নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
গত বছর ভেবেছিলাম যে ইউরো ২০১২ ইটালীই জিতবে। কিন্তু ফাইনালের দিন দেখা গেল যে পুরা ইটালী দলই অনেক পরিশ্রান্ত। কোয়ার্টারে ইংল্যান্ড ও সেমিতে জার্মনীর মত পরাশক্তিকে হারিয়ে মাত্র দুই দিনের ব্যাবধানে বিশ্ব চ্যাম্পিয়ান স্পেনেরে মোকাবেল সহজ নয়। আর স্পেন পেয়েছিল ৩ দিনের বিরতি। তা্ই সাপোর্টার হিসেবে ইটালীর ০-৪ গোলে পরাজয় সহজেই মেনে নিয়েছিলাম। ইউরো ২০১২এর ফাইনালে স্পেন যদি ৭/৮-০ গোলেও জিতত তাতে অবাক হতাম না। আজকে কনফেডারেশন কাপে ব্রাজিলও একদিনের বেশী বিরতিতে ছিল তাই তাদের খেলা প্রাণবন্ত হয়েছে। সেই তুলনায় স্পেন তেমন উজ্জল ছিল না। তাই ০-৩ গোলে হারা বড় আপসেট বলা যাবে না। ফিফার উচিত বড় কোন টূর্নামেন্টে কোন দলকে দুটি খেলার মাঝখানে অন্তত ৩ দিন বিরতি দেওয়া। কারণ খেলোয়াড়রাও মানুষ কোন সুপারম্যান নয়।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৫০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ রামন ভাই।
২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩
খেয়া ঘাট বলেছেন: এটা একটা ভালো পয়েন্ট।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:০৬
বোকামন বলেছেন:
হূম ! বিষয়টা ভেবে দেখার মত ...
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:০৭
লবকুশ বলেছেন: বুঝলাম আপনি একজন আর্জেন্টাইন সাপোর্টার...আপনাদের দেখলে কষ্ট হয়...সবসময় অন্যদের নিয়ে কথা বলতে হয়...সবসময় অন্যদের সার্পোট দিতে হয়...আফসোস...
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ঠিকই ধরছেন আমি আর্জেন্টিনার ও ইটালীর সমর্থক। কিন্তু স্পেন আমার প্রিয় দল নয়। আর পোষ্টে ব্রাজিলের এই জয়ে কোন আমার কোন আফসোস বা ক্ষোভ নাই। গত বছর অনেক স্প্যানিশ সাপোর্টার ইটালীরে বাগে পেয়ে হারাইছিল সেটাই তাদের বুঝাইছি। আশা করি বুঝবেন।
ধন্যবাদ।
৫| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:০৮
আহলান বলেছেন: হুম , তবে লাল কার্ড খাওয়া প্রমাণ করে তারা সঠিক ফুটবলটা খেলেনি।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধন্যবাদ।
৬| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০৪
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি নিজেকে সান্ত্বনা দেওয়ার এটা একটা কৌশল চোর গেলে বুদ্ধি হয় । গত ৩৮ বছরে ব্রাজিল তাদের নিজেদের দেশে কোন ম্যাচ হারেনি !! এইবার বুঝেনেন বিশ্বকাপ কই গেছে
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে ৪নং এর জবাবটা দেইখেন। আর উরুগুয়ে ১৯৫০এ ব্রাজিলরে যে দুস্ক দিছে...
৭| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১১
প্রত্যাবর্তন@ বলেছেন: দুর্দান্ত একটা পোস্ট । আগে কেউ এভাবে ভাবতে পারেনি ।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই গত বছর ইউরো ২০১২তে স্পেনের অনেক সাপোর্টার ফালাইছিল বেশী। বলে যে স্পেনের সামনে কেউ দাড়াইতে পারবে না। ইটালীর ২টা ভাল ষ্ট্রাইকার থাকলে তারাই এই কাপ নিত।
৮| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: রাজিল আরো কিছু কাজ করছিল। এগুলা আসলে প্রত্যাশিত ই।
যেমন ধরেন,
১) সেমিফাইনালে স্পেইন এর খেলা টা সেট করছে ইতালি র সাথে, যাতে ঐ ম্যাচ খেলতে গিয়ে স্পেইন অনেক শক্তি ক্ষয় করে ফেলে।
২) ব্রাজিল সেমিফাইনাল এ জেতার পর স্পেইন এর থেকে বেশি সময় পেয়েছে বিশ্রাম নেয়ার।
৩) ব্রাজিল সেমিফাইনাল খেলছে যে মাঠে, সেটা মারাকানা থেকে খুব বেশি দূরত্বে ছিল না, কিন্তু স্পেইন এর সেমিফাইনাল রাখা হইছিল বহুদূরে। যাতে জার্ণির কারণেও টায়ার্ড হয়।
৪) এছাড়া মারাকানার মাঠ, নিজেদের দর্শক।
৫) সাথে স্কোলারির মত কোচ।
বিপক্ষে ছিল ২ টা জিনিস,
১) ব্রাজিল দলটা বেশ তরূণ। বিশেষত স্পেইন এর তুলনায়।
২) বিপক্ষ দল ছিল স্পেইন, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়ন।
কিন্তু যত যাই হোক , ব্রাজিল সমর্থক হয়েও আমার প্রেডিকশন ছিল, যে স্পেইন ২-০ তে জিতবে। কিন্তু ব্রাজিল স্পেন কে এইভাবে বিধ্বসত করবে ভাবতে ও পারি নাই। স্পেইন এর খেলা দেখে মনে হইছে, প্রেসিং ফুটবল খেলতে না পেরে বুঝতেই পারতেছে না কি খেলবে !!!
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: মূল্যবান বিশ্লেষণের জন্য অনেক ধন্যবাদ।
৯| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২৯
নিষ্কর্মা বলেছেন: চিন্তার ভিন্নতা, যুক্তির শানিত ধার, উপস্থাপনের ভঙ্গি, তদুপরি সকলের নজর এড়িয়ে যাওয়া অপ্রতুল বিশ্রামের প্রসঙ্গটি এ ভাবে তুলে আনার জন্য আপনাকে ধন্যবাদ।
কর্তৃপক্ষের কাছে আকুল আবেদনঃ
১। পোস্টটিকে স্টিকি করুন
২। এর স্প্যানিশ ও পর্তুগিজ অনুবাদসহ ইংরেজি অনুবাদ ফিফা-কে পাঠানো হোক
৩। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পুনরায় খেলাটি অনুষ্ঠানের দাবী করা হোক।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: না ভাই নিজেকে অত মেধাবী ভাবি না। গত বছরের ইটালীর হারে স্পেনের সমর্থকদের স্রেফ স্মরণ করায়া দিলাম আরকি
১০| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৪১
আনমনা 007 বলেছেন: ফাইনালের আগে ১০ দিনের রেস্ট দেওয়া হোক, যাতে স্পেনে গিয়ে বউর সাথে সময় কাটিয়ে আসতে পারে,
বর্তমান প্রেফেশনালিজমের যুগে এসব যুক্তি খাটে না, বার্সায় মেসি ১ সপ্তাহে ৩ টা ম্যাচ ও খেলেছে
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হ ভাই বর্তমান যূগে জেনেটিক ইমপ্রুভ হইছে সব খেলোয়াড়রে সুপারম্যান বানায়া দেওয়া হউক।
১১| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হায়রে স্পেন......
আমার ১০০০ টাকা গেছে।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কনকি ভাই...
১২| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:১৬
ওবায়েদুল আকবর বলেছেন: বাংলাদেশ জাতীয়তাবাদী আর্জেনটাইন সমর্থক দলের বক্তব্য শুনলাম এইবার বাঙ্গালী জাতীয়তাবাদী আর্জেনটাইন সমর্থক লীগের বক্তব্য শুনতে চাই। রাজনীতি আজ চরম বিনোদনে রূপ নিছে।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: এই পোষ্টে রাজনীতি পাইলেন কই?
১৩| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: স্পেন জিতলে বলতো ভাল দল তাই জিতেছে, ব্রাজিল জিতেছে তাই বিশ্রামের অভাব হয়ে গেছে। যাই হোক এখন মেসির সাথে নেইমারের তুলনায় নিশ্চয় কোন সমস্যা নেই। নেইমার যে মেসির উপরে যাবে সেটি জাতীয় দলের সাথে খেলা দেখলেই বোঝা যায়। মেসি এই ধরণের কোন কাপ এনে দিতে পারেনি আর্জেন্টিনাকে। তরুন একটা দল যেভাবে খেলছে বোঝায় যায় আর কয়দিন এভাবে খেললে ব্রাজিল আরো অনেক সংগঠিত এবং শক্তিশালী দলে পরিনত হবে।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ৪নং কে দেওয়া জবাবটা দেখেন!
১৪| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৪৩
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: মেসির সাথে নেইমারের তুলনা ভাই কি গানজাই টান বেশি পইরা গেছে ???
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
১৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:২২
ওবায়েদুল আকবর বলেছেন: এই পোস্টে রাজনীতি না পাইলেও আপনার এই অসাধারণ বিশ্লেষণ ক্ষমতার পিছনে রাজনৈতি বিতর্কে একের পর এক জয়লাভের ঘটনা গুলো যে মূখ্য ভূমিকা পালন করছে সেটা আমাদের চোখ এড়িয়ে যেতে পারেনা।
যাকগে কিছু কিছু সুখসময়ে জানি দুশমনেও কাধ চাপড়ে দেয়, ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। সত্যি কইরা বলেন তো একজন বাঙ্গালী জাতীয়তাবাদী আর্জেনটাইন সমর্থক লীগের সম্মানিত সদস্য ও কি আপনার এই অসামান্য বিশ্লেষণের তারিফ করে একটা শুষ্ক ধন্যবাদ হলেও আপনারে জানায় নাই?
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: কিছু লোকের মন মানসিকতা যেমন হয় আরকি। এই পোষ্টের বক্তব্য পরিস্কার, তারপরেও কেও জোর করে রাজনীতি আবিস্কার করতে চায় আমার কিছুই করার নেই। কোন সংকীর্ণ বা উন্মাদের চিন্তাধারা কিভাবে রুখা যায়?
কারো মন চাইলে আসবে। আমার অত ঠেকা পড়েনি যে কাউরে এই পোষ্ট পড়ার জন্য অনুরোধ করে নিয়ে আসা।
১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৪
ওবায়েদুল আকবর বলেছেন: আমার মন-মানসিকতা যা তা উম্মাদের মত আর আপনারটা মহামানবের!!!
হালকা চালে একটা কমেন্ট করলাম আর এন্সার দিলেন যা !!!! থাক কিছু বললামনা।
আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা আমাদের লীগ আর দলের সাপোর্টারদের উইশ করছি, আনন্দ করছি। আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম আপনার খবর কি? কিন্তু হয় আপনি টিঊবলাইট নইলে আর্জেন্টিনার সাপোর্টারদের হিংসুইট্টা। সবখানে জিততেই হবে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে আমার এই পোষ্টে সন্দেহের বাতিক দেখাইছেন কিন্তু কোন রাজনীতি প্রমাণ করতে পারেন নাই। তারপরেও টিটকারী মারতাছেন। তারপরেও কি বলবেন আপনার মনে প্যাচ-গুচ নাই?
১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৭
ওবায়েদুল আকবর বলেছেন: >>আমরা ব্রাজিলিয়ান সাপোর্টাররা আমাদের লীগ আর দলের সাপোর্টারদের উইশ করছি, আনন্দ করছি। আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম আপনাদের খবর কি? কিন্তু হয় আপনি টিঊবলাইট নইলে আর্জেন্টিনার সাপোর্টারদের মত হিংসুইট্টা। সবখানে জিততেই হবে।পিউর আর্জেন্টাইন মেন্টালিটি।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩৯
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আমি গত বছরের ইউরো ২০১২ এর ফাইনালকে ভিত্তি কইরাই পোষ্টটা দিছি। এত জ্ঞানের গরিমা দেখান অথচ এই সহজ জিনিসটাই বিবেচনায় নেন না।
১৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪৯
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: মনে হইতাছিলো ...........বাসেলোনা বনাম মিউনিখের খেলা দেখতাছি।।।
০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৩২
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: হুম!
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৭
রামন বলেছেন:
ঠিকই বলেছেন, ব্রাজিলের তুলনায় স্পেনের খেলোয়াড়রা ছিল পরিশ্রান্ত এবং তদুপরি বৃদ্ধ।