নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজিব হত্যায় আলকায়দা জড়িত!...কে কে বিশ্বাস করেন?

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৭





ব্লগার ও শাহবাগ আন্দোলনের কর্মী আহমেদ রাজিব হায়দার (শোভন) হত্যার ঘটনায় আলকায়দার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারি কমিশনার তৌহিদুল ইসলাম।



সম্প্রতি তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা পুলিশি জিজ্ঞাসাবাদকালে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।’



উল্লেখ্য, এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, রাজিব হত্যার রহস্য উদঘাটিত হয়েছে।



ওই সময় তিনি বলেন, ‘রাজিব হত্যাকা-ের ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রশিবিরের এক ‘বড় ভাইয়ের’ নির্দেশে তারা এ হত্যাকা- ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।’



তৌহিদুল ইসলাম বলেন, ‘ব্লগে রাজিবের ইসলামবিরোধী লেখা পড়ে ঈমানি দায়িত্ব পালন করতে গিয়েই রাজিবকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত পাঁচ আসামি। তাদের এক ‘বড় ভাই’ এমন নৃশংস হত্যাকা-ের নির্দেশ দিয়েছেন। তাকে (বড় ভাই) এবং হত্যাকা-ের সঙ্গে আরও যারা জড়িত ছিলেন তাদের গ্রেপ্তার করতে পারলে পুরো রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’



তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা জানিয়েছেন, ইন্ধনদাতা ‘বড় ভাই’ আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট। তাকে গ্রেপ্তার করতে পারলে দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।’



তৌহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার কক্ষে নামাজ পড়তে গিয়ে একে অপরের সঙ্গে পরিচিত ও ঘনিষ্ঠ হন। সে সূত্রে তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন ও বিভিন্ন তথ্য শেয়ার করতেন। ওই ‘বড় ভাই’ তাদের ইন্টারনেটের বিভিন্ন ব্লগের ঠিকানা দেন ও ব্লগ থেকে তথ্য ডাউনলোড করে দেন।’



তিনি বলেন, ‘এভাবে তারা থাবা বাবাসহ বিভিন্ন ব্লগারের লেখার সঙ্গে পরিচিত হন। এক পর্যায়ে বাবা নামধারী ব্লগারকে শনাক্ত করে তাকে উচিত শিক্ষা দেয়ার জন্য পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় পল্লবীর পলাশ নগর এলাকার নিজ বাসার সামনে রাস্তায় ব্লগার রাজীব হায়দারকে তারা হত্যা করেন।’



উল্লেখ্য, গত ১৫ ফেব্র“য়ারি পল্লবীর পলাশ নগরে নিজ বাসার সামনে ব্লগার রাজিব হায়দার অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নিহত হন। এ ঘটনায় পল্লবী থানায় রাজিবের বাবা বাদী হয়ে মামলা করেন। দ্য টাইমস



Click This Link



************



এর আগেও ১৯৯৯-২০০০ সালে কবি শামসুর রহমানের বাসায় হামলার চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলেছিল স্বয়ং ওসামা বিন লাদেন তাদের নাকি এই নির্দেশ দিয়েছে। আজকে আবার সেই আল-কায়েদা। বিনোদোনের দেখি শেষ নাই :D

মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১:১১

অজানা এক আমি বলেছেন:


বেসম্ভব কিসু না ... আমি শুনেছি ওসামা বিন লাদেন নিজেন হাতে থাবা-বাবারে কুপিয়ে কুপিয়ে খুন করেছে ....

২৪ শে মে, ২০১৩ রাত ১:১৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৪০

নীল জানালা বলেছেন: কার পুটু কে মারে ধুলায় অন্ধকার

২৪ শে মে, ২০১৩ রাত ১:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১:৫৩

মোহাম্মদ হারুন বলেছেন: @বাংলাদেশ জিন্দাবাদ , একটি প্রশ্নের জবাব দিবেনকি,
মেডাম সুস্পষ্ট ভাবে শত শত জনতার মাঝে বলেছেন ব্লগাররা নাস্তিক।

তাহলে আপনি কি?

আশাকরি উত্তর দিবেন, অপেক্ষায় থাকলাম।

২৪ শে মে, ২০১৩ রাত ১:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পোষ্টের সাথে প্রাসঙ্গিক কথা বা প্রশ্ন করেন!

৪| ২৪ শে মে, ২০১৩ রাত ২:০১

বাংলার হাসান বলেছেন: বিনোদোনের দেখি শেষ নাই :D

২৪ শে মে, ২০১৩ রাত ২:০৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ওসামা বিন লাদেন কবি শামসুর রহমানরে খুন করতে নির্দেশ দিছে এটা আজও ভুলতে পারি নাই :)

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ২:০৩

মোহাম্মদ হারুন বলেছেন: আমি আগেই জানতাম
উত্তর দেবার মত সৎসাহস দেখাতে পারবেন না কারণ আমার এই প্রশ্নে জবাব কোন জামাতি বা বি,এন,পি দিতেপারবেনা , কৌশলে এড়িয়ে যাবেন এই ছাড়া আর কোন উপায় নেই।


ঠিক এই প্রশ্ন আমি অনেক জামতি ব্যাকটেরিয়া ও জাতীয় চোরবাদীদের করেছিলাম , উত্তর পায়নি বরং উল্টো অশ্নন ভাষায় গালাগালি করে পালিয়ে যায় ।

২৪ শে মে, ২০১৩ রাত ২:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি যদি খালেদার এই কথা কোন ব্লগে বা কমেন্টে সমর্থন করি সেটা আগে দেখান! বেহুদা ক্যাচাল কইরা প্রসঙ্গ বদলানো আপনাদেন বহুত পুরানা বদ খাসলত।

৬| ২৪ শে মে, ২০১৩ রাত ২:১৮

মিনেসোটা বলেছেন: হেফাজটে ইসলাম ও খালেদা জিয়ার মত অনুসারে আপনেও তো নাস্তিক, সাবধানে থাকবেন, আলকায়েদা আপনাকে ধরলে খবর আপনারও হবে

২৪ শে মে, ২০১৩ রাত ২:২৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: শামসুর রহমানরেওতো হাসিনার প্রথম আমলেই লাদেন মারতে লোক পাঠাইছিল। সেই মামলার কি হইল? আল-কায়েদা খালি হাসিনার সময়ই উদয় হয় কিন্তু সেই নিয়া কোন আদালতে প্রমাণ হয় না কেন?

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ২:২৭

মোহাম্মদ হারুন বলেছেন: যাক অন্তত কিছুটা হলেও নমনীয় হলেন আর মেডামের সেই বক্তব্যের সাথে এক মত পোষণ করেন নি, যা আপনার মন্তেব্য প্রকাশ পেয়েছে,

আশাকরি আরো একটি ব্যাপারে আমার সাথে আপনি একমত হবেন, তা হলে

বাংলাদেশ জিন্দবাদ এই নিকটা পরিবর্তন করে অন্য নামে নিকব্যাবহার করেন , আর জাতীয় চোরবাদীদের দালালীর বৃত্ত হতে বেরিয়ে আসুন।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: উর্দূলীগ হইলে সমস্যা নাই তাইলে জিন্দাবাদ শব্দে আপত্তি কেন? এই মতলববাজি আর কতদিন?

৮| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৩৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: হিজবুতি আর আলকায়েদার লিংক থাকা অস্বাভাবিক কিছু নয়। আফগান ফেরত অনকে জঙ্গী বাংলাদেশে আছে। ডেইলিস্টারের রিপোর্ট দেখেন নাই? হেফাজতে জামাতের একজন নেতা আফগান ফেরত আছে।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৪৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যইতো বললাম শামসুর রহমানকে হত্যা করতে আসা ব্যাক্তিরা আল-কায়েদার সাথে সংযূক্ত যা পুলিশ আজ পর্যন্ত আদালতে প্রমাণ করতে পারে নাই। ১৯৭৯-৮৯তে সাবেক সোভিয়েত দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা কোন অন্যায় নয়। আর আফগানিস্তানে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইয়ের পর সবাই আল-কায়েদায় যোগ দেয় নাই। পিয়ালের ষ্ট্যাটাস দেইখাই বুজছি যে কারা আসলে রাজিবকে মারছে। এখন পুলিশ মূল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই নাটক খাড়া করছে সেই ১৪ বছর আগের মতই। অবশ্য এট বুঝার মত বিবেক কিছু লোকের নাই।

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৪১

ধীবর বলেছেন: এতদিন রাজাকার রাজাকার কইরা চিল্লাইছে। এখন পাব্লিক আর খায় না বলে নয়া ভং চং শুরু করছে। আল কায়েদা !

আরেকজন আছে হেফাজতের পিছে। বাংলাদেশ চলবে সংখ্যাগরিষ্ঠ মানুষদের ভাষা সংস্কৃতি ধর্ম আর ঐতিহ্যে। নাটক পাড়া বা সুশিল সমাজের অতি ক্ষুদ্র কিছু খাচ্চরের কথায় নয়।

আর হারুন ভাই, আপনাকে না মশিউর মামা ধরেছিল একদিন। জুম্মার নামাজ বাদ দিয়ে ব্লগিং করেন, আর প্রোপিকে ইসলামিক সিম্বল দিয়ে রেখেছেন। এই সব ভন্ডামি বাদ দেন। আপনি যে মুসলমান সেটা নিয়ে সেই দিন থেকেই অনেকেই সন্দেহ করছে।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৪৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই এদের বেশীর ভাগ তথ্য, যুক্তিতে না পেরে পোষ্টের বাইরে ফাউল প্রসঙ্গে চলে যায়। আওয়ামী-বাকশালীদের যে নৈতিক ভিত নাই সেটা আবারও প্রমাণিত।

অনেক ধন্যবাদ ধীবর ভাই।

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৪৪

মোহাম্মদ হারুন বলেছেন: আপনি কিসের ইঙ্গিত করেছেন বুঝেছি।

আপনি অনেক কিছু জানেন কিন্তু একটি বিষয় এখনো স্পষ্ট জানে না, তা হলো


আওয়াম শব্দটির সঠিক অর্থ আর এর উৎপত্তি , কোন ভাষা হতে এই আওয়াম শব্দটি আসেছে।

عام আওয়াম এটি একটি আরবী শব্দ, এর ইংরেজী অর্থ দাড়ায় public যার বাংলা অর্থ জনতা,

তবে এই আওয়াম শব্দটি ঊর্দু ভাষায়ও ব্যাবহার হয়। কিন্তু প্রকৃত এই
عام শব্দটি আরবী হতে উৎপত্তি।

২৪ শে মে, ২০১৩ রাত ২:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরবীতে জাতিকে قوم কাওম বলে এবং মোটেও আওয়ামী নয়। উর্দূ থেকেই আওয়ামী আসছে। আপনার দেওয়া আরবী عام = year বছর এটাই হল প্রকৃত অর্থ। এই রকম নগ্ন মিথ্যা কথা বলতে আপনার লজ্জা হয় না? অবশ্য আপনাদের মত মতলববাজদের কাছ থেকে সততা আশা করা বৃথা।

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৫০

মোহাম্মদ হারুন বলেছেন: @ ধীবর অনেক দিন পর সেই রাজাকামামার মাল্টি নিক ধীবর কে পেলাম,


রাজাকার মামার ধারণা তিনি যেই মসজিদে যেই সময় জুম্মার নামাজ পড়েন দুনিয়ার সব জায়গায় সেই রাজাকার মামার সময় অনুসারে নামাজ হয়।


একেই বলে ছাগল, ছাগল শুধু লাফাতে জানে, এর চেয়ে বেশী আর কি জানার কথা,

২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনাকে ভারতীয়দের থেকে মূখ্যমন্ত্রী শুনেও যারা দোষ পায় না তাদের কাছে অন্যরা সবাই রাজাকার হতেই পারে :)

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৬

মোহাম্মদ হারুন বলেছেন: ব্লগার রাজিব হত্যায় আলকায়দা জড়িত!.


পুলিশ তো বলেণি আপনি জড়তি বা মেডাম জড়িত,

পুলিশ বলেছে আল কায়দা জড়িত।

যদি আলকায়দা জড়িত থাকে এই রকম উক্তি করেন পুলিশ তাতে আপনার কেন জ্বালা হয়, আপনার জ্বালা তো তখন হবার কথা যদি বলে আপনি বা মেডাম বা রাজাকার এই হত্যার জন্য দায়ী,।

২৪ শে মে, ২০১৩ রাত ৩:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে যতই দলকানা হন দেশের বিবেকবান মানুষ এই সমস্ত কথায় হাসে। তাই বললাম কবি শামসুর রহমানের উপর তথাকথিত হামলায় পুলিশ প্রমাণ কখনই কোর্টে প্রমাণ করতে পারেনি যে এটা আল-কায়েদার হাত আছে। পুলিশকে দিয়ে কিভাবে নোংরা রাজনীতি করে তার জ্বলজ্যান্ত উদাহরণ হল আপনার আলীগ। যেমন দল তেমন আপনি তার সমর্থক।

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৯

মোহাম্মদ হারুন বলেছেন: হাসিনা কে মুখ্য মন্ত্রী বলেছিল এটা সত্য , কিন্তু যে এই মুখ্য মন্ত্রী বলেছিল সে তাৎক্ষণিক তার ভুলের জন্য ক্ষমা প্রর্থনা করেছেন এবং সাথে সাথে তিনি বলেছেন এটা তার ভুল হয়েছে,

২৪ শে মে, ২০১৩ রাত ৩:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: সেই ২০০০ সাল হতে জানি সেই ভারতীয় ব্যাটাতো দূর হাসিনাও এই নিয়ে কিছু প্রতিবাদ করেনি বরং মিটি মিটি হাসছে। আর কত অন্ধ চামচামি করবেন? :)

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:১৬

মেকগাইভার বলেছেন: আমি শুনছি বিন লাদেন সামু তে থাবা বাবার পোস্টে কমেন্ট করতে যায়া কমেন্ট ব্লক খাইছিলো ।
পড়ে সেই কমেন্টের আই, পি, থেকাই সি, আই , এ তারে খুইজা বাহির করে।

২৪ শে মে, ২০১৩ রাত ৩:১৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৪

নয়ামুখ বলেছেন: স্বরাস্ট্রমন্ত্রী ম খা যদি বিশ্বাস করেন - হেফাজতের মুত্র ত্যাগে ঢাকায় জলাবদ্ধতার সৃস্টি হয়েছে, তবে 'থাবা হত্যায় আল-কায়েদা জড়িত' একথা বিশ্বাস করতে আমার আপত্তি নাই।

২৪ শে মে, ২০১৩ রাত ৩:৫৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:৪০

জেনারেশন সুপারস্টার বলেছেন: আফগানফেরত জংগীরা সর্বদাই পুলিশী নজরে থাকে।বাংলাদেশে আলকায়েদা আছে খবররটা ঢোল পিটয়ে বড় না করে বরং আমরা নিজেদের মধ্যে অভিযান পরিচালনা করেই তাদেরকে খতম করে দিতে পারি।পুলিশী জিজ্ঞাসাবাদে আসামীরা কি বলল সেটা পুলিশই বিবেচনা করে ঘাটাঘাটি করুক।আমরা সাধারণ মানুষ এমন একটা সেন্সেটিভ ব্যাপারে চিল্লাপাল্লা করে কি লাভ?

২৪ শে মে, ২০১৩ রাত ৩:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখানে বিষয়টা যতটা না আইনগত বা ন্যায্য তারচেয়ে বেশী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজ থেকে ১৪ বছর আগে কবি শামসুর রহমানের বাসায় কথিত হামলার ঘটনা তারই প্রমাণ।

আর ১৯৭৯-৮৯তে সোভিয়েত আগ্রাসী-দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলে জঙ্গী হবে কেন? তাইলেতো নেতাজী সুবাস চন্দ্র বোসও বৃটিশ বিরোধী আন্দোলনের জন্য সন্ত্রাসী বা জঙ্গী হয়ে যায়।

১৭| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:০৭

জেনারেশন সুপারস্টার বলেছেন: কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধে আল-কায়েদার যুদ্ধ সমর্থনযোগ্য এবং আমি ব্যক্তিগতভাবেও সাপোর্ট দেই।তবে ৯/১১ এর প্রশ্নে তারা সাপোর্ট পাওয়ার যোগ্যতা পুরোপুরি হারিয়ে ফেলেছে।ঐ হামলায় ৬ জন বাংলাদেশীও প্রাণ হারায়।তাই বাংলাদেশে তাদের কর্মকান্ডের ব্যাপারে শোনা গেলে তা কিছুটা হলেও টেক-কেয়ারের ব্যাপার।তাছাড়া ওদের বিরুদ্ধে মাদক বিস্তার ঘটানোর অভিযোগও রয়েছে।দেখা যাক কি হয়।

২৪ শে মে, ২০১৩ ভোর ৪:১৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: যদিও ৮নং এ জবাব দিছি কিন্তু আবার বলি সব আফগান মুজাহিদই আল-কায়েদায় যোগতো দেয় নাই এমনকি অনেকেই তালেবানও করে না। কিন্তু একদল ইসলাম বিদ্বেষী লোক সবাইকে গুলিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

১৮| ২৪ শে মে, ২০১৩ ভোর ৪:৪০

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ওসামা বিন লাদেন নিজের হাতে থাবা-বাবারে কুপিয়ে কুপিয়ে খুন করেছে

২৪ শে মে, ২০১৩ ভোর ৫:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাগ্যিস ওবামা ব্যাটা লাদেনরে সাইজ করছে নাইলে ঠিকই বলত যে লাদেনই রাজীবরে খুনের নির্দেশ দিছে :)

১৯| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩

কামরুল হাসান শািহ বলেছেন: মোহাম্মদ হারুন আবালাটারে বাল পাই :)

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এর জন্যই বলি আওয়ামী-বাকশালীরা স্রেফ তাদের জ্ঞান-বুদ্ধি, বিবেক নয় তাদের আত্নাটাও শয়তানের কাছে বন্ধক দিয়া রাখছে। তাই নগ্ন মিথ্যা কথা বলতেও বাধে না।

ধন্যবাদ কামরুল ভাই।

২০| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: লাদেনের সহযোগীরা প্রথমে কোপাতে থাকে থাবা বেবারে , বেটার কই মাছের প্রান পরে লাদেন গলাই ছুরি চালাই :(( :((

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২১| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

vorer pakhi বলেছেন: আমার মনে হয় লাদেন মরে নাই। লাদেন নিজ হাতে রাজিবকে হত্তা করসে।

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২২| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৯

মিনেসোটা বলেছেন: লেখক মনে হয় সব আফগান ফেরত লোকজনরে পার্সোনালি চেনে
যেভাবে বুক ফুলাইয়া কে আলকায়দা আর কে বালকায়দার হিসাবকিতাব দিচ্ছেন,
রেফারেন্স কি আপনি নিজেই?

না কি আপনি পুলিশের চাইতে বেশী জানেন?;)
আলকায়দার সদস্যদের নিয়ে এত গোপন গোপন খবরের ভান্ডার আপনি, সাবধানে থাকবেন, সিআইএ জানলে গুয়ান্তানামোতে নিয়ে যাবে

২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: অহেতুক পানি ঘোলা করতাছেন কেন? আফগান মুজাহিদদের সোভিয়েতের সাথে লড়াইয়ে কি মার্কিনিরা অস্ত্র দিয়ে সাহায্য করেনি? নাকি গায়ের জোরে ইতিহাস অস্বীকার করবেন?

পুলিশতো শাওন এমপিরে নির্দোষ বানায়া দিল যদিও তার গাড়ীর ভিতর তারই পিস্তলের গুলিতে ইব্রাহিম নিহত হইছে। পুলিশের এই বক্তব্য হইল রাজনৈতিক। ঠিক যেমন শামসুর রহমানের সময় করছিল। এটা মেনে নিতে এত কষ্ট কেন? :)

আর আল-কায়েদা ও সি.আই.এ হইল জ্ঞাতি ভাই। সিরিয়াতে বাশারের বিরুদ্ধে যুদ্ধে আল-কায়েদা মার্কিনিদের সহায়তা পাচ্ছে;

Click This Link

জ্ঞানপাপীর মত ভণিতা আপনাকেই মানায়! :)

২৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৭

মিনেসোটা বলেছেন: কথা হলো একটাই,

আপনি ভাব ধরেছেন যে আপনি পুলিশের চাইতে বেশি জানেন। এই ভাবটার পিছের তথ্য প্রমান চাইছিলাম। আপনি উত্তর না দিয়ে উল্টাপাল্টা ত্যানা পেচালেন।

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পুলিশের বক্তব্য রাজনৈতিক। এখানে ত্যানা প্যাচানোর কিছুই নাই। ১৪ বছর আগেও শামসুর রহমানের ক্ষেত্রেও একই নাটক করছে।

২৪| ২৭ শে মে, ২০১৩ রাত ২:০৪

ছণ্ণছাড়া যূবক বলেছেন: কথাবার্তা সাবধানে বইলেন। আল-কায়েদা বলে কথা। B-) :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

২৭ শে মে, ২০১৩ রাত ২:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

২৫| ২৭ শে মে, ২০১৩ রাত ২:২৩

নিয়েল হিমু বলেছেন: জামাতে ইসলামী পাকিস্তান (বাংলাদেশ শাখা) একটি নিরিহ নম্র ভদ্র জংগী সংগঠন । এটার সাথে আন্তর্জাতিক কোন জংগী সংগঠনের যোগ সাজশ নাই ।
নারায়া দে

২৭ শে মে, ২০১৩ রাত ২:৩৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঘরে সাগর-রুনীর খুনীদের যে সরকার জেনেও ধরে না তখন কত কাহিনী শুনা যাবে :)

২৬| ২৭ শে মে, ২০১৩ রাত ২:৫৫

নিরব বাংলাদেশী বলেছেন: আচ্ছা বলুনতো সাগর রুনীর হত্যাকারী কারা? পুলিশতো সাগর রুনীর চরিত্র থেকে শুরু করে অনু পরমানু খুজে খুজে এখন ইলেকট্রন প্রোটনে চলে গিয়েছে কিন্তু না পেল আলকায়দার সংযোগ না পেলো স্বাধীনতার বিপক্ষের শক্তির যোগ। রানা প্লাজায় যারা মারা গেলো সম্মান কি রাজিবের চেয়েও কম? আমার প্রশ্ন হলো রাজিব কে? রাজনীতির গুটি ছাড়া কিই বা তার পরিচয়?

২৭ শে মে, ২০১৩ রাত ৩:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই এই সব প্রশ্ন অরণ্যে রোদনের মত!

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.