নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

চীন এখন ভূমি থেকে ১০ হাজার কিমি উচ্চতার কক্ষপথের উপগ্রহ ধ্বংসে সক্ষম!

১৬ ই মে, ২০১৩ ভোর ৪:০১









গত সোমবার ভূমি থেকে মহাশূন্যে ১০ হাজার কিমি(৬২৫০ মাইল) দূরে একটি দীর্ঘ ক্ষেপনাস্ত্র ছূড়ে একটি উপগ্রহকে ধ্বংস করে। এটা ১৯৭৬ সালের পর সর্বোচ্চ উপকক্ষপথের কোন স্যাটেলাইট ধ্বংসের মহড়া বলে জানালেন হার্ভাড-স্মিথসন সেন্টারের জ্যোতিঃপদার্থবিদ জনাথন ম্যাকডয়েল।



চীন অবশ্য বলেছে পৃথিবীর চৌম্বকমন্ডল পরীক্ষার জন্য তার পশ্চিমাঞ্চলে জিচ্যাংগ উৎক্ষেপণ কেন্দ্র হতে একটি রকেট ছোড়া হয়েছে।



মার্কিন গোয়েন্দা সুত্রের উদ্ধৃতি দিয়ে সেই দেশের প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন এই একই পদ্ধতির মাধ্যমে মহাশূন্যে চক্রপথে পরিভ্রমণরত কোন উপগ্রহকে ধ্বংস করাও সম্ভব।



এটা চীনের উপগ্রহ ধ্বংসকারী ভূমি ভিত্তিক ক্ষেপনাস্ত্র যা সেটার কক্ষপথে ধাওয়া করতে পারে। এই বিষয়ে ঐ প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করে নাই।



কংগ্রেস সদস্য মাইক রজার্স জিনি U.S. House Intelligence Committee এর চেয়ারম্যান তিনি এই বিষয়ে সূনির্দিষ্ট করে কিছু না মন্তব্য করলেও বলেন যে চীন পরিস্কার ভাবেই মহাশূন্যে আগ্রাসী আচরণ করছে।



মহাশূন্যে চীনের তৎপড়তা নিয়ে সি.আই.এ, পেন্টাগন সহ মার্কিন সরকার খুবই উদ্বিগ্ন!



Click This Link



বুঝাই যাচ্ছে যে চীন সিটিং ডাক হয়ে থাকবে না।



দুঃখের বিষয় এই যে চীন আজকে মহাশুন্যের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে, অথচ আমাদের বাংলাদেশ আজ পর্যন্ত নিজেদের জন্য একটি স্যাটেলাইট কিনে ব্যাবহার করতে পারল না। আজকে সাইক্লোন মহাসেনের গতিবিধি সহ দেশের সারা বছরের আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষণের জন্য অন্য দেশের উপগ্রহের নির্ভরশীল হতে হয়। কিছু লোকের র্দূনীতি যে পুরো জাতিকে জিম্মি করে রেখেছে এটাই তার প্রমাণ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ ভোর ৪:১১

অমৃত সুধা বলেছেন: বাংলাদেশের সীমানায় মহাসেন, আঘাত হানবে দুপুরে
http://dhakajournal.com/?p=7588

১৬ ই মে, ২০১৩ ভোর ৪:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আল্লাহ তুমি সহায় হও, আমিন!

২| ১৬ ই মে, ২০১৩ ভোর ৫:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাশুন্যে পাঠানোর কতদূর??

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আগে কমিশন বাণিজ্যটা পূর্ণ হউক :)

৩| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:৫৪

ফারুক মৃধা বলেছেন: স্যাটেলাইট কিনে কি হবে ? রাশিয়া থেকে অস্ত্র কিনলে বহুত সওয়াব .মানুষ মারা যায়

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:১৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৪| ১৬ ই মে, ২০১৩ সকাল ৭:০১

ঠগী বলেছেন: দুর্নীতি কি জিন্দাবাদ মার্কা পার্টি এলে কমবে ?

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:১৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখানে কোন দলের নাম সূনির্দিষ্ট করে বলা হয়নি। এই পার্টি ফেরেশতা না হলেও আম্বালীগের চেয়ে হাজার গুণ ভাল। কারণ আম্লীগের ইতিহাস হইল হরিলুটের ইতিহাস।

৫| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:১৩

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: দুটা আমেরিকা ফালায়া দেয়াও চীনের পক্ষে এখন সম্ভব। চীনারা বুদ্ধিমান জাতি। তাদের কাছে আরো এডভান্সড টেকনোলোজি আছে।

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সহমত এবং ধন্যবাদ।

৬| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৫৪

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৫০

পাগলাগরু বলেছেন: চীন ভূমি থেকে ১০ হাজার কিমি উচ্চতার কক্ষপথের উপগ্রহ ধ্বংসে সক্ষম হলে আপনের কি?

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:২৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি চীনকে পছন্দ করি যারা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪৯

শিপন মোল্লা বলেছেন: কন কি, ক্যান বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাশুন্যে না পাঠালো ?? এই ভাওতাবাজির সরকার।

১৮ ই মে, ২০১৩ রাত ১:১১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কমিশন বাণিজ্য বলে কথা :)

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: সপ্ন দেখি এক দিন আমরাও পারব, সপ্ন দেখতে ক্ষতি কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.