নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I want very active debate
তথ্য এখনই দুদকে দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিশেষ কোনো কারণে বাংলাদেশ ব্যাংকের শীর্ষপর্যায়ের কোনো কোনো কর্মকর্তা বেসিক ব্যাংকের প্রতি সহানুভূতিশীল। তাই অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ জাল-জালিয়াতির তথ্য-প্রমাণ ও অনুসন্ধান প্রতিবেদন থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
Click This Link
****************
২০১০ সালে শেয়ারবাজারে যেখানে ২ লক্ষ কোটি টাকা লুটপাট করে ৩৩ লক্ষ শেয়ার ব্যাবসায়ীকে পথে বসানো হয়েছে তখন বেসিক ব্যাংকের মাত্র ৩-৪ হাজার কোটি টাকা এমন কি? তাই হাসিনা ও তার চামচারা এখনও কথায় কথায় বিগত জোটের দোষ তুলে এনে নিজেদের ইজ্জত বাচাতে চায়। ১৯৭২-৭৫, ১৯৯৬-২০০১ এবং ২০০৯ হতে যে র্দূনীতি, লুটপাট হইছে তার ধারের কাছে বিএনপি কেন এরশাদও নাই। তারপরেও নিজেদের গলাবাজি, চামচা বুদ্ধিজীবি ও মিডিয়ার মাধ্যমে এই সব অপকর্মকে আড়াল রাখা হয়। তাই এই কারণেই বাংলাদেশ ব্যাংক দুদককে তথ্য দিতে অনীহা। কারণ বাবি শেখ হাসিনার কথায় উঠে বসে। তার ক্ষমতা নাই হাসিনার ইচ্ছার বিরুদ্ধে কোন সরকারী কাজ করার। আর ঐ দিকে বর্তমান আমলে দুদক হাজার তদন্ত করলেও আলীগের কারো দোষ খুজে পাবে না। যেমন পায়নি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১
দুরন্ত-পথিক বলেছেন: আর মাত্র কটা দিন ।তারপর দেখব কে কে বেসিক ব্যাংক আর সোনালি ব্যাংক এর লুটপাট কে রক্ষা করতে আসে।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আর যাই হৌক বিএনপি বা এরশাদ আমলে এভাবে কোন ব্যাংককে বিপদে ঠেলে দেওয়া হয়নি।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
এস এইচ খান বলেছেন: ২ লক্ষ কোটিইতো ধর্তব্যের মধ্যে আসে নি! সেখানে ৪৫০০ কোটি কোন টাকা!! বাজি ভাই, আমি কিন্ত রাখালডারে বড় ভালা পাই। পৃথিবীর ইতিহাসে এ এক বিরল ঘটনা! আচ্ছা বলুনতো, নোবেল কমিটির আবালগুলা কি এই বিরল ঘটনা দেখতে পায় না! ইচ্ছা করতাছে, ইউনুইচ্চার নোবেলডা কাইড়া লইয়া রাখালরে দিয়া দেই