নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান আবার ভারতের সঙ্গে মিশে যাবে বলে মন্তব্য করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি মারকান্ডে কাতজু। হায়দ্রাবাদে ‘রিপোর্টিং টেরর: হাউ সেন্সেটিভ ইজ মিডিয়া’ শীর্ষক এক সিম্পোজিয়ামের প্রশ্নোত্তরে এ কথা বলেন কাতজু।
পাকিস্তানকে “ভুয়া দেশ” হিসেবে উল্লেখ করে বিচারপতি মারকান্ডে কাতজু দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশ একদিন ভারতের সঙ্গে এক হয়ে মিশে যাবে। এ জন্য ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে। তিনি আরো দাবি করেন, যারা ভারতকে ভাগ করেছিল তারা সহজে এ দু’দেশকে ভারতের সঙ্গে এক হতে দেবে না।
ভারতকে যারা ভাগ করেছিল তারা এখন এ সব দেশের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। বিচারপতি মারকান্ডে কাতজু বলেন, ভারত যেন শক্তিশালী শিল্পোন্নত দেশে পরিণত হতে না পারে যে জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে ব্রিটিশরা।
তিনি বলেন, বর্তমান সময়ের তিক্ত বাস্তবতা হলো- ভারতের শতকরা ৮০ ভাগ হিন্দু এবং ৮০ ভাগ মুসলমান সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। হিন্দু-মুসলমানদের মধ্যে নানা পার্থক্য থাকা সত্ত্বেও ১৮৫৭ সাল পর্যন্ত কেউ সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিল না।
Click This Link
*************************
যারা বাংলাদেশে সেক্যুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা নিয়ে অস্থির তাদেরকে প্রায়ই দেখি এটা বলতে "১৯৪৭ সালে ভারত বিভাগ ভুল ছিল তথা অখন্ড ভারতই ঠিক"! এরাই আবার ১৯৭১ নিয়ে লম্ফজম্ফ বেশী করে। আমার কাছে ১৯৪৭ এবং ১৯৭১ = বাংলাদেশ। তাই আমাদের ৯০% জনগণ যতদিন নিজেদের মুসলমান দাবী করবে ততদিন ভারতকে আলাদা মনে করবে। সংবিধানে "সর্ব শক্তিমান আল্লাহর উপর বিশ্বাস" কথাটি ফিরিয়ে আনা পূর্বক তথাকথিত ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেওয়া জরুরী। সংবিধানে একসাথে ধর্মনিরপেক্ষতা ও ইসলাম রাষ্ট্রধর্ম কথা থাকা অযৌক্তিক। কিন্তু ভারতের তাবেদার আলীগ ভন্ডামি করে এই কাজ করছে। আলীগ যখনই ক্ষমতায় আসে ভারতের শাসক ও এলিটরা বাংলাদেশকে আলাদা রাষ্ট্র মনে করে না। আলীগ যতদিন না তার ধর্মনিরপেক্ষতা নীতি ও ভারতের তাবেদারী মনোভাব না বদলাবে ততদিন বাংলাদেশের পুনরায় ভারতে বিলীন হওয়ার সুযোগ থাকবে। ভারতের এই সকল এলিটদের কথাগুলো সেটাই নির্দেশ করে!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: লজ্জা লাগে না বাংলাদেশ ভাঙার কথা বলেন? ভারত ও পাকিস্তানরে যত কটাক্ষ করার করেন নিজ দেশকে এভাবে বলেন কেন?
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
নায়করাজ বলেছেন: কে বোতল খেয়ে কী কী বলল সেটাকে এত গুরুত্ব দেয়ার কিছু নাই। ভাঙ্গাটা সোজা, জোড়া দেয়াটা এত সহজ না।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে এরা জাতে মাতাল তালে ঠিক। ভারতের শত কোটি লোকের মধ্যে কেউ চাইলেই কি বিচারপতি হতে পারে? আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আর ভারত হিন্দু প্রধান দেশ। এটাই উভয়ের স্বাতন্ত্র পরিচয়।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
Limon BD বলেছেন: কিছু ছাগুর কথা শুনলে গা জলে,যারা বাংলদেশ ভাঙ্গার কথা বলে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এরাই আবার ৭১ ও মুক্তিযুদ্ধের চেতনা বলে গলা ফাটায়!
ধন্যবাদ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০
নষ্ট ছেলে বলেছেন: এই খোয়াব দেখার আগে কয় কেজি গাঞ্জা টানছে জানতে মুঞ্চায়!
১৯৬৫ সালের কথা কি ভুইলা গেছে নাকি? নাকি এখন আবার নতুন কইরা বুঝাইয়া দিতে হইব বাঙ্গালি কি চিজ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই নিজেরা যদি দৃঢ় ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ ভারত কিছুই করতে পারবে না। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আম্লীগ কি ধর্মনিরপেক্ষতা ও হিন্দুস্থানের তাবেদারী হতে সরে আসতে পারবে কিনা!
ধন্যবাদ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
কমল ২০১০ বলেছেন: চীন চাইলে ভারত খুব সহজেই ভেঙ্গে যাবে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
ধন্যবাদ।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
ধূসর পানিপোকা বলেছেন: ধর্মের ভিত্তিতে রাষ্ট্র জোড়া লাগে না।তাই এক্ষেত্রে জোড়া লাগার কথা বললেও ধর্ম নিয়ামক নয়।রাজনৈতিক আঙ্গিক হতে পারে ।মধ্যপ্রাচ্যের দেশগুলো এক হয়ে যাওয়ার কথা তাহলে।বরং এদের মধ্যেই বিবাদ বেশি।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ১৯১৬ সালে আরব নেতারা বৃটিশের সাথে হাত মিলিয়ে ওসমানিয়া খেলাফতের সাথে গাদ্দারী করছিল। বৃটিশ এমন কুবুদ্ধি দিছে তাই আলাদা...
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: না না, ভারত বাংলাদেশে মিশে জাইতে চাইতে পারে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: !
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
এস এইচ খান বলেছেন: সদা স্বাধীনতার চুংগা ফুকনী ধান্দাবাজ লিংগহুদের আস্পর্ধা দেখেছেন বাজি ভাই!! আসলে ওরা ভারত মাতার ইয়ের তলে সব সঁপে দিয়েছে! এমনকি ওদের ইজ্জতটুকুও! তাইতো ওরা এভাবে বাংলাদেশ ভাঙার কথা বলতে পারে অবলীলায়!!
পোস্টে +
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যই ধর্মনিরপেক্ষতার জন্য উন্মাদ হয়া গেছে। ধর্মনিরপেক্ষতার অর্থই হইল ১৯৪৭ সালের বিভাগ ভুল। ৭১এ স্বাধীন হওয়া মানে ইসলামের ভুল না। বরং মুজিব ১০ই জানুয়ারী ১৯৭২এ দেশে ফিরে এসে বলছিল আমি মুসলমান এবং এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আলীগে যারা মোনাফেক ও ভারতপন্থী তারাই নিজেদের বেশী করে ধর্মনিরপেক্ষ বলে।
অনেক ধন্যবাদ খান ভাই।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
সক্রিয় বলেছেন: আগামী ১৫-২০ বছরের
মধ্যে ভারত পাকিস্তান ভেঙ্গে
45 টা দেশ হইবো
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১
ব্লগার রানা বলেছেন: ৪৭ এ ভারত ভাগ সত্যিই ভুল ছিল,,,, যেমন সঠিক ছিল বাংলাদেশের জন্ম।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৭১ হল ৪৭ এর ধারাবাহিকতার ফসল। আমাদের এই ৫৬ বর্গমাইল ৪৭ অর্জিত হয়। এর উপরই ভিত্তি করে আমরা ৭১ স্বাধীন হই। নতুবা ভারতের পেট কেটে কোনদিনও এই বাংলাদেশ হত না।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫২
রিফাত হোসেন বলেছেন: হাহাহাএই কথা বল্লে তো আম্রা ব্রিটিশকোম্পানি কোম্পানি র কাছে পরাধীন হবার আগে বাংলা বিহার উড়িষ্যা ফেরত যেতে পারি!
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেই সাথে ত্রিপুরা, আসাম সহ সেভেন সিষ্টার্সও চাই
ধন্যবাদ রিফাত ভাই।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বাংলাদেশ চাইলেই ওদের সাত টুকরো করতে পারে ,,, শালা ছাগলের বাচ্চা
পোস্টে + বাজি ভাই
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জিয়া ও এরশাদ যদি শান্তিবাহিনীর মদদের কাউন্টারে উলফাকে সাহায্য না করত তাইলে এতদিনে হয়ত সন্তু লারমা গং পাবর্ত্য চট্টগ্রামকে বাংলাদেশ হতে বিচ্ছিন্ন করে ফেলত। ভারত শেখ হাসিনার প্রথম আমলে তড়িঘড়ি করে ৩টি অসম শর্তে শান্তিচুক্তি করায়। অথচ রাজপক্ষে কঠোর ভাবে বিচ্ছিন্নতাবাদী তামিলদের দমন করছে।
ধন্যবাদ ভাই।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
নীল বেদনা বলেছেন:
ভাঙ্গনের দ্বারপ্রান্তে ভাঢ়ত। এই অবস্থায় বউকে খালা কিংবা নিজের সন্তানকে ভাই ডাকবে এই তো স্বাভাবিক।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হা হা
ধন্যবাদ।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
পত্রনবিস বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: আগামী ১৫-২০ বছরের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ ভেঙ্গে ৩৬ টা দেশ হইবো ভুল কি কইসে ভাই চারিদিকে ধর্ম বিদ্বেষী কাফির আর ধর্ম ব্যাবসাহী মুনাফেক দের যেই আস্ফালন দেখতেসি সব কিছুই হইল কিন্তু কেউই কথা রাখলনা :-< :-< :-< :-< :-< :-< :-< :-< মাঝখান দিয়া আম জনতা ফুতবলের মত একবার ওই পাসে গেলো আরেক বার ওই পাসে গেলো
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেটাই ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষীদের রুখতে হবে। ভারত জানে ইসলামকে রুখতে ধর্মনিরপেক্ষতার বিকল্প নাই।
ধন্যবাদ।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯
Limon BD বলেছেন: আসল কথাটাই তো বলতে ভুলে গেছি.ওই লোকের খাউজানি ক্রিম দরকার.অর নিজের দেশ যে ভাইংয়া 18 টুকরা হইব সেটা ত আর নিজের মুখে বলতে পারে না তাই অন্যকে দিয়ে উদাহরণ দিল আরকি
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তারপরেও আমাদের ক্ষমতাসীনদের একটা অংশ সহ চুশীলরা এখনও বলে বেড়ায় ১৯৪৭এর ভারত বিভাগ ভুল ছিল। এদেরকে গণ-প্রতিরোধ করতে হবে।
ধন্যবাদ।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ইকবাল পারভেজ বলেছেন: বাংলাদেশ যেমন জীবনেও পাকিস্তান হবে না, হতে দেওয়া যাবে না; তেমনি কোন দল যত চেষ্টাই করুক জীবনেও ভারত আর বাংলাদেশ এক হবে না, হতে দেওয়া হবে না। আর যেসব সুশীল বাংলাদেশ ভাঙার কথা কয় সেইগুলার সম্পর্কে আর কি বলব, ঐ ধরণের কমেন্ট দেখতেও আসলে রুচি হয় না।
পোস্টে প্লাস।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভারত কোন মহৎ উদ্দেশ্যে ৭১এ আমাদের সাহায্য করেনি। সে চেয়েছিল বাংলাদেশকে সিকিমের মত গ্রাস করে নিতে। কিন্তু আমরা ৭১এ পাকিস্তান হতে স্বাধীন হয়েছি পুনরায় ভারতে ফিরার জন্য না। এই বাংলাদেশ ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত স্বাধীন সার্বভৌম থাকবে।
অনেক ধন্যবাদ পারভেজ ভাই।
১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
বলশেভিক বলেছেন: ভাদা ভাকুর ভারজেরা উটপাখির ডিম দেখেছে কিন্ত এখনো ছোলা নারকেল থেরাপি দেখে নাই।বাংলাদেশের মানুষ কখনোই মুত্রপানকারি ভাড়তমাতার আচলের তলে ঠাই নেবে না।ভাদাকুরজরা যতই চেষ্টা করুক।বাংলাদেশের পবিত্র
মাটিতে লেন্দুপগুলার ফাসি যাতে দেখে যেতে পারি স্রষ্টার কাছে এটাই প্রার্থনা।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অনেক ধন্যবাদ বলশেভিক ভাই।
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
সাইবার অভিযত্রী বলেছেন: কেমন আছো বাংলাদেশ ?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
লিঙ্কনহুসাইন বলেছেন: আগামী ১৫-২০ বছরের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ ভেঙ্গে ৩৬ টা দেশ হইবো