরা গালী ও ঘৃণা করা হবে? রাশেদ খান মেনন ও তথাকথিত সেক্যুলারের নামে উগ্রপন্থীদের মনে রাখা উচিত আমরা ৭১এ পাকিস্তান হতে স্বাধীন হলেও ইসলাম ধর্ম ত্যাগ করিনি। পাকিস্তানের ব্যার্থতা মানে ইসলামের ব্যার্থতা নয়। পিপিপি ও জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক এজেন্ডায় কোথাও ইসলামী মূল্যবোধের কথা নাই। অন্তত ১৯৭০ সালে ছিলও না। বরং এই দলটির আদর্শ হল;



The Pakistan People's Party (Urdu: پاکستان پیپلز پارٹی‎; commonly referred to as PPP) is a centre-left, progressive, and democratic socialist political party in Pakistan. Affiliated with the Socialist International,



Click This Link



ভুট্টো একটা কুচক্রী, প্রতারক রাজনীতিবিদ ছিল। সে পাকিস্তান সামরিকবাহিনী সহ অন্য ইসলামপন্থীদের বিভ্রান্ত করেছে। আজও পিপিপি বিশেষ করে বেনজীর ভুট্টো বেচে থাকতে ১৯৭১ নিয়ে কখনই দুঃখ প্রকাশ করেনি। তাই বাংলাদেশে উগ্র-সেক্যুলারিষ্টরা সব সময় চক্রান্ত করে সাধারণ মানুষকে ইসলাম ও এর মূল্যবোধের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে। আজকে শেখ হাসিনা মেনন, আশরাফ, নাহিদ, শফিক ইত্যাদি বামপন্থীদের অতিরিক্ত আস্কারা না দিলে দেশে এই পরিস্থিতির উদ্ভব হত না। আজকে মেননের বিবৃতি দেখলে বানরকে আহলাদ দিয়ে মাথায় তোলার কথাই মনে হয়। তবে এই সকল ইসলাম বিদ্বেষীদের মনে রাখা উচিত বাংলাদেশের ৯০% জনগণ মুসলমান। সামাজিক ব্লগ গুলিতে এই রকম ইসলাম বিদ্বেষ চলবে না। যারাই তাদের সমর্থন করবে সেও ইসলাম বিদ্বেষীদের কাতারে শামিল হবে!



বিঃদ্র- ব্লগার রাসেল পারভেজ আমার একজন প্রিয় ব্লগার। যেমন দিন মজুর, ফারুক ওয়াসিফও। তার যত লেখা দেখেছি তাতে সে নাস্তিক হলেও ইসলাম বিদ্বেষী বলে মনে হয়নি। সে দিনমজুর, ফারুকের মত ট্যালেন্ট না হলেও যথেষ্ঠ মেধাবী। এখন যদি সে সত্যিই অপবাক হয় তাহলে খুবই দুঃখ পাব। কে আস্তিক কে নাস্তিক সেটা যার যার ব্যাক্তি স্বাধীনতা। কারো হতেই উস্কানি, ঘৃণা ও হিংস্র আচরণ কাম্য নয়। আমাদের সাধারণ পরিচয় আমরা মানুষ। কোন ধর্ম বা মত কোন ব্যাক্তির উপরে জোর করে চাপিয়ে দেওয়া অন্যায়।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

নষ্ট ছেলে বলেছেন: বামদের হাতেই আওয়ামী লীগের পতন হবে। ইনুদের ৭২-৭৫ এর নির্যাতন এত সহজে ভুলে যাওয়ার কথা না। আওয়ামী লীগকে ধ্বংস করেই তারা চূড়ান্ত প্রতিশোধ নিবে। আওয়ামী লীগের সব স্পর্শকাতর জায়গা বামরা দখল করে নিচ্ছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কথায় বলে খালি কলসি বাজে বেশী। সিপিবি, জাসদ, ওয়ার্কাস পার্টি এদের কোন জনপ্রিয়তা নাই। খালি বাকপটু বলেই হাসিনা এদের চান্স দিছে। বর্তমান আমলে রাষ্ট্রীয় ভাবে ইসলামকে যত অবমাননা করা হইছে তাতে মেনন গংদের হাত আছে।

ধন্যবাদ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

সরকার৮৪ বলেছেন: বি:দ্র: এর কথাগুলার সাথে একমত

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

বাংলার হাসান বলেছেন: সহমত।


ব্লগে যে সকল ফেমাস ব্লগাররা আছে তারা এই লেখায় ঘুরে যাচ্ছে, কিন্তু কমেন্ট করার মত বুকের পাটা দেখাতে পারছেনা। ধিক ধিক ধিক Click This Link

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯

আশফাক সুমন বলেছেন: " আজকে শেখ হাসিনা মেনন, আশরাফ, নাহিদ, শফিক ইত্যাদি বামপন্থীদের অতিরিক্ত আস্কারা না দিলে দেশে এই পরিস্থিতির উদ্ভব হত না। আজকে মেননের বিবৃতি দেখলে বানরকে আহলাদ দিয়ে মাথায় তোলার কথাই মনে হয়। তবে এই সকল ইসলাম বিদ্বেষীদের মনে রাখা উচিত বাংলাদেশের ৯০% জনগণ মুসলমান। সামাজিক ব্লগ গুলিতে এই রকম ইসলাম বিদ্বেষ চলবে না। যারাই তাদের সমর্থন করবে সেও ইসলাম বিদ্বেষীদের কাতারে শামিল হবে! "

স হ মত।

পোষ্টে ++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২০

দুরন্ত-পথিক বলেছেন: post a plus.

০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২

সুইট টর্চার বলেছেন: সুন্দর লেখা, ভাল লাগল পড়ে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৯

ফায়ারম্যান বলেছেন: খুবই ভালো পোষ্ট ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৬

তোমোদাচি বলেছেন: ভাই, আওয়ামীল ক্ষমতায় এলে বাম রা তার ঘাড়ে উঠে আর বি এন পি এলে জামাত!


আমরা আমজনতা কৈ যায়!!! :-< :-<

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দেশের যেকোন আসনে জামাতের এক বা একাধিক প্রার্থী সব সময়ই এমপি হয়। আর বামদের নিজ মার্কায় পাশ করার মুরাদ নাই। কিন্তু এই বামেরা গণবিচ্ছিন্ন হলেও তাদের কথার তেজ ও কর্ম তৎপড়তায় মনে হয় বর্তমানে আলীগ নয় তারাই ক্ষমতায় আছে। আর আলীগ কি নিজে ক্ষমতায় আসলেও কি ভাল? ১৯৭২-৭৫, ১৯৯৬-২০০১ এবং বর্তমান কি তাই বলে? সেই তুলনায় বিএনপি হাজার গুণ ও এরশাদ শতগুণ ভাল। অন্তত ১৯৯৬ ও ২০১০ এর মত শেয়ারাবাজারে হরিলুট হয়নি।

ধন্যবাদ তোমোদাচি ভাই।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হ জামাইত্যার যেমন এখন বিন্পিরে সবক দেওনা লাগে না মানে মনে মনে কানেকশন(আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকা টাইপ) আরকি! সেইটা শিখলেই আর কিচ্ছু লাগতো না। :D :D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জামাতের কাউরে কি বিএনপি ধানের শীষ মার্কা দিছে এমপি হওয়ার জন্য? :D

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

ইকবাল পারভেজ বলেছেন: একমত ভাই। পোস্টে প্লাস।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ইকবাল ভাই।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫

ইকবাল পারভেজ বলেছেন: আর অফ টপিক, বা জি ভাই এই পোস্টটা একটু পইড়া দেখেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তার ঐ পোষ্ট দেখে কষ্ট পাইলাম :( যদি সে জামিনে ছাড়া পায় এই নিয়া তার কাছে ব্যাখ্যা চাব। আসলে তাকে আমি ২০০৯ হতে চিনি। ঠিক তখন থেকে পরে তাকে এই রকম ইসলাম নিয়ে কটাক্ষ করতে দেখিনি। যা বলছি যে দিনমজুর, ফারুক ওয়াসিফের মতই তাকে সম্মান করতাম। তাকে হয়ত এখন ঐ রকম সম্মান করব না তবে গালি বা কঠোর ভাষায় কথাও বলব না।

অনেক ধন্যবাদ পারভেজ ভাই এই লিংকের জন্য।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

আহলান বলেছেন: ঠিকউ বলেছেন .... মেননদের বহুত ক্ষমতা দেখা যায় ....

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যই বলে মুরোদ নেই দুই আনা সেই হয় শেয়ানা :)

ধন্যবাদ।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

ইকবাল পারভেজ বলেছেন: অফ টপিক

ভাই ব্লগার রাসেল পারভেজ কখনও অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লেখা লিখছে কিনা সেটা নিয়ে আপনার ধারণা এখন আশা করি পরিষ্কার হইছে।

বা জি ভাই নাস্তিকতা নিয়ে আমার কোন চুলকানি নাই, অন্যের বিশ্বাসকে সব সময় শ্রদ্ধা করি (আমার নিজের বেশকিছু নাস্তিক বন্ধু-বান্ধব আছে)। কিন্তু নিজের চুলকানির জন্য যারা অন্যের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করে, যত ট্যালেন্টই হোক তার জন্য আমার কোন সহানুভূতি অবশিষ্ট নাই।

সরি বা জি ভাই। শুধু ওদেরকে ধরে চোরের মত ছবি তোলাটাই দেখতে খারাপ লাগছে। যাই হোক এইটা ওদের প্রাপ্য ছিল না।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলেই আমার জন্য এটা দুঃখজনক যে রাসেল ভাইও এই ধরণের লেখা দিছে! :(

ধন্যবাদ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মার্কা দেয় নাই তয় দিল দিছে এবং নিছে! ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯৮৬তে জাতীয় বেঈমান হয় কেন যেন এরশাদ ও জামাতরে দিল দিছিল? ;)

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আহহারে! ;) হি হি হি ...অরা সবাই হিপোক্রেট! মাইঝখানেছ্যাঁক খাইতাসি আমরা! /:)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আলীগ নাম্বার ওয়ান ভন্ড! বিএনপির ষ্ট্যান্ড ক্লিয়ার যার যথেষ্ঠ সংখ্যক ভোট আছে তাকে নিয়েই সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: পোস্টে পিলাচ ,, সুন্দর লিখেছে বাজি ভাই

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন:

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
লেখক বলেছেন: আলীগ নাম্বার ওয়ান ভন্ড! বিএনপির ষ্ট্যান্ড ক্লিয়ার যার যথেষ্ঠ সংখ্যক ভোট আছে তাকে নিয়েই সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে।



বিম্পির লগে তাইলে জামাইত্তাও যাইবো নাকি? তাইলে আপনারে চিন্ছি ভালা কৈরাই!
ফি আমানিল্লা।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আম্লীগের সাথে জামাত গেলে ১৯৯৬-২০০১ এ বিচার হয়নি, তাইলে বিএনপির সাথে জোট গঠন করলে দোষ হবে কেন? এই মতলবি আচরণ আর কতদিন?

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬

বলশেভিক বলেছেন: এইসব তথাকথিত শহুরে বাবু কমিদের কথা আর কি বলব।৩০ বছর রাজনীতি
করে ৩০ ভোট না পেয়ে এরা সাইকো হয়ে গেছে।আর সারাজীবন পার্টি করেও
সমাজতন্ত্র ও বুঝে নাই রাজনীতিও বুঝে নাই।শেষ বয়সে এসে বাকশাল আর
দাদাদের পাচেটে ২/১ পয়সা করছে।এদেরকে ছাড়ান দেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই বাংলায় একটা কথা আছে "মুরোদ নেই দুই আনা সেই হয় শেয়ানা" :)

অনেক ধন্যবাদ বলশেভিক ভাই।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

ফাহিম আহমদ বলেছেন: ভাল লাগলো,,,,,,,,,,,+

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৫

কালো স্বপ্ন বলেছেন: বিএনপির ঘাড়ে জামাত আর আওয়ামীলাগের ঘাড়ে বাম.......এরা পরগাছা ছাড়া কিছুই না।জামাতের জন্য বিএনপি যেমন স্বাতন্ত্র্য হারাতে বসেছে তেমনি বামদের কবলে পড়ে আওয়ামীলীগও স্বাতন্ত্র্য হারাতে বসেছে।দুটি দলই মানুষের আশা আকাঙ্খার চেয়ে ওই সব পরগাছাদের অল্পসংখক ভোটের দিকেই নজর দিয়েছে বেশি।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভোটে না গেলেও আম্লীগ জামাতরে লয়া একযোগে আন্দোলন করছে :)

২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

ধীবর বলেছেন: মেনন ভাই ভালু লুক। তার পরিবারের সবাই এক এক জন এক এক পার্টি করে। তাই সরকারে যেই আসুক, মেনন ভাইয়ের কোন সমস্যা নাই। :) আর নিষিদ্ধ ঘোষিত সর্বহারাদের তলে তলে সাপোর্ট দেয়া, ইনু মেনন কেন এখনো মাইনকা চিপায় পড়লো না, সেটাতেই অবাক হই।

ভিকারুন্নেসা স্কুলের ভর্তি বানিজ্য করে যা কামিয়েছে, মেনন ভাইয়ের বাকি জীবন আর গার্মেন্টসের চাঁদা উঠিয়ে খাবার দরকার হবে না। খালি ইনু ভাইয়ের জন্য দুঃখ। বাংলাদেশ আর কলিকাতার "উবর্শি" "মেনকা"দের হ্যান্ডেল করেই তার বাকি মন্ত্রিত্বটা কাটিইয়ে দিতে হবে। নগদ নারায়ণের আর মুখ দেখতে হবে না। বড়ই কস্ট :(

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জনগণের যথেষ্ঠ সমর্থন না থাকা সত্ত্বেও এরাই বাহাদুর :)

অনেক ধন্যবাদ ধীবর ভাই।

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

বিস্কুট বলেছেন: এরকম লেখা যে লেখে সে আপনার প্রিয় ব্লগার!

Click This Link

আই এম শকড!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হ্যা ভাই সত্যিই কষ্ট পেলাম রাসেল ভাইয়ের এই ধরণের লেখা দেখে। যদিও আমি নেটে লেখালেখি করি সেই ২০০৩ হতে কিন্তু ব্লগিং শুরু করি ২০০৮এর শেষে অক্টোবর-নভেম্বর হতে। তাই ২০০৭এর ঐ লেখাটি দেখা হয়নি। এই ধরণের লেখার নিন্দা করি। আশা করি বুঝবেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.