নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

May Allah Bless Bangladesh till the dooms day.

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

I want very active debate

বাংলাদেশ জিন্দাবাদ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেনঃ সাবেক এমপি সুলতান!

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৪





‘বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেন, আ.লীগেরও ৯৫ শতাংশ তত্বাবধায়কের পক্ষে’







আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ দীর্ঘ ৮ বছরের নীরবতা ভেঙে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন, বঙ্গবন্ধু দেশে ফিরেই যুদ্ধাপরাধীদের ক্ষমা করেন। তিনি বলেন, দেশের মানুষই কেবল নয়, আওয়ামী লীগেরও ৯৫ শতাংশ নেতাকর্মী নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।



সোমবার সন্ধ্যায় বেসরকারি চ্যানেল বাংলাভিশন আয়োজিত ‘ফ্রন্টলাইন’ টক-শোতে তিনি একথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মতিউর রহমান চৌধুরী।



তিনি বলেন, ১০ জানুয়ারি দেশে ফেরার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নগুলোর ঘোষণা দেন, সেগুলো ছিল- প্রথমত বাংলাদেশকে এ অঞ্চলের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলা, দ্বিতীয়ত ইন্দোনেশিয়ার পর ২য় বৃহত্তম এই দেশটিকে মুসলিম পরিচয়ে বিশ্বদরবারে তুলে ধরা, তৃতীয়ত ক্ষুধামুক্ত সমাজ বিনির্মাণ এবং চতুর্থত ৩টি অপরাধ ছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীসহ সবাইকে ক্ষমা করার ঘোষণা দেন।



সুলতান আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডানে-বামে যারা আছেন, তারা মূলত আওয়ামী লীগের কেউ নন। মতিয়া চৌধুরী জাতীয় নেত্রী হলেও আওয়ামী লীগের নেতা ছিলেন না বলেও মšত্মব্য করেন তিনি।



মনসুর আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য সাজেদা চৌধুরী ও সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বে গঠিত কমিটিও সমাজের বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে সুপারিশ করেছিল। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে গেলে সবকিছু বদলে যায়।



তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চায় একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এবং আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের প্রয়োজনে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় যে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন আজকেও দেশের স্বার্থে, জনগণের চাহিদা অনুযায়ী তিনি (প্রধানমন্ত্রী) এর একটি ব্যবস্থা করবেন।



যদি না হয় সেটা তাহলে বাংলাদেশের রাজনীতিতে অমাবস্যার অন্ধকার নেমে আসবে। সেজন্য আমাদের সবাইকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মšত্মব্য করেন সুলতান মোহাম্মদ মনসুর।



তিনি বলেন, বঙ্গবন্ধুর পৈশ্বাচিক মৃত্যু না হলে কিন্তু আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাজনীতিতে বা বেগম খালেদা জিয়া আসার কথা না। এটাই স্বাভাবিক। ঐতিহাসিক প্রয়োজনে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। কিন্তু অপ্রিয় হলেও সত্য- আজকের বাংলাদেশে লতিফ সিদ্দিকী, রাজউদ্দিন আহমেদ রাজু, দিপঙ্কর তালুকদারসহ আমাদের হাতের তৈরি কিছু কর্মী ছাড়া আওয়ামী লীগকে যারা লালন-পালন করেন যেমন- তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিমসহ এই যে অভিজ্ঞ রাজনীতিবিদ তারা কিন্তু কেবিনেটে নেই।



তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডানে-বামে যারা আছেন, তারা মূলত আওয়ামী লীগের কেউ নন। সুলতান মো. মনসুর বলেন, মতিয়া চৌধুরী জাতীয় নেত্রী হলেও আওয়ামী লীগের নেতা ছিলেন না।



মনসুর বলেন- আজকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আব্দুস সামাদ আজাদ, আতাউল গণি উসমানী এই যে সৃজন রাজনীতিবিদ-সমৃদ্ধ রাজনীতিবিদ ছিলেন সেই রাজনীতিবিদ কিন্তু এখন আর গড়ে উঠছে না।



এর কারণ হিসেবে গত ২৩ বছর যাবৎ ডাকসুর নির্বাচন না হওয়াকে দায়ী করে আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, ডাকসুর নির্বাচন যদি হতো তাহলে গত ২৩ বছরে বারোটা কম হলেও বাকি এগারোটায় ভিপি অথবা জিএস হতো। যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখতো।



রিপোর্টারঃ সাদ্দাম হোসেন



Click This Link



*******************



সত্য কোনদিন চাপা থাকে না। তারপরেও BAL, বাকশালী, ধর্মনিরপেক্ষ ও হিন্দুস্থানের দালালরা শহীদ জিয়ার দোষ খুজে বেড়াবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা স্বার্থকানা!

এরা দেখে শূনে জেনেও অস্বীকার করে।

তাইতো সিমলা চুক্তির স্বাক্ষর কারী বর্তমান জীবিত থাকার পরও তাঁকে ইগনোর করে। এত বগ জাতীয় ইস্যুতে মার কোন মতামত নেয় না।!!
কারণ তা তাদের পক্ষে যাবে না।

তারা সবচে বেশী রাজাকারের সাথে ছেলে মেয়ে বিয়ে দিয়ে করিয়ে জাতিকে পুনা রাজাকার সাপ্লাই করেছে, জানে দেখেই লেজকাটা শিয়ালের মতো অন্যের লেজ কাটাতেই বেশি ততপর!!!

যুদ্ধাপরাধীর বিচার ছেড়ে তাই তারা আপোষকামী রায় দেয়, আবার তারে ইস্যু করে হাইব্রীড ব্লগার যার একটা ব্লগের লিংক আজো কেউ দেখাতে পারে নি- তারে দিয়া মাসের পর মাস জাতির সাথে প্রতারণা করে,
আমা জনতার বোধ বিশ্বাসকে দু পায়ে দলে ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করে....
৪ নং সতর্ক সংকের পরও তাদের হুশ হয়েছে বলে মনে হয় না।

তাইতো নিজের ভুল সংশোধন না করে সারা জীবনের মতো এখনো পরের কুৎসা গেয়ে বেড়ায়......

আর আওয়ামিলীগে আওয়ামীলীগার প্রকৃত দেশ প্রেমিক, ভাল মানুষ কেউই রাজনীতি করতে পারে নাই পারছে না- তাজউদ্দিন থেকে সোহেল তাজ ইতিহাসের কি নির্মম সত্য!!!!!!

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আম্লীগের সাথে জামাত থাকলেতো কথাই নাই নিদানপক্ষে বিএনপির সাথে জোটে না থাকলে আজকে ৭১অপরাধ নিয়া ইস্যু উঠত না। ১৯৯৬-২০০১ এর প্রমাণ।

অনেক ধন্যবাদ।

২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: বাস্তব সুন্দর সত্য কথা
এযেন বাঙ্গালীর মুক্তি , অবারিত স্বাধীনতা
আসুক সকলের সম্মিলিত বিজয়
এক হয়ে চাই নিরপ্রেক্ষতা
নয় আর প্রহসন
এস গড়ি সবাই মিলে এই বাংলার হৃদয় কানন

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!

৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

হায়দার সুমন বলেছেন: একমত @ বিদ্রোহী ভৃগু

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
যে কারনে ১৯৫ জন পাকিস্তানি সামরিক যুদ্ধাপরাধীকে ছেড়ে দেয়া হয়েছিল -
আমার লেখাটি পড়ুন।
Click This Link

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভুট্টোর খাতিরেই মুজিব যুদ্ধাপরাধী পাকি সৈন্যদের ছেড়ে দেন।

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

মিনেসোটা বলেছেন: পরিবেশ বন্ধুর আরো দুএকটা কবিতা আসলে পোস্টটা সমৃদ্ধ হতো :D

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: খায়া দায়া কাম নাই,
আকামের গোসাই!

পোষ্টের চেয়ে ফালতু কথা আনেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.