নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

টাকলা কামরুলের রুল জারিঃ কেন বৃটিশ সরকার তারেকের রাজনৈতিক আশ্রয় বাতিল করবে না! :D

২৭ শে মে, ২০১৩ রাত ১:০০







তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে ফেরত দেবে না ব্রিটিশ সরকার



বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চিন্তিত নন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ছেলে তারেক রহমানের ব্যাপারে নিশ্চিত যে, লন্ডনে থাকলে কোনো সমস্যা নেই। বাংলাদেশে সরকারের তরফ থকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা নিয়ে ফেরত আনা হবে এবং আইনের মুখোমুখি বিচার করা হবে। এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, তারেক রহমানকে দেশে ফেরত আনার জন্য সরকার চিঠি পাঠালেই ইংল্যান্ড সরকার তাকে দেশে পাঠিয়ে দেবে এটা মনে করলে সরকার ভুল করছে।



তারা যেকোনো ভাবেই চিঠি দিতে পারে ইন্টারপোলেরও সহায়তা নিতে পারে। কিন্তু চাইলেই ইন্টারপোলও তাদের সহায়তা করবে সঙ্গে সঙ্গে তারেক রহমানকে ইল্যাংন্ড থেকে দেশে ফেরত পঠাবে এটা মনে করার কোনো কারণ নেই। ইংল্যান্ড সরকার তাকে দেশে ফেরত পাঠাবে না।



সূত্র জানায়, তারেক রহমান দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে। রিমান্ডে নিয়ে অত্যাচার করা হবে। মানবাধিকার লঙ্ঘন করা হবে। এসব বিষয়সহ বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক চাপ ও নির্যাতন করার জন্য সরকার কী কী করতে পারে সেসব আশঙ্কার কথা তারেক রহমানের তরফ থেকে ইংল্যান্ড সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সকল সংস্থাকে জানিয়ে রাখা হয়েছে। তাদের সহযোগিতাও আগ থেকেই চেয়ে রাখা হয়েছে। এ কারণে তারা তারেকের ব্যাপারে অবগত রয়েছেন। সূত্র জানায়, তারেক রহমান চিকিৎসার জন্য ইংল্যান্ডে আছেন। সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেই তাকে নিয়ে দেশে তোলপাড় শুরু হয়েছে। এটা হওয়ার কোনো কারণ নেই।



বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার কথা বলে আদালত থেকে প্যারোলে ইংল্যান্ডে যান। সেখানে চিকিৎসা নিতে থাকেন। ওই সময়ে প্যারোলের মেয়াদ এক-এক মাস করে বাড়ানো হচ্ছিল। কিন্তু এক পর্যায়ে সরকার সিদ্ধান্ত নেয় তার প্যারোলের মেয়াদ আর বাড়ানো হবে না। আর এ না বাড়ানোর কারণেই ঠিক করা হয় যে তার প্যারোল বাতিল করার। এরপর স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় থেকে আর তার বিদেশে অবস্থান ও চিকিৎসা নেওয়ার জন্য সময় বাড়ানো হয়নি। এরপর থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিরেকেই সেখানে অবস্থান করতে থাকেন। যত দিন চিকিৎসা শেষে সুস্থ না হয়ে ফিরে না আসবেন ততদিন পর্যন্ত থাকতে পারবেন। সেভাবে আছেন। সর্বশেষ তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এদিকে সরকার এভাবে ইংল্যান্ডে অবস্থান করাকে মেনে নিতে না পেরে তাকে ফেরানোর ঘোষণা দেয়। এখন তিনি দেশে ফেরা মাত্রই বিমানবন্দরে আটক হবেন।



সূত্র জানায়, তারেক রহমান দেশের পুরো পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেবেন। যদি পরিস্থিতি অনুকুলে হয়, তাহলে সহসাই দেশে ফিরবেন। না হলে ফিরবেন না। ইংল্যান্ড থেকেই নির্বাচনে অংশ নেবেন। সেভাবে তিনি প্রস্তুতি নিচ্ছেন।



এদিকে, এতদিন তিনি ইংল্যান্ডে নীরব থাকলেও হঠাৎ করেই সরব হয়ে উঠেছেন। এপ্রিলে সৌদি আরব সফর করে ওমরাহ হজ পালন করেছেন। এরপর সম্প্রতি ইংল্যান্ডে দলের নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি সরকারবিরোধি বক্তৃতা করেন। এটা সরকার প্রধান থেকে শুরু করে সরকারের কেউ ভালোভাবে নেননি।



ওই অনুষ্ঠানের পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও জানিয়েছেন তাকে ফেরত আনার কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তেমনি ভাবছে। আর এজন্য সরকার ইংল্যান্ড সরকারের কাছে চিঠি দেবে। পাশাপাশি ওই দেশের সহায়তা না করলে তাকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা নেবেন। এ ব্যাপারে একটি বিশেষ সূত্র জানায়, সরকারের তরফ থেকে তারেক রহমানকে আপাতত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা সম্ভব হবে না। কারণ তাকে ফেরত দেবে না ইংল্যান্ড সরকার। তার যা অবস্থা তাতে করে ইন্টারপোলের সহায়তা চাইলেও ফেরত আনার ব্যাপারে সরকারকে সহায়তা করবে না। এ ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, বিএনপির তরফ থেকে আগেভাগেই ইংল্যান্ড সরকার ও ইন্টারপোলকে জানিয়ে রাখা হয়েছে। তিনি অসুস্থ তারপরও তাকে নিয়ে সরকার জোর-জবরদস্তি করতে পারে। চিৎিকসা শেষ করতে না দিয়ে দেশে ফেরত আনা হতে পারে। দেশে নিয়ে নির্যাতন করা হবে। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়ার আগ পর্যন্ত দেশে ফিরবেন না সে নিশ্চয়তাও চেয়েছেন।



সূত্র জানায়, এ অবস্থায় ইংল্যান্ড সরকার তাকে সেখানে স্থায়ীভাবে থাকার জন্য অনুমতি দিয়েছে। তবে তিনি পিআর পাসপোর্ট নিয়েছেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তার ঘনিষ্ঠ বিএনপির এক নেতা বলেন, তিনি বাংলাদেশি পাসপোর্টই হোল্ড করছেন বলে জানি। ইংল্যান্ডের স্থায়ী রেসিডেন্স সুবিধা পাচ্ছেন। তবে তিনি পাসপোর্ট নিয়েছেন এমনটি আমার জানা নেই।



এদিকে, মাঝখানে খবর ছড়িয়ে ছিল তারেক রহমান ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এ কারণেই তিনি নিশ্চিত যে, যতই বক্তৃতা ও সরকারের বিরুদ্ধে কথা বলেন না কেন ইংল্যান্ড সরকার তাকে এ জন্য কোনো অপরাধে অভিযুক্ত করে দেশে ফেরত পাঠাবে না। তাছাড়া তিনি কোনো প্রমাণিত আসামি নন। এখনও কোনো মামলাতে তার বিরুদ্ধে শাস্তিও হয়নি। মামলা চলছে। অভিযোগ আনা হয়েছেÑ অভিযোগ সত্য, না মিথ্যে সেটি প্রমাণ হওয়ার পর ভিন্ন বিষয়। কিন্তু এখন সরকার তারেক রহমানকে ফেরত আনার জন্য যত চেষ্টাই করুক না কেন সেটা সম্ভব হবে না।



ওই নেতা একাধিকার তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তিনি বলেন, তারেক রহমান ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন এমনটি আমার জানা নেই। তবে সরকার কোনোভাবেই সেখানে থাকা অবস্থায় কোনো সমস্যা করতে পারবেন না। সরকার চাইলেই তাকে ফেরত আনতে পারবেন না। সেটা যাতে না পারেন সে ব্যবস্থা অনেক আগেই করে রাখা হয়েছে।



রিপোর্টার: নাশরাত আর্শিয়ানা চৌধুরী



সম্পাদনা : নাজমুল সাঈদ



Click This Link



********************



পূর্ব গোলার্ধের অষ্ট্রেলিয়া তারপর ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমে কানাডায় নিয়ম হল যদি কোন বিদেশীর উপর শারিরীক আঘাত সহ হয়রাণি মূলক বিচার সহ মৃত্যুদন্ডের আশংকা থাকে তাহলে তাকে স্বদেশে ফেরত পাঠানো হয় না। বরং রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। তাই তারেক রহমানকেও মানবিক বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিয়েছে বৃটিশ সরকার। এখন যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কঠোর আন্দোলনে যাচ্ছে তখন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী সহ তারেক রহমানকেও হয়রাণি করার কুমতলব করতাছে হাসিনা গং। এরই সর্বশেষ হল আইন প্রতিমন্ত্রী কামরুলের ঘোষণার পর পরই দুদক হন্তদন্ত হয়ে কথিত র্দূনীতির অভিযোগে আদালতের মাধ্যমে হুলিয়া জারি করে। অথচ আবুল হোসেন পদ্মা সেতুর বিষয়ে র্দূনীতি করেও দুদক তাকে জামাই আদর করে। এখন যেহেতু বৃটিশ সরকারের রাজনৈতিক আশ্রয়ের জন্য তারেক রহমানকে জোর করে বাংলাদেশে ফেরত পাঠাবে না তাই কামরুল গং এই নিয়ে গোস্বা করতেই পারে। তাই টাকলা কামরুল এখন লন্ডনের প্রতি রুলিং দিয়ে বলবে যে কারণ দর্শাও কেন রাজনৈতিক আশ্রয় বাতিল করবা না? নাইলে কৈলাম আমি আদালত অবমাননার অভিযোগ আনমু! B-)

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ১:১৪

মোহাম্মদ হারুন বলেছেন: সরকার ও সরকারের মন্ত্রীর সমালোচনা করার অধিকার আপনার আছে তায় বলে একজন সম্মানিত মন্ত্রীকে সরাকরি নাম নিয়ে ব্যাক্তিগত ভবে এই ভাবে ( টাকলা) শব্দ ব্যাবহার করে আক্রমণ ও অপমাণ না করলেও পারতেন, বা এই শব্দ ব্যাবহার করা কতটুকু যুক্তি যুক্ত বা নৈতিক হয়েছে তা নিজে বিবেচনা করে দেখবেন।


তারেকের ইংলেন্ডে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে বলবো তিনি পুরো বাঙ্গলী জাতিকে অপমাণ কেরছেন ইংলেন্ডের রাজনৈতিক আশ্রয় ভিক্ষা নিয়ে সেখানে অবস্থান করে, তিনি সেখানে ভিসা নিয়েও থাকতে পারতেন,

একজন মানুষ অন্যদেশে তখন রাজনৈতিক অশ্রয় ভিক্ষা নেন যখন তিনি নিজ দেশে দেওলিয়া হয়ে যান।

২৭ শে মে, ২০১৩ রাত ১:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাসিনাও জীবন বাচানোর জন্য ১৯৭৫এ প্রথম পশ্চিম জার্মানী ও পরে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন কই তখনতো আপনেরা বলেন না যে পুরো বাঙ্গালী জাতিকে অপমান করা হয়েছে? এই মতলববাজি আর কতদিন?

২| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৩৬

মোহাম্মদ হারুন বলেছেন: পশ্চিম র্জামানীতে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন না, সেখানে তারা দুই বোন ভিসা নিয়ে অবস্থান করেছিল,
তবে বঙ্গবন্ধুর শহীদের পর ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিল এটা সত্য , তখন তারা দুই বোনের রাজনৈতিক আশ্রয় ছাড়া আর কোন উপায় ছিলনা, কারণ তারা যদি সেই মুর্হুতে দেশে ফিরে আসতো দুই বোনকে রান্না করে খাবার খাওয়ানোর লোক ও ঘর ছিলনা সেই মুর্হুতে,

তারেরকের মা, ভাই , নানী, মামা, বউ, সাবই বেচে আছে, কিন্তু হাসিনার সেই সময় কেউ বেচে ছিলনা,

তারেকের ঘর আছে, কিন্তু সেই সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শহীদের পর ঐ ঘরে কেউ বসাবাসের মত অবস্থা ছিলনা,


হাসিনা নিজে ১৯৭৫ সালে কোন রাজনৈতিক ব্যাক্তি ছিল না, তারেক বর্তমানেও একজন রাজনৈতিক ব্যাক্তি, হাসিনা ছিল সাধারণ পাবলিকের মত, এক জন সাধারণ পাবলিক পরদেশে রাজনৈতিক আশ্রয় নেওয়া , আর একজন একটি দলের ভাইস চেয়ারম্যান পরদেশে রাজনৈতিক আশ্রয়ে তাকা এক নয়।



২৭ শে মে, ২০১৩ রাত ১:৪০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনের বিবেক অন্ধ হইতে পারে। তাই আপনি এটা দেখেন না যে মির্জা ফখরুলকে কথায় কথায় গ্রেফতার, অন্য নেতা-কর্মীদের জামিন নিয়ে বের হয়েও জেলগেট থেকে আবার গ্রেফতার এবং ইলিয়াস আলীর গুম হওয়া। এই সমস্ত পরিস্থিতিতে তারেক রহমান কি দেশে মরতে আসবে? টাকলা কামরুল এখন শকুনের মত অপেক্ষা করছে....তবে তার আশায় গুড়ের বালি :)

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ২:০৯

মাজহারুল হুসাইন বলেছেন: আমার মতে তারেক রহমানের এই মুহুর্তে দেশে আসার দরকার নাই । কোন দেশে রাজনৈতি আশ্রয়ে থাকলেই হল । ডিজিটাল যুগ এখন, ভিডিও কনফারেন্সিং আছে না !

ভাল থাকবেন ।

২৭ শে মে, ২০১৩ রাত ২:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পূর্ণ সহমত। ভারত বিশেষ করে ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে হত্যা করেছিল যে সে মধ্যপ্রাচ্য ও চীনের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক করে বাংলাদেশকে সার্বভৌম করতে চেয়েছিল। আজকে দেশের মানুষ ও সংসদকে না জানিয়ে ভারতের সাথে গোপন করিডোর চুক্তি করছে হাসিনা। এখন বিএনপি ক্ষমতায় আসলে ভারত এই সুবিধায় ঝামেলা হতে পারে। তাই তারেক রহমান শুধু হাসিনা নয় ভারতেরও টার্গেট।

ধন্যবাদ।

৪| ২৭ শে মে, ২০১৩ রাত ২:২৭

নিরব বাংলাদেশী বলেছেন: হেফাজত শাহবাগরে সামলাই গিয়া সরকার ভুইলা গেসিলো যে দাবার একটা বড় গুটিই তাদের বাগে নাই। সরকারের এখন চুল ছিড়া ছাড়া কিস্সু করার নাই

২৭ শে মে, ২০১৩ রাত ২:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ২:৩৯

সেফানুয়েল বলেছেন: আমাদের রাজনীতি বিদ দের কিছু হাস্যকর সমস্যা আছে। আন্দোলনের নামে দেখবেন রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে। যেই তাদের জনগনের সম্পদ ক্ষতি করার অভিযোগে গ্রেফতার করা হয় অমনি রাজ্যের অসুস্থতায় তারা পড়েন। একেবারেই তারা হাটা চলা করতে পারেন না। কত দুঃখ...কেউ বের হন হার্টের রোগী, কেউবা এ্যজমা সমস্যা, কেউ প্রেসারের কেউবা অপারেশনের....যেই তারা ছাড়া পান অমনি শুরু হয়ে যায় দ্বিগুন ফোর্সে আবার আন্দোলন। চোখের পলকে আলাউদ্দীনের আশ্চর্য্য চেরাগের কেরামতিতে তিনি সম্পূর্ণ সুস্থ!!!! কি অবাক কান্ড!!
আমরা যারা পাবলিক তারা এই সমস্ত বিষয় শুধু হাস্যকর নয়নে চেয়ে দেখি।

২৭ শে মে, ২০১৩ রাত ২:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ২:৫৪

শাহীন উল্লাহ বলেছেন: খুবই আশ্চর্য, তিনি দশ বছর পর ওকালতি পাশ করেছেন

২৭ শে মে, ২০১৩ রাত ৩:৩৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ৩:৪৩

একাকী বাংলাদেশি বলেছেন: টাকলা রে টাকলা বলাতে দেখি একেবারে আতেঁ ঘা লাগছে ;) ;) ;)

২৭ শে মে, ২০১৩ ভোর ৪:০২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

৮| ২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৩৭

মায়াবীনি৬৫৪ বলেছেন: কামরুল সাহেব ও তার দল কি মামা বাড়ির আবদার পাইছে যে তারেক রহমান কে চাইল আর তারা দিয়ে দিবে

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ।

৯| ২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭

মৃধা জুয়েল বলেছেন: আমি কোন রাজনীতি দল সমর্থন করি না। তবে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্তিতিতে তারেক রহমানের বাংলাদেশে না আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আমরা কোন রাজনৈতিক দল করি বা না করি কিন্তু সচেতন থাকতে হবে। কারণ ভবিষ্যতে এই রাজনৈতিক সিদ্ধান্তর পরিণতি আমাদেরকেই বহন করতে হবে।

ধন্যবাদ।

১০| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

মো ঃ আবু সাঈদ বলেছেন: আমার মতে তারেক রহমানের এই মুহুর্তে দেশে আসার দরকার নাই । কোন দেশে রাজনৈতি আশ্রয়ে থাকলেই হল । ডিজিটাল যুগ এখন, ভিডিও কনফারেন্সিং আছে না !

ভাল থাকবেন ।

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

১১| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

ৈসকত ইসলাম বলেছেন: শুয়োরের বাচ্চা ,খাপো , বেজন্মা হাম্বা রা বেশি লাফা লাফি করিস না ,,
বাজি ভাই উপরের বেজন্মা হাম্বাটা রে সব সময় লাথির উপর রাখবেন

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই থাক, সহজে এই সমস্ত কটু কথা না বলি। সে যতক্ষণ আমার এখানে খারাপ কথা না বললে মন্তব্য করতে পারবে। তাদের কিছু কথা বিরক্তিকর হইলেও আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। তাদের দলের অনেকেই গালিবাজ হিসেবে পরিচিত। আমরা তাদেরকে নোংরামির সুযোগ দিব না।

ধন্যবাদ সৈকত ভাই।

১২| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আ.. দেহেন দি কল্লেন কি????

ঠাকলাতে চুতরা পাতা এমনে ঘষে কেউ ;) =p~ =p~ =p~ =p~ =p~

আবার দেহেন ঘষলেন কুনে, চুলকায় কতজনের :) =p~ =p~ =p~ =p~

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হাহা :)

ধন্যবাদ ভাই।

১৩| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫০

মিনেসোটা বলেছেন: ভাই

আপনি একলা আর কতদিন খাবেন, তারেক সাহেবের ফোন নাম্বারটা দেন, একটু মালপানি শেয়ার করেন

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৩১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আপনে জয়ের থিকা পয়সা খান, খাইতে থাকেন। আমি জিয়াউর রহমানকে দেখে বিএনপি করি কি তারেক কি খালেদার কাছে বিবেক বন্ধক রেখে কিছু করি না।

১৪| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫

মিনেসোটা বলেছেন: কোন বঙ্গবল্টুর গুস্টি কাউকে পয়সা দেয় না রে ভাই, নিজের টাকায় চলি। আপনে জিয়াউর রহমানকে দেখে বিএনপি করেন, আপনারে তো চেয়ারম্যান বানায় দেওয়া উচিত।

তারেক কোকোর মত চোরের চাইতে আপনাকেই বিএনপির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া উচিত

৩০ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি টাকার বিনিময়ে এখানে ব্লগ লিখি না। দেশের প্রতি ভালবাসা থেকেই লিখি।

কানাডার পুলিশের তদন্তে র্দূনীতিবাজ প্রমাণিত আবুল হোসেন যদি হাসিনার কাছে দেশপেরমিক হয় তখন তারেক আপনাদের কাছে চোর হতেই পারে। নোংরা রাজনীতিতে আপনের আম্লীগকে কেউ টেক্কা দিতে পারবে না :)

১৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

ধীবর বলেছেন: জুয়ান বয়সে পাকিদের আদর সোহাগ খেয়ে দেখি টাকলার ব্রেন ব্রুন সব শর্ট সার্কিট হয়ে গেছে। আরো শক্ত করে জুতা পিটা করা দরকার শালারে।

২১ শে জুন, ২০১৩ রাত ১:৪৮

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: :)

ধন্যবাদ ধীবর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.