নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
ছত্তিশগড়ে গুলিতে কংগ্রেসপ্রধানসহ নিহত ২৭
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের গুলিতে স্থানীয় কংগ্রেসপ্রধান নন্দকুমার প্যাটেল ও তাঁর ছেলে দীনেশসহ ২৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাজ্যের বাসতার জেলায় কংগ্রেসের নেতাদের বহনকারী গাড়িবহরে এই হামলা চালানো হয়। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মও রয়েছেন।
পুলিশের মহাপরিচালক রাম নিওয়াজ জানান, এ ঘটনায় ৩২ জন আহত হন। এর মধ্যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি সি শুক্লাও রয়েছেন।
পুলিশের একটি সূত্র জানায়, মাওবাদীরা ওই হামলা চালানোর পর প্যাটেল ও তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর জেলার জিরাম উপত্যকা থেকে এই বাবা-ছেলে ছাড়া আরও আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এই আটজনের বেশির ভাগই নিরাপত্তা-রক্ষী ছিলেন।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, ‘এই হামলা কংগ্রেসের ওপর নয়, এটি গণতন্ত্রের ওপর হামলা। তবে এ ধরনের হামলায় আমাদের ভয় পেলে চলবে না। বরং আমাদের প্রবল উত্সাহ নিয়ে এগিয়ে যেতে হবে।’ আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে তিনি হাসপাতালে যান।
Click This Link
*******************************
সারা বিশ্বে যদিও সবাই নয় কিন্তু বিশেষ কিছু ব্যাক্তি গোষ্টী এবং মূল ধারার আন্তর্জাতিক মিডিয়া কোন চরমপন্থী মুসলমানের দ্বারা অপরাধের সামান্যতম খবর পেলেই ইসলামের মন্ডুপাত করা পানি ভাত। অথচ মুসলমানদের মাত্র ৬% উগ্রপন্থী;
All Terrorists are Muslims…Except the 94% that Aren’t
Click This Link
কিন্তু ইসলাম বিদ্বেষীরা শোনে কার কথা! আর তাদের সাথে যদি থাকে পশ্চিমা মিডিয়া তাইলে সারা দুনিয়া সহজেই গরম রাখা যায়। তাই বলছিলাম গতকাল ভারতের ছত্তিশগড়েরর এই মাওবাদীরা যদি মুসলিম হত তখন সারা দুনিয়ায় তোলপার লেগে যেত। ওবামা সহ পশ্চিমা প্রভাবশালী নেতারা গরম গরম বিবৃতি দিত। কিন্তু এরা মাওবাদী হওয়ায় মাত্র এক সপ্তাহেই এটা মিডিয়া গুলোতে আর কাভারেজ পাবে না। ঠিক যেমন ২০০৭এ ভার্জিনিয়া বিশ্ব বিদ্যালয়ে এক কোরিয়ান ছাত্রের ৩২জনকে হত্যা, গত বছর ২০১২তে এরিজোনাতে ২৪ জন এবং কানেকটিকাটে ২০জনকে হত্যার ঘটনা। কিন্তু এই বছর ২০১৩তে বোষ্টন ম্যারাথন হামলায় এখনও ইসলাম ও সকল মুসলমানের নোংরা ও কঠোর সমালোচনা হচ্ছে। আর গত বুধবারে লন্ডনের উলউইচে রিগবি লিকে হত্যাকান্ডেও ঢালাও বদনাম হচ্ছে। আমার কথা হল কে কোন ধর্ম, বর্ণ বা জাতীয়তার তারচেয়ে তার অপরাধই মূল। তাই শুধু সূনির্দিষ্ট ব্যাক্তি বা গোষ্ঠীকে ধরা, প্রতিরোধ করা হউক। কিন্তু তার জন্যে ব্যাপকহারে একটা ধর্মকে কেন টার্গেট করা হবে। এটা হল চরম অসুস্থ অসভ্য-বর্বরদের আচরণ। ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঢালাও ভাবে ইহুদীদের দেওয়া হত। এখন ইসলামকে বেছে নিয়েছে এই উগ্র-বর্ণবাদী গোষ্ঠীরা। তাই আমাদের মুসলমানদের মধ্যে চরমপন্থীদের সহ এই সকল বর্ণবাদীদের বিরুদ্ধেও সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৭
হাসান বৈদ্য বলেছেন: ঠিক কথাই বলেছেন
২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৫
মমবাতি বলেছেন: ঠিক কথাই বলেছেন
২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৪| ৩১ শে মে, ২০১৩ ভোর ৫:৫০
৩১ শে মে, ২০১৩ ভোর ৫:৫৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১:০৪
ধীবর বলেছেন: ভালো জুতা মেরেছেন
২১ শে জুন, ২০১৩ রাত ১:৪৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এখন তথাকথিত মূক্তমনা ও ধর্মনিরপেক্ষবাদীদের এই নিয়ে হৈচৈ করতে দেখি না। এরা বলে মানবতাবাদী
ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা হল চরম অসুস্থ অসভ্য-বর্বরদের আচরণ।
ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঢালাও ভাবে ইহুদীদের দেওয়া হত। এখন ইসলামকে বেছে নিয়েছে এই উগ্র-বর্ণবাদী গোষ্ঠীরা।
তাই আমাদের মুসলমানদের মধ্যে চরমপন্থীদের সহ এই সকল বর্ণবাদীদের বিরুদ্ধেও সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
+++